This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Sunday, February 27, 2022

পিএসসি নির্ধারিত ১১ জন সাহিত্যিকের বিস্তারিত পরিচিতি:

 পিএসসি নির্ধারিত ১১ জন সাহিত্যিকের বিস্তারিত পরিচিতি: 



ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগরঃ (১৮২০-১৮৯১) 

১। বিদ্যাসাগর কোন সালে জন্মগ্রহন করেন? - উঃ ১৮২০ সালে

২। বিদ্যাসাগর উপাধি দেয়া হয় কোথা থেকে? উঃ সংস্কৃত কলেজ থেকে

৩। বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত কে? উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৪। বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্ন প্রথম স্থাপন করেন কে? উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৫। ঈশ্বরচন্দ্রের কয়েকটি মৌলিক রচনার নাম কি কি? উঃ অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা।

৬। ঈশ্বরচন্দ্রের কয়েকটি বিখ্যাত গদ্যগ্রন্থের নাম কি কিঃ উঃ- বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস ও ভ্রান্তিবিলাস।

৭। বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? উঃ বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)

৮। বিদ্যাসাগর রচিত ব্যাকরণগ্রন্থের নাম কি? উঃ ব্যাকরণ কৌমুদী

৯। বিদ্যাসাগর কোন আন্দোলনের নেতৃত্ব দেন? উঃ বিধবা বিবাহ আন্দোলন

১০। বিদ্যাসাগর কোন সালে মৃত্যুবরণ করেন? উঃ ১৮৯১ সালে।

কাজী নজরুল ইসলাম (১৮৯৯ – ১৯৭৬)★★

১। কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহন করেন? উঃ ১৮৯৯ সালে

২। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? উঃ কাজী নজরুল ইসলাম

৩। নজরুলের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন? উঃ আনন্দময়ীর আগমনে

৪। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তাঁর কোন রচনাটি উৎসর্গ করন? উঃ বসন্ত

৫। রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটি উৎসর্গ করেন? উঃ সঞ্চিতা

৬। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? উঃ ব্যথার দান ( ১৯২২)

৭। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? উঃ মুক্তি

৮। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?  উঃ অগ্নিবীনা

৯। নজরুলের কাব্যগ্রন্থগুলো কি কি? উঃ সন্ধ্যা, নতুন চাঁদ , ছায়ানট, প্রলয় শিখা , অগ্নিবীনা ,

সাত ভাই চম্পা, , সিন্দুহিন্দোল, ফনিমনসা, চক্রবাক, সর্বহারা,ঝড় হাওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সওগাত , ঝিঙ্গেফুল, বিষের বাশিঁ , দোলনচাঁপা


ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ 

কোনো এক সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সময় ছায়ানটে লাগা প্রলয় শিখার অগ্নিবীনা দেখে সাত ভাই চম্পা, দোলনচাঁপা ও ফনিমনসারা চক্রবাক হয়ে সর্বহারার মতো ঝড় হাওয়ার গতিতে জিঞ্জিরার দিকে ছুটতে লাগল। সাম্যবাদী মরুভাস্করেরা শেষ সওগাত ঝিঙ্গেফুল ও বিষের বাশিঁ হাতে নিয়ে সিন্দুহিন্দোলের দিকে এগিয়ে চললেন।

১০। নজরুলের উপন্যাসগুলো কি কি? উঃ বাঁধনহারা, কুহেলিকা ও মৃত্যুক্ষুধা।

১১। নজরুলের গল্পগ্রন্থগুলোর নাম কি? উঃ শিউলিমালা, ব্যথারদান ও রিক্তের বেদন।

১২। কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন? উঃ ১৯২৬ সালে।

১৩। কাজী নজরুল ইসলাম মোট কতবার ঢাকায় আসেন? ১৩ বার।

১৪। কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরন করেন? উঃ ১৯৭৬ সালে

কায়কোবাদ (১৮৫৭-১৯৫১) ★★

১। কায়কোবাদের প্রকৃত নাম কি? উঃ কাজেম আল কোরেশী।

২। কায়কোবাদের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর নাম কি কি? উঃমহাশ্মশান, অশ্রুমালা, বিরহ বিলাপ, কুসুমকানন, শিবমন্দির, ও অমিয়ধারা।

৩। কোন ঘটনা অবলম্বনে কায়কোবাদের মহাশ্মশান মহাকাব্যটি রচিত হয়? উঃ পানি পথের তৃতীয় যুদ্ধের কাহিনী অবলম্বনে।

৪। বাঙ্গালী মুসলমান কবিদের মধ্যে প্রথম মহাকাব্য রচনা করেন কে? উঃ কায়কোবাদ।

৫। কায়কোবাদের রচিত কবিতার নাম কি? উঃ বাংলা আমার

৬। কায়কোবাদের অশ্রুমালা কাব্যগ্রন্থের মূল সুর কি? উঃ প্রেম-বেদনা, আবেগ ও আনন্দ বিরহ।

জসীমউদদীন (১৯০৩-১৯৭৬) ★★

১। জসীমউদদীন কোথায় জন্মগ্রহন করেন? উঃ মাতুলালয়, তাম্বুলখানা গ্রাম, ফরিদপুর।

২। জসীমউদদীনের উপাধি কি? উঃ পল্লীকবি।

৩। জসীমউদদীন ছাত্র থাকা অবস্থায় তাঁর কোন কবিতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিকের পাঠ্যে তালিকাভুক্ত করা হয়? উঃ কবর কবিতা।

৪। কবর কবিতাটি জসীমউদদীনের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত? উঃ রাখালী।

৫। জসীমউদদীনের কবর কবিতাটি কোন পত্রিকায় ছাপা হয়? উঃ কল্লোল পত্রিকায়।

 ৬। জসীমউদদীনের বিখ্যাত কাব্যগ্রনথগুলো কি কি? উঃরঙ্গিলা নায়ের মাঝি , হাসু, রুপবতী, সকিনা, রাখালীকে, বালুচরের, সোজান বাদিয়ার ঘাটে , মাটির কান্না , নকশী কাঁথার মাঠের ও এক পয়সার বাঁশি।

ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ

রঙ্গিলা নায়ের মাঝি হাসু রুপবতী সকিনা ও রাখালীকে নিয়ে বালুচরের ধানক্ষেতের মধ্য দিয়ে সোজান বাদিয়ার ঘাটে গিয়ে এক পয়সার বাঁশি কিনে ফিরে আসার সময় নকশী কাঁথার মাঠের মাটির কান্না দেখল। 

৭। জসীমউদদীনের রচিত নাটকগুলো কি কি? উঃ পদ্মাপাড়, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধু ও গ্রামের মায়া।

৮। জসীমউদদীনের রচিত একমাত্র উপন্যাসের নাম কি? উঃ বোবা কাহিনী।

৯। নকসী কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? উঃ ১৯২৯ সালে।

১০। নকসী কাঁথার মাঠ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদের নাম কি? উঃ ‘Field of the Embroidery Quilt’

১১। নকসী কাঁথার মাঠ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদকের নাম কি? উঃ ই. এম. মরফোর্ড।

১২। জসীমউদদীনের ছদ্মনাম কি? জমীরউদ্দীন মোল্লা।

১৩। জসীমউদদীন কত সালে একুশে পদক পান? উঃ ১৯৭৬ সালে।

দীনবন্ধু মিত্র ( ১৮৩০-১৮৭৩) ★★

১। নীলকরদের অত্যাচার অবলম্বনে রচিত দীনবন্ধু মিত্রের নাটকের নাম কি? উঃ নীল দর্পণ

(১৮৬০)

২। দীনবন্ধু মিত্রের কাব্যগুলো কি কি? উঃ সুরধুনী কাব্য ও দ্বাদশ কবিতা।

৩। দীনবন্ধু মিত্রের রচিত প্রহসনগুলো কি কি? উঃ বিয়ে পাগলা বুড়ো, সধবার একাদশী।

৪। দীনবন্ধু মিত্রের রচিত নাটকগুলো কি কি? উঃ নীল দর্পণ, নবীন তপস্বিনী, লীলাবতী,

জামাই বারিক ও কমলে কামিনী।

৫। দীনবন্ধু মিত্রের রচিত নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? উঃ মাইকেল

মধুসূদন দত্ত।

৬। নীল দর্পণ নাটকটি প্রথম কোথায় মঞ্চস্থ হয়? উঃ ঢাকায়।

ফররুখ আহমেদ (১৯১৮-১৯৭৪)★★

১। ফররুখ আহমেদ কোথায় জন্মগ্রহন করেন? উঃ মাঝআইল গ্রাম, যশোর।

২। ফররুখ আহমেদ রচিত কাব্যগ্রন্থগুলোর নাম কি কি? উঃসাত সাগরের মাঝি , নৌফেল, হাতেম তায়ী , সিরাজাম মুনিরা ও মুহূর্তের কবিতা। এন্ড্রয়েড অ্যাপ - জব সার্কুলার

ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ

ঝড়ের কবলে পরে সাত সাগরের মাঝি, হাতেম তায়ী- সিরাজাম মুনিরা ও নৌফেলকে বিপদের

মুহূর্তের কবিতা পড়তে বললেন।

৩। ফররুখ আহমেদ রচিত শিশুতোষ গ্রন্থের নাম কি ? উঃ পাখির বাসা।

৪। ফররুখ আহমেদ রচিত পাখির বাসা গ্রন্থের জন্য তিনি কোন পুরস্কার লাভ করেন? ইউনেস্ক পুরস্কার (১৯৬৬)

৫। ফররুখ আহমেদ রচিত সাত সাগরের মাঝি গ্রন্থে কতটি কবিতা আছে? উঃ ১৯ টি।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধায় (১৮৩৮-১৮৯৪) ★★ এন্ড্রয়েড অ্যাপ - জব সার্কুলার

১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উঃ ললিতা তথা মানস।

২। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম কি? উঃ দুর্গেশনন্দিনী।

৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের উপন্যাসগুলো কি কি? উঃইন্দিরা, আনন্দ মঠের , বিষবৃক্ষের,

দুর্গেষনন্দীনি, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল , রাজসিংহ, দেবী চৌধুরানীর , চন্দ্রশেখর, শীতারাম, মৃণালীনি, রাধারানীকে , রজনীতে ও যুগলাঙ্গুরীয়

ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ

এক রজনীতে ইন্দিরা রোডে আনন্দ মঠের সামনে বিষবৃক্ষের নিচে দাড়িয়ে দুর্গেষনন্দীনি ও কপালকুণ্ডলা কৃষ্ণকান্তের উইল পড়ছিলো। কিন্তু রাজসিংহ তা দেখে দেবী চৌধুরানীর দুই ছেলে

চন্দ্রশেখর এবং শীতারাম ও দুই মেয়ে মৃণালীনি ও রাধারানীকে বলে দিলে তারা ঐ  যুগলাঙ্গুরীয়কে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হলো।

৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের কাব্যগ্রন্থগুলো কি কি? উঃলোকরহস্য, কমলকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণচরিত্র ও ধর্মতত্ত্ব অনুশীলন।

৫। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের ছদ্মনাম কি? উঃ কমলাকান্ত।

৬। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের সম্পাদিত পত্রিকার নাম কি? উঃ বঙ্গদর্শন ।

মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪- ১৮৭৩) ★★

১) মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? উঃ Captive Ladie ( ১৮৪৯)

২) মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রহসনগুলো কি কি? উঃএকেই কি বলে সভ্যতা ও বুড় সালিকের ঘাড়ে রোঁ।

৩। মাইকেল মধুসূদন দত্তের রচিত বাংলা নাটকগুলো কি কি? উঃ শর্মিষ্ঠা, পদ্মাবতী ও কৃষ্ণকুমারী।

৪। মাইকেল মধুসূদন দত্তের রচিত কাব্যগ্রন্থগুলো কি কি? উঃ তিলোত্তমাসম্ভার কাব্য, বীরাঙ্গনা কাব্য ও ব্রজাঙ্গনা।

৫। মাইকেল মধুসূদন দত্তের রচিত অমর মহাকাব্যের নাম কি? উঃ মেঘনাদবধ কাব্য।

৬। বীরাঙ্গনা কাব্যটি কোন ধরনের কাব্য? উঃ পত্রকাব্য।

৭। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? উঃ মাইকেল মধুসূদন দত্ত।

মীর মশাররফ হোসেন (১৮৪৭- ১৯১১) ★★

১। মীর মশাররফ হোসেন সম্পাদিত পত্রিকা দু’টির নাম কি কি? উঃ আজীজননেহার ও হিতকারী।

২।মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? উঃ রত্নবতী

৩। মীর মশাররফ হোসেনের নাটক গুলো কি কি? উঃ জমীদার দর্পণ, বসন্তকুমারী, বেহুলা

গীতাভিনয়, টালা অভিনয়, নিয়তি কি অবনতি, ভাই ভাই এইতো চাই, ফাঁস কাগজ, একি, বাঁধা খাতা ইত্যাদি।

৪। মীর মশাররফ হোসেনের গদ্য ও অন্যান্য গ্রন্থগুলো কি কি? উঃ রত্নবতী, বিষাদসিন্ধু, গোজীবন, উদাসীন পথিকের মনের কথা, তহমিনা, রাজিয়া খাতুন, এসলামের জয়, মৌলুদ শরীফ, গোরাই ব্রিজ, পঞ্চনারী, বিবি খোদেজার বিবাহ মদীনার গৌরব ও মুসলমানের বাংলা

শিক্ষা। [ fb/BDCareerGuide ]

 ৫। মীর মশাররফ হোসেনের একমাত্র প্রহসন কি? উঃ এর কি উপায়?

৬। মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক উপন্যাসের নাম কি? উঃ গাজী মিয়াঁর বস্তানী

৭। মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক গ্রন্থ কি কি ? উঃ আমার জীবনী ও কুলসুম জীবনী। এন্ড্রয়েড অ্যাপ - জব সার্কুলার

৮। মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কি ছিলো? উঃ গাজী মিয়াঁ

রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)★★

১। রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান? উঃ তিনি তাঁর মা বাবার চতুর্দশ সন্তান।

২। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়? উঃ তের বছর বয়সে।

৩। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? উঃ কবি কাহিনী।

৪। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি? উঃ বাল্মীকি প্রতিভা।

৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থেউপন্যাসের নাম কি? উঃ বৌ ঠাকুরাণীর হাট।

৬। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি? উঃ ভিখারিনী।

৭। বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে।

৮। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? উঃ ভানুসিংহ ঠাকুর।

৯। গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়? উঃ ১৯১০ সালে।

১০। গীতাঞ্জলি বা Song Offerings এর ভূমিকা লেখেন কে? উঃ ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস।

১১। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো কি কি? উঃ ভানুসিংহ, গীতাঞ্জলি, , প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত , বিচিত্রা, পূরবী,, পত্রপুট, শ্যামলী, মহুয়া, সোনার তরী , খেয়া, হিন্দুমেলার উপহার , ক্ষণিকা, নবজাতক, নৈবেদ্য, জন্মদিন, রোগশয্যা, আরোগ্য , কণিকা, চৈতালি, চিত্রা, মানসী, বনফুল, মায়ার খেলা , ছবি ও গান , বলাকা, সানাই , গীতালি, কল্পনা, কড়ি ও কোমল

ও শেষ লেখা। 

ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ 

ভানুসিংহ গীতাঞ্জলির প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত ও বিচিত্রা গাইতে গাইতে পূরবী, পত্রপুট, শ্যামলী ও মহুয়াকে সাথে নিয়ে সোনার তরী খেয়ায় করে হিন্দুমেলার উপহার কিনতে গেল। এদিকে সেদিন ছিলো ভানুসিংহের স্ত্রী ক্ষণিকার নবজাতক নৈবেদ্যর জন্মদিন। ক্ষণিকা রোগশয্যা থেকে আরোগ্য লাভ করার পর তার বোন কণিকা, চৈতালি, চিত্রা ও মানসীদের নিয়ে বনফুলের মিষ্টি খেলো। বাসায় ফেরার আগে তারা বলাকা সিনেমা হলে মায়ার খেলা ছবি ও গান দেখল। ভানু সিংহ তার নবজাতক পুত্রের কথা শুনে সানাই ও গীতালি বাজাতে বাজাতে কল্পনার রাজ্যে হারিয়ে যায় এবং কড়ি ও কোমল নিয়ে বাসায় ফিরে এসে তার বিখ্যাত শেষ লেখাটি পুত্রকে উৎসর্গ করেন।

১২। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কি কি? উঃ শেষের কবিতা, যোগাযোগ, চোখের বালি,

গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে ও চার অধ্যায়।

১৩। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো কি কি? উঃ বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, রক্তকবরী ও তাসের দেশ।

১৪। রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় আসেন? উঃ ২ বার।

বেগম রোকেয়া (১৮৮০-১৯৩২) ★★

১। বেগম রোকেয়ার রচিত উপন্যাসের নাম কি? উঃ পদ্মরাগ।

২। বেগম রোকেয়ার গ্রন্থ সমূহ কি কি? উঃ সুলতানার স্বপ্ন, ডিলিসিয়া, অবরোধবাসিনী, পদ্মরাগ ও মতিচূর।

ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ

সুলতানার স্বপ্ন ছিলো ডিলিসিয়াদের মত অবরোধবাসিনীদের মুক্ত করে তাদের হাতে

পদ্মরাগ ও মতিচূর ফুল তুলে দেবেন।

৩। বেগম রোকেয়া মূলত কি হিসেবে পরিচিত? উঃ মুসলিম নারী জাগরনের অগ্রদূত।

৪। বেগম রোকেয়ার লেখাগুলো কোন কোন পত্রিকায় প্রকাশিত হত? উঃ নবনূর, সওগাত ও

মোহাম্মাদী।

ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ

সুলতানার স্বপ্ন ছিলো ডিলিসিয়াদের মত অবরোধবাসিনীদের মুক্ত করে তাদের হাতে পদ্মরাগ ও মতিচূর ফুল তুলে দেবেন।


লিখিতের শর্ট প্রশ্ন থেকে অনেক সময় প্রিলিতে প্রশ্ন হয়ে থাকে। ৯৩টি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন। L

 লিখিতের শর্ট প্রশ্ন থেকে অনেক সময় প্রিলিতে প্রশ্ন হয়ে থাকে। ৯৩টি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন। 



-------অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান-------- 

১। ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? [১০, ২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ৪ এপ্রিল ১৯৪৯ সালে। সদর দফতরঃ-ব্রাসেলস, বেলজিয়াম।

২। INF চুক্তি বলতে কী বোঝায়? [১০ ম বিসিএস লিখিত]

উত্তরঃ মাঝারি পাল্লার আণবিক শান্তি চুক্তি। 

৩। বিশ্ব ব্যাংকের বর্তমান সভাপতির নাম কী [১০, ১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ জিম ইয়ং কিম। (দক্ষিণ কোরিয়া)

৪। এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সভাপতির নাম কী? [১০, ১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ তাকেহিকো নাকায়ও (জাপান)।

৫। পপুলার ফর দ্য লিবারেশন অব প্যালেস্টান (পিএফএলপি) এর প্রতিষ্ঠাতা কে? [১০ ম বিসিএস লিখিত]

উত্তরঃ জর্জ হাবাস।

৬। জাপানের প্রধান চারটি দ্বীপের নাম কী? [১০ ম বিসিএস লিখিত]

উত্তরঃ শিকুকু, কিউসু, হনসু ও হোক্কাইডু।

৭। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মাইক পেন্স। (তার আগে ছিলেন জো বাইডেন)।

৮। আরব বিশ্ব বহির্ভূত চারটি ওপেক সদস্য রাষ্ট্রের নাম কী কী? [১১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ইকুয়েডর, নাইজেরিয়া, ভেনিজুয়েলা ও ইরান। 

৯। ব্রিটন উডস কোথায় অবস্থিত? [১১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পসায়ারে। বিশ্ব ব্যাংক ও আইএমএফ গঠনের সিদ্ধান্ত এখান থেকে নেয়া হয়।

১০। নরডিক পরিষদের দেশগুলো কী কী? [১১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ আসুডেফিন= আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিন্ডল্যান্ড ও নরওয়ে। 

১১। OIC এর বর্তমান মহাসচিবের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ইউসুফ বিন আহমেদ আল ওয়াতাইমিন। 

১২। ‘UNCTAD’ এর পূর্ণরূপ কী? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ United Nations Conference on Trade and Development.

১৩। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বেঞ্জামিন নেতানিয়াহু। প্রেসিডেন্ট : লিউভেন রিভলিন। 

১৪। ’’ফ্লিপ স্ট্রিট ‘’ কিসের সাথে সম্পর্কিত? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সংবাদপত্র প্রকাশনার সাথে সম্পর্কিত। লন্ডনে অবস্থিত। 

১৫। ’’ওয়াল স্ট্রিট’’ কিসের জন্য বিখ্যাত? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শেয়ার বাজারের জন্য বিখ্যাত। এটি নিউইয়র্কে অবস্থিত। 

১৬। ইনোসিস কী? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ গ্রীসের সাথে সাইপ্রাসের সংযুক্তির পক্ষে একটি সংগঠন। 

১৭। শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম এশীয় কে? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ লি ডাক থো। তিনি ভিয়েতনামের নাগরিক। 

১৮। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মুন জায়ে ইন। 

১৯। উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ কিম জং উন। 

২০। গাম্বিয়ার রাজধানীর নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বানজুল।

২১। জাম্বিয়ার রাজধারীর নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ লুসাকা। 

২২। লোকসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম দেশ কোনটি? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ নাউরু। এর রাজধানীর নাম ইয়েরেন। এটি ওশেনিয়া মহাদেশে অবস্থিত। 

২৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কোন তারিখে পার্ল হারবার আক্রমন করেন? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৪১ সালের ৭ ডিসেম্বর। এটি প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপে অবস্থিত মার্কিন নৌঘাঁটি। 

২৪। কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ প্যাটরিসিয়া স্কটল্যান্ড। (দেশ : যুক্তরাজ্য)। 

২৫। আফ্রিকান ইউনিয়নের সদর দফতর কোথায়? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ আদ্দিস আবাবা, ইথিওপিয়া। 

Sh Sakil 

২৭। উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদর দফতর কোথায়? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ রিয়াদ, সৌদি আরব। 

২৮। শ্রীলংকার ভাষার নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সিংহলি।

২৯। ফিলিপাইনের ভাষার নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ফিলিপিনো। 

৩০। ‘’UNIFEM’’ এর পূর্ণরূপ কী?[১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ United Nations Development Fund for Women. 

৩১। ‘’ওয়াটারগেট কেলেঙ্কারি’’’ কী? [১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৭২ সালে মার্কিন ডেমোক্রাট সদর দফতরে রিপাবলিকানদের গোপনে আড়িপাতার ঘটনা। 

৩২। চীনের পার্লামেন্টের নাম কী? [১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ গণকংগ্রেস। 

৩৩। জাপানের পার্লামেন্টের নাম কী? [১৫, ১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ডায়েট। 

৩৪। যুক্তরাষ্ট্র কখন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? [১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ৪ এপ্রিল ১৯৭২ সালে।

৩৫। বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী কে? [১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শিনজো এবে। 

৩৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রেসিডেন্ট কে কে ছিলেন? [১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট ও ট্রম্যান এবং যুক্তরাজ্যের উইনস্টন চার্চিল।

৩৭। ‘D-DAY’ এর পূর্ণরূপ কী? [১৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ DAWN DAY. (ডি-ডে ৫ মে )

৩৮। ১৯১৮ সালে কে ‘চৌদ্দ দফা’ উত্থাপন করেন? [১৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ উড্রো উইলসন। 

৩৯। `ECO’এর পূর্ণরূপ কী? [১৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ Economic Cooperation Organization 

৪০। হেবরন হত্যাকাণ্ড কে করেন? [১৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ গোল্ড স্টেন বারুচ। ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি।

৪১। পূর্ব তিমুর কিসের জন্য বিখ্যাত? [১৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ চন্দনকাঠ।

৪২। ‘মেইন ক্যাম্প’ কী? [১৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ এডলফ হিটলারের আত্মজীবনী। 

৪৩। খেমাররুজ কী? [১৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ কম্বোডিয়ার সবচেয়ে দুর্ধর্ষ বিদ্রোহী গেরিলা সংগঠন।

৪৪। জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর সদর দফতর কোথায়? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ন্যামের কোন সদর দফতর নেই। তবে যে দেশ থেকে এর চেয়ারম্যান হয় সে দেশে কার্য্ক্রম হয়। 

৪৫। সেভেন সিস্টার্স বলতে কী বোঝায়? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সেভেন সিস্টার্স বলতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৭ টি রাজ্যকে বোঝায়।এরা হল আমিত্রিমেঅনাম- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অরুনাচল, নাগাল্যান্ড ও মনিপুর। 

৪৬। ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন নৌ-ঘাঁটির নাম কী? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ দিয়াগো গার্সিয়া। 

৪৭। যুক্তরাজ্যের রক্ষণশীল দলের বর্তমান নেতার নাম কী ? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ থেসারা মে। ২০১৬ থেকে বর্তমান। 

৪৮। ‘‘এক দেশে দুই নীতি ‘’ প্রচালিত আছে কোন দেশে? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ চীন। 

Sh Sakil 

৪৯। বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর সদর দফতর কোথায়? [১৮, ২২, ২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ এই দুই প্রতিষ্ঠানের সদর দফতর ওয়াসিংটন ডিসিতে। 

৫০। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ হতে বাদ পড়েছে কোন দেশ? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ তাইওয়ান। 

৫১। দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সিঙ্গাপুর। এর আয়তন মাত্র ৬৬০ বর্গ কি. মি। 

৫২। একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কোন কোন নদী? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ গঙ্গা, নীলনদ ও আমাজন। 

৫৩। ইরাক কখন কুয়েত আক্রমন করে? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৯০ সালের ২ আগস্ট। 

৫৪। অর্থনীতিতে কখন নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৬৮ সালে প্রবর্তন হয় এবং ১৯৬৯ সালে প্রথম প্রদান করা হয়।

৫৫। SAPTA কী? [২০, ২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ SAARC Preferential Trading Arrangement. একটি বাণিজ্যিক চুক্তি। চুক্তি সই ১৯৯৩ সালে। 

৫৬। SAFTA কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ South Asian Free Trade Area. এটিও একটি বাণিজ্যিক চুক্তি। চুক্তি সই ২০০৪ সালে। 

৫৭। White Hall কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ইংল্যান্ডে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়। এটি ব্রিটিশ রানীর সাবেক বাসভবনও। 

৫৮। Kremlin কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মস্কোতে অবস্থিত বর্তমান রাশিয়ান সরকারের সচিবালয়। 

৫৯। ডুরান্ড লাইন কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ পাকিস্থান ও আফগানিস্থানের মধ্যে সীমানারেখা। 

৬০। ম্যাকমোহন লাইন কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ভারত ও চীনের সীমারেখা। 

৬১। ইউরো কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ইউরোপিয়ান ইউনিয়নভু্ক্ত দেশসমূহের একক মুদ্রা। এর জনক রবার্ট মুন্ডেল। ১৯৯৯ সালে চালু হয়। 

৬২। পার্বত্য শান্তিচুক্তি কখন সাক্ষরিত হয়? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ২ ডিসেম্বর ১৯৯৭ সালে। 

৬৩। Indemnity অর্থ কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ক্ষতি বা শাস্তি এড়ানোর আইনী ব্যবস্থা। 

৬৪। নিরাপত্তা পরিষদের মোট সদস্য কতটি দেশ ?[২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৫ টি দেশ। 

৬৫। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারক কতজন? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৫ জন। 

৬৬। তিয়েন আনমেন স্কয়ার কোথায় অবস্থিত? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত। 

৬৭। জতিসংঘে বর্তমানে কয়টি ভাষায় দাফতরিক কাজকর্ম চলে? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ৬ টি ভাষায়।

৬৮। ফারাক্কার পানি বণ্টন চুক্তি কখন সাক্ষরিত হয়? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৭৫ সালের ১৮ ই এপ্রিল। 

৬৯। ৩৮ তম অক্ষরেখা কী? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ এই রেখা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে। 

Sh Sakil 

৭০। ম্যাজিনো লাইন কী? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ জার্মানি ও ফ্রান্সের মধ্যকার সীমারেখা। 

৭১। Third Reich কী? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ হিটলারের শাসনকালকে অর্থাৎ ১৯৩৩ থেকে ১৯৪৫ এই শাসনকারকে Third Reich বলে।

৭২। Second Track Diplomacy কী? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বিভিন্ন বিবাদ মেটাতে সরকারের পাশাপাশি সুশীল সমাজের উদ্যোগ। 

৭৩। অবাঞ্ছিত ব্যাক্তি কাকে বলে? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ কোনো কূটনৈতিককে যে দেশে প্রেরণ করা হয় সে দেশের সরকার কর্তৃক তাকে অগ্রহনযোগ্য হিসেবে বিবেচনা করা হলে সে অবাঞ্ছিত ব্যাক্তি। 

৭৪। ডেটন চুক্তি কেন হয়েছিলো? [২১, ২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বসনিয়া সংকট নিরসনের জন্য। 

৭৫। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টরাল কলেজে কতজন নির্বাচক থাকেন? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ৫৩৮।

৭৬। বাংলাদেশ ও ভারতের মধ্যে কতসালে গঙ্গার পানি বণ্টন চুক্তি হয়? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে। 

৭৭। SAIC কী? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ SAARC Agricultural Information Centre. এটি ঢাকার ফার্মগেটে অবস্থিত। 

৭৮। বাংলাদেশ কত সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ২৪ অক্টবর ১৯৯৬ সালে। 

৭৯। UNHCR কী? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ United Nations High Commissioner for Refugees. এর সদর জেনেভায়। 

৮০। আল-কুদ্স কী? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ও. আই. সি. গঠনের সময়ের একটি কমিটি। 

৮১। আল আকসা ইন্তিফাদা কী? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ইহুদি রাষ্ট্র ইসরাইলের অধিকার হতে আল আকসা মসজিদ মুক্ত করার গণআন্দোলন।

৮২। ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দফতর কোথায়? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ওয়াসিংটন ডিসিতে। 

৮৩। CFC কী? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ Chloro Fluro Carbon. এটি ওজোন স্থরের ফাটলের জন্য সবচেয়ে বেশি দায়ী। 

৮৪। সুয়েজ খাল কোন কোন জলরাশিকে যুক্ত করেছে? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ভূমধ্যসাগর ও লোহিত সাগর। 

৮৫। কোন শহরের নাম বিগ অ্যাপেল? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ নিউইয়র্ক শহরের নাম বিগ অ্যাপেল। 

৮৬। কোন রেখা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে দ্বি-খণ্ডিত করেছে? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ৩৮ তম অক্ষ রেখা।

৮৭। Fifth Republic কী? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ফ্রান্সের একটি রাজনৈতিক ব্যবস্থা। 

৮৮। ভেনিজুয়েলা প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ দক্ষিণ আমেরিকায়। 

৮৯। গোবি মরুভূমি কোথায় অবস্থিত? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ এশিয়ার মঙ্গোলিয়ায়। 

৯০। কোন সংস্থার পরিবর্তে WTO প্রতিষ্ঠিত হয়েছে? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ GATT

৯১। ‘বিশ্বগ্রাম’ ধারণার প্রবক্তা কে? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মার্শাল ম্যাকলুহান। 

৯২। গণচীন কখন ম্যাকাও এর উপর সার্বভৌমত্ব ফিরে পায়? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর। 

৯৩। জাতিসংঘের সনদ কেথায় স্বাক্ষরিত হয়? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৪৫ সালের ২৬ সে জুন সানফ্রান্সিকোতে ৫০ টি দেশ কর্তৃক স্বাক্ষরিত হয়।

Friday, February 25, 2022

বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে যোগ দিন- ৩০/০৪

বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে যোগ দিন- ৩০/০৪

 Deadline: 30 Apr 2022





আবেদনের লিংকঃ 


https://joinbangladesharmy.army.mil.bd/

১৫০ পদে এসকেএস ফাউন্ডেশন (SKS) NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি- ০৩/০৩

১৫০ পদে এসকেএস ফাউন্ডেশন (SKS) NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি- ০৩/০৩ 

Deadline: 3 Mar 2022 


সূত্রঃ দৈনিক প্রথম আলো- ২৫ ফেব্রুয়ারি/২০২২

বিস্তারিত নিচের ছবিতে দেখুন 

১৫০ পদে এসকেএস ফাউন্ডেশন (SKS) NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি- ০৩/০৩


Friday, November 2, 2018

Model Test

Coming Soon!

Model Test 5

Coming Soon!

Model Test 4

Coming Soon!

Model Test 3

Coming Soon!

Model Test 2

Coming Soon!

Model Test

Coming Soon!

Model 1


Sunday, February 11, 2018

টিএমএসএস এ নিয়োগ বিজ্ঞপ্তি

এ্যাকুয়াকালচার ফিল্ড ফ্যাসিলিটেটর

টিএমএসএস


Job Context
Vacancy
05
  • বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উল্লিখিত জেলাসমূহের দূর্গম এলাকায় অবস্থান করে চিংড়ী চাষে আগ্রহী ও উপযুক্ত খামারী/ কৃষকদের সনাক্তকরণ এবং তাদেরকে কারিগরী সহযোগিতা প্রদানের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য আগ্রহী, বাংলাদেশের উপযুক্ত প্রার্থীদের নিকট হতে দরখান্ত আহ্বান করা যাচ্ছে।
  • কর্মস্থল: যশোর, খুলনা এবং সাতক্ষীরা জেলার উপজেলা ও ইউনিয়নসমূহ।
  • দায়বদ্ধতা: সরাসরি Aquaculture Extension Ofiicer (AOE) এর নিকট দায়বদ্ধ।
Job Description / Responsibility
  • চিংড়ী চাষে আগ্রহী কৃষক/ খামারীদের কারিগরি সহায়তা প্রদান করা।
  • মাঠ পর্যায়ে চিংড়ী চাষ প্রদর্শনী খামার স্থাপন করা।
  • Semi-intensive চিংড়ী farming পদ্ধতিতে কারিগরি সহায়তা প্রদান।
  • চিংড়ী ঘের প্রস্তুতের ক্ষেত্রে প্রয়োজনীয় গভীরতা, চিংড়ী পরিচর্যা ও আধুনিক খামার ব্যবস্থাপনায় কারিগরি সহায়তা প্রদান।
  • চাষী/ খামারী পর্যায়ে নিয়মিত পরিদর্শন করে চিংড়ী চাষীদের উদ্বুদ্ধ করা ও গাইড লাইন দেয়া।
  • খামারী/ কৃষক পর্যায়ে রিফ্রেশার্স/ কোচিং সেশন পরিচালনা করা।
  • খামারী/ কৃষক গ্রুপ হালনাগাদ করা এবং স্থানীয় পর্যায়ের সার্ভিস প্রদানকারীদের বিশেষ করে, হ্যাচারী, নার্সারি এবং ইনপুট ডিলারদের সাথে সম্পর্ক উন্নয়ন করা।
  • AEO এবং ADO-দের সাথে সমন্বয় রেখে কারিগরি সহায়তা নিশ্চিত করত প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করা।
  • টিএমএসএস-এর ঋণ কর্মসূচির সাথে সমন্বয় করে মাঠ পর্যায়ের SAFETI-প্রকল্পের উপকারভোগীদের মধ্যে ঋণ বিতরণ সহজতর করা।
  • মাঠ পর্যায় হতে প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন নিয়মিতভাবে টিএমএসএস ও Winrock-এ প্রেরণ করা।
  • ঊর্ধ্ব ব্যবস্থাপনার নির্দেশে যে কোন কাজ বাস্তবায়ন করা।
Job Nature
Contractual
Educational Requirements
    প্রার্থীকে কৃষি তে ডিপ্লোমা/ ফিসারিজ এ ডিপ্লোমাধারী হতে হবে।
Experience Requirements
  • At least 1 year(s)
Job Requirements
  • Age At most 40 year(s)
  • মৎস্য চাষ বিশেষ করে চিংড়ী চাষ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ন্যূনতম ০১ বছর কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
  • তবে অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
  • প্রার্থীকে সুন্দর বাচনভঙ্গি ও আচরণের হতে হবে।
  • প্রার্থীকে দূর্গম এলাকায় অবস্থান করতে হবে।
  • মাঠ পর্যায়ে বাই-সাইকেল চালাতে হবে।
  • প্রার্থীকে ফ্যাসিলিটেশন ও সমন্বয়ে দক্ষ হতে হবে।
Job Location
বাংলাদেশের যেকোনো স্থানে
Salary Range
    Tk. 16050
Other Benefits
  • বার্ষিক বেতন বৃদ্ধি।
  • উৎসব ভাতা।
  • মোবাইল বিল।
  • প্রকল্প শেষে এককালীন সুবিধা।
Job Source
বিডিজবস ডট কম অনলাইন জবপোস্টিং
নির্বাচিত প্রার্থীদের যোগদানকালে সংস্থার নিয়ম অনুসারে এক মাসের সমপরিমান অর্থ জামানত স্বরূপ সংস্থায় জমাদান করতে হবে যা বিধি অনুসারে চাকুরী ছাড়া/ প্রকল্প সমাপ্তে লভ্যাংশসহ ফেরত প্রদান করা হবে।
Application Deadline : Feb 15, 2018বিঃ দ্রঃ  যাদের  বিডিজবস এ এক্যাউন্ট নেই তারা এক্যাউন্ট খুলে তারপর আবেদন করুন ।
Company Information
টিএমএসএসAddress : ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া - ৫৮০০Web : www.tmss-bd.org

Test

Test -1