উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতি। পর্ব-০২
বারি, বিরি, বিএডিসি, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ সকল প্রকার কৃষি বিষয়ক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য ।
Posted by: estudy24bd
কৃষি বিষয়ক প্রশ্নঃ (৫১-১০০)
৫১। গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পটি কোন ধরনের?
ক) সেচ, বন্যা নিয়ন্ত্রণ খ) সেচ ও পানির নিষ্কাশন
গ) সেচ,বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন ঘ) বন্যা নিয়ন্ত্রণ ও পানি
নিষ্কাশন
উত্তরঃ
গ
৫২। বাংলাদেশে মাথাপিছু দৈনিক খাদ্য চাহিদা কতটুকু ?
ক) প্রতিদিন মাথাপিছু ১ কেজি খাদ্যশস্য
খ) প্রতিদিন মাথাপিছু ৫০০ গ্রাম খাদ্যশস্য
গ) প্রতিদিন মাথাপিছু ৫০ গ্রাম খাদ্যশস্য ঘ) প্রতিদিন
মাথাপিছু ২ পাউন্ড খাদ্যশস্য
উত্তরঃ
খ
৫৩। কোনটি
প্রাণিজ আমিষের প্রধান উৎস নয় ?
ক) গরু খ) মহিষ গ)
হাঁস ঘ) দুধ
উত্তরঃ
ঘ
৫৪। মাছের উৎস কয়টি ?
ক)
২টি খ) ৩টি গ) ৫টি ঘ) ৬টি
উত্তরঃ
খ
৫৫। প্রাণিজ আমিষের শতকরা কত ভাগ মাছ থেকে পাওয়া যায় ?
ক) ৫০ ভাগ খ) ৬০ ভাগ গ) ৭০ ভাগ ঘ) ৮০ ভাগ
উত্তরঃ ঘ
৫৬। ভিটামিন ‘এ’ এর অভাবে এদেশে কত শিশু পুরোপুরি অন্ধ হয়ে যায় ?
ক) ৯ লক্ষ খ) ৯ হাজার
গ) ৩০ হাজারের অধিক ঘ) ৫০ হাজার
উত্তরঃ গ
৫৭। অপুষ্টির অন্যতম প্রধান কারণ কোনটি ?
ক) খাদ্য রন্ধনরীতি খ) কু-সংস্কার গ) দারিদ্র ঘ) অজ্ঞতা
উত্তরঃ
গ
৫৮। বিগত বছরগুলোতে কোন খাদ্য শস্যের
গ্রহণ সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে ?
ক) দানা জাতীয় খ) মিষ্টি জাতীয় গ) শাক সবজি ঘ) ডাল জাতীয়
উত্তরঃ
ঘ
৫৯। কোনটি অপুষ্টির কারণ নয়
?
ক) রান্নার পদ্ধতি খ) অজ্ঞতা ও উদাসীনতা গ) দারিদ্র ঘ) কুড়ে ঘরে বসবাস
উত্তরঃ
ঘ
৬০। বাংলাদেশে ভূমিহীন লোকের সংখ্যা কত ?
ক) ১ কোটি (প্রায়) খ) ২ কোটি গ) আড়াই কোটি ঘ) ৪ কোটি
উত্তরঃ
ক
৬১। বসতবাড়ি নেই এমন লোকের সংখ্যা কত ?
ক) ৪০ লক্ষ খ) ৩০ লক্ষ (প্রায়)
গ) ১ লক্ষ ঘ) ১০ লক্ষ
উত্তরঃ
খ
৬২। বাংলাদেশে কোন কৃষিজাত পণ্যটি রপ্তানি হয় না ?
ক) পাট খ) তুলা গ) শাকসবজি ঘ) চামড়া
উত্তরঃ
খ
৬৩। মাটির
কোন্ স্তর ফসল উৎপাদনের জন্য উপযোগী ?
ক) নিম্ন স্তর খ) উপরের স্তর গ) নিম্ন মধ্যম স্তর ঘ) মধ্যম স্তর
উত্তরঃ
খ
৬৪। মাটির
উপরের স্তর কত সেন্টিমিটারের মাঝে সীমাবদ্ধ ?
ক) ২০ সে.মি. খ) ২৫ সে.মি. গ) ৩০ সে.মি. ঘ) ৩৫ সে.মি.
উত্তরঃ
ঘ
৬৫। কোন মাটি সহজে চাষাবাদ করা যায়
কিন্তু ফসল উৎপাদনের জন্য তত উপযোগী নয় ?
ক)
এঁটেল মাটি খ) দো-আঁশ মাটি গ) বেলে মাটি ঘ) পলি মাটি
উত্তরঃ
গ
৬৬। পলি মাটিতে কোন শস্য ভালভাবে
চাষ করা যায় ?
ক) ধান খ) পাট গ) আখ ঘ) সরিষা
উত্তরঃ খ
৬৭। ফসল উৎপাদনের জন্য কোন মাটি উত্তম ?
ক) বেলে মাটি খ) দো-আঁশ মাটি গ) এঁটেল মাটি ঘ) পলি মাটি
উত্তরঃ
খ
৬৮। জমি গভীরভাবে চাষ করতে হয় কোন্ ফসলের জন্য ?
ক) মুলা খ) মরিচ গ) ধান ঘ) আলু
উত্তরঃ ঘ
৬৯। মুলা, মরিচ ফসলের জন্য জমি কিভাবে চাষ দিতে হয় ?
ক) আড়াআড়ি ভাবে খ) কর্দমাক্ত জমি গ) ঝুরঝুরে করে ঘ) গভীর ভাবে
উত্তরঃ গ
৭০। ভূমিক্ষয় কয়
প্রকার ?
ক) ২
প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
উত্তরঃ ক
৭১। নালা বা গালি ভূমিক্ষয় কোথায় বেশি দেখা
যায় ?
ক)
উত্তরাঞ্চলে খ) পূর্বাঞ্চলে গ) পার্বত্য অঞ্চলে ঘ) উত্তর পশ্চিমাঞ্চলে
উত্তরঃ গ
৭২। মধ্যম সমভূমিতে কোন ফসল ভাল
জন্মে ?
ক) বোনা আমন ধান খ) বোরো ধান গ) আউশ ধান ঘ) রোপা আমন ধান
উত্তরঃ
ঘ
৭৩। উঁচু পাহাড়ি
অঞ্চলে কোন্ ফসল ভালো জন্মে ?
ক) ধান খ) পাট গ) সবজি ঘ) চা
উত্তরঃ ঘ
৭৪। বেলে
মাটির পানি ধারণ ক্ষমতা কেমন ?
ক) বেশি খ) কম গ) মাঝামাঝি ঘ) নেই বললেই চলে
উত্তরঃ ঘ
৭৫। এঁটেল মাটিকে ভারি মাটি বলা হয় কেন ?
ক) বায়ু চলাচল কম খ) পানি ধারণক্ষমতা বেশি বলে
গ) পানি সহজে চলাচল করতে পারে
বলে ঘ) পানি ধারণ ক্ষমতা খুব
কম বলে
উত্তরঃ খ
৭৬। কোন মাটিতে হাইড্রোজ়েন আয়নের পরিমাণ হাইড্রোক্সিল আয়ন অপেক্ষা বেশি ?
৭৬। কোন মাটিতে হাইড্রোজ়েন আয়নের পরিমাণ হাইড্রোক্সিল আয়ন অপেক্ষা বেশি ?
ক) অম্ল মাটিতে খ) ক্ষারীয় মাটিতে গ) বেলে মাটিতে ঘ) দো-আঁশ মাটিতে
উত্তরঃ ক
৭৭। কোন সার ব্যবহার করলে মাটির অম্লতা বৃদ্ধি পায় ?
ক) জৈব সার খ) ইউরিয়া সার গ) অ্যামোনিয়াম সালফেট বা সালফার ঘ)
জিংক অক্সাইড
উত্তরঃ গ
৭৮। কোন সার ব্যবহার করলে মাটির
অম্লতা কমে ?
ক) জৈব পদার্থ খ) ইউরিয়া গ) চুন ঘ) জিপসাম
উত্তরঃ গ
৭৯। ক্ষারীয় মাটির পি এইচ কত ?
ক) ৭.০০ খ) ৭.০০ এর উপর গ) ৫.০০ ঘ)
৬.৫০
উত্তরঃ
খ
৮০। কোন জীব দ্বারা মাটির জৈব পদার্থ
আত্রুান্ত হয় ?
ক) পোকামাকড় খ) পাখি গ) মাটির জীবাণু ঘ) কেঁচো
উত্তরঃ গ
৮১। মাটির বিভিন্ন কণার পারস্পারিক
মিলনে কী সৃষ্টি হয় ?
ক) মাটির অম্লতা খ) মাটির গঠন গ) মাটির রন্ধ্রতা ঘ) মাটির পি এইচ
উত্তরঃ খ
৮২। মাটির রস বলতে কী বুঝায় ?
ক) মাটিতে অবস্থিত পুষ্টি উপাদান খ)
মাটির কণার সাথে মিশে আছে এমন পানি
গ) মাটির ‘জো’ অবস্থা ঘ)
মাটির রন্ধ্রে অবস্থিত খনিজ পদার্থ
উত্তরঃ খ
৮৩। কোন পানি গাছ শোষণ করে ?
ক) মুক্ত পানি খ) বৃষ্টির পানি গ) শোষিত পানি ঘ) কৈশিক পানি
উত্তরঃ ঘ
৮৪। গাছ শিকড়ের সাহায্যে কোন প্রকারের পানি শোষণ করে ?
ক) কৈশিক পানি খ) বৃষ্টির পানি গ) লোনা পানি ঘ) শোষিত পানি
উত্তরঃ ক
৮৫। মাটি জলমগ্ন হলে কিসের অভাব দেখা দেয় ?
ক) মৃত্তিকা জীবানুর খ) পুষ্টি উপাদানের গ) অক্সিজেনের ঘ) নাইট্রোজেনের
উত্তরঃ গ
৮৬। চাষাবাদের প্রথম কাজ কি ?
ক) বীজ বোনা খ) সেচ প্রদান গ) ভূমি কর্ষণ ঘ) সার প্রয়োগ
উত্তরঃ গ
৮৭। ধানের জমিতে জন্মানো শ্যামা নামক আগাছা কোন আগাছানাশক
প্রয়োগ করে দমন করা যায় ?
ক. পিলারাউন্ড খ. বাসফালন গ. প্রপানিল
ঘ. কোনটি নয়
উত্তরঃ গ
ব্যাখ্যাঃ অক্সিডায়াজোন ধানের বিভিন্ন আগাছা দমনের জন্য
প্রতি হেক্টর জমিতে ২ লিটার ব্যবহার করতে হয় ।
৮৮। ‘জো’ বলতে কি বুঝায় ?
ক) জমির জলাবদ্ধতা
খ) জমির শুকনো অবস্থা গ) জমির উপযুক্ত
আর্দ্রতা ঘ) জমির
কাদা অবস্থা
উত্তরঃ
গ
৮৯। মাটির কৈশিক নালি ভেঙ্গে দিলে
কি হয় ?
ক) বাষ্পায়ন বেড়ে
যায় খ) বাষ্পায়ন হ্রাস পায়
গ) অক্সিজেন যোগ
দেয় ঘ) নাইট্রোজেন
কমে যায়
উত্তরঃ খ
৯০। ভূমি
কর্ষণের প্রধান উদ্দেশ্য কি ?
ক) মাটি নরম করা খ) মাটির উপরিভাগ সমান করা গ) ঢিলা ভাঙ্গা ঘ) তাপমাত্রা নিয়ন্ত্রণ
করা
উত্তরঃ
ক
৯১। কর্ষণের
সাহায্যে মাটিতে কি মিশ্রিত করা যায় ?
ক) সার ও জৈব পদার্থ খ) কীটনাশক গ) বীজ ঘ) পানি
উত্তরঃ ক
৯২। কোন কৃষিজ দ্রব্যটি
বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা হয় ?
ক)
আলু খ) পেঁয়াজ গ) ইলিশ ঘ) গরু
উত্তরঃ গ
ব্যাখ্যাঃ ইলিশ ছাড়াও বাংলাদেশ
থেকে চামড়া রপ্তানি করা হয় ।
৯৩। অঙ্গজ প্রজনন করা যায়
কোনটি ?
ক) লালশাক খ) ধান গ) কলা ঘ)
পাট
উত্তরঃ গ
৯৪। উচ্চ ফলনশীল
(উফশী) ধানের চেয়েও বেশি ফলন দেয় কোনটি
?
ক)
দেশি ধান খ) হাইব্রিড রাইস গ) পিওর লাইন ঘ) টিএলএস
ধান বীজ
উত্তরঃ খ
৯৫। কর্ষণের সাহায্যে কী নিয়ন্ত্রণ
করা যায় ?
ক)
কীট পতঙ্গ খ) আগাছা গ) রোগ বালাই ঘ) পোকামাকড়
উত্তরঃ খ
৯৬। কর্ষণের ফলে মাটিতে কি বৃদ্ধি
পায় ?
ক)
পানির পরিমাণ খ) সারের পরিমাণ গ) তাপমাত্রা ঘ) আগাছা
উত্তরঃ গ
৯৭। কষর্ণ কী নিধন করে ?
ক)
উপকারী জীবানু খ) অপকারী কীটপতঙ্গ গ) কাঁকড়া ঘ) কেঁচো
উত্তরঃ খ
৯৮। কষর্ণ পদ্ধতি কত প্রকার
?
ক)
২ প্রকার খ) ৩ প্রকার গ) ৫ প্রকার ঘ) ৬ প্রকার
উত্তরঃ ক
৯৯। শূন্য কষর্ণ পদ্ধতিতে কী চাষ করা যায় ?
ক) ধান খ) পাট গ) খেসারি ঘ) আলু
উত্তরঃ গ
১০০। জো অবস্থায় চাষ করলে মাটি কি রকম হয় ?
বইটির নাম কি বইটি নিতে চাই প্রকাশনাকে।
ReplyDelete