গুরুত্বপূর্ণ ১৮টি টেকনোলজি ট্রিকস
1) প্রজেক্ট বা পড়াশোনা সম্পর্কিত জিনিস খুঁজছেন? Google dot com সার্চ না করে scholar dot google dot com লিখে তারপর আপনার প্রয়োজনীয় জিনিসটি সার্চ করুন। এর মাধ্যমে আপনি সবচেয়ে দরকারি জিনিসটিই পাবেন।
2) ইউটিউবে চলতে থাকা গজল টিকে আপনার গ্যালারিতে MP3 আকারে পেতে চান? প্রথমেই ইউটিউব ভিডিওটির URL কপি করুন। এরপর youtube dot mp3 dot org তে গিয়ে নির্দিষ্ট জায়গায় URL টি পেস্ট করুন। এরপর ‘CONVERT’ এ প্রেস করুন। ব্যাস এবার ডাউনলোড অপশনে ক্লিক করুন।
3) আপনার ল্যাপটপ বা কম্পিউটারটির পাসওয়ার্ড ভুলে গেছেন? START UP করার সময় F8 প্রেস করুন। এরপর LOG IN AS ADMINISTRATOR অপশনটি প্রেস করুন। এবার আপনার পাসওয়ার্ডটি বদলে নিন।
4) ‘ctrl’, ‘Alt’ এবং ‘Del’ প্রেস না করেও ‘Ctrl, ‘Shift’ এবং ‘esc’ প্রেস করেও আপনি টাস্ক ম্যানেজার-এ যেতে পারবেন।
5) যদি আপনার মোবাইল বা ল্যাপটপে কোনো ওয়েবসাইট ব্লক হয়ে যাচ্ছে, তাহলে আপনি INCOGNITO MODE অন করে সেই নির্দিষ্ট ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারবেন।
6) কোনো ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান? সেই ভিডিওটির URL এর মধ্যে ‘SS’ যুক্ত করে দিন। মানে WWW dot এবং YOUTUBE এর মধ্যে।
7) যদি আপনি কোনো ফাইল ডাউনলোড করার পরে দেখেন যে এর এক্সটেনশন নেম .exe আছে এবং উইন্ডোজ ডিফেন্ডার সেটিকে ওয়ার্নিং দেখাচ্ছে সেটি ভাইরাস।
8) যদি আপনি না চাইতেও কোনো ট্যাব ক্লোজ করে ফেলেছেন, তাহলে ctrl+shift+t প্রেস করুন। আবার সেই বন্ধ হওয়া ট্যাবটি খুলে যাবে।
9) ইউটিউবে আপনার ভালো লাগা গজলটি শুনতে বারবার আপনাকে replay করতে হচ্ছে? আপনি এক কাজ করুন- ভিডিও url এর মধ্যে ‘repeat’ এই শব্দটিকে আপনি www dot YouTube এবং dot com এর মধ্যে বসিয়ে দিন।
10) ইউটিউবে ভিডিও তে বারবার অ্যাড স্কিপ করতে হচ্ছে? ভিডিও এর URL এ ‘youTube’ এর জায়গায় ‘youtubeskip’ বসিয়ে দিন। অ্যাড নিজ থেকেই স্কিপ হয়ে যাবে।
11) 10minutesmail নামে একটি ওয়েবসাইট আছে যেটি থকে আপনি ফেক মেল আইডি পাবেন। তাই কোথাও সন্দেহ জনক কোনো ওয়েবসাইটে বাধ্যতামূলক সাইন ইন করতে গেলে আপনাকে আর নিজের মেল আইডিটি দিতে হবে না।
13) যদি আপনি গুগল-এ কোনো ফ্লাইট এর নম্বর টাইপ করেন, তাহলে সেই ফ্লাইটটি সেই সময় যেখানে আছে সেটি দেখাবে।
14) কোনো ফ্রি- ট্রায়াল আরও বেশি দিন চালাতে চান? আপনার কম্পিউটারের বা ল্যাপটপের তারিখটি পিছিয়ে দিন। ব্যাস কাজ শেষ।
15) আপনি Spanish, French, Italian এবং Portugues সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন Duolingo dot com নামক ওয়েবসাইটটি থেকে।
16) আপনার আইফোনে যা টাইপ করলেন, তা ভুলবশত মুছে ফেলেছেন? আপনি আপনার আইফোনটিকে জাস্ট একটু নাড়ান (shake), দেখবেন আপনার মুছে যাওয়া লেখাটি চলে এসেছে।
17) আপনি চাইলেই গুগলকে টাইমার হিসেবে ব্যবহার করতে পারেন। আপনাকে কেবল মাত্র “SET TIMER (example-5) MINUTES” – এই কথাটি সার্চ বারে লিখতে হবে।
18) ব্রাউজারে Incognito Mode অন করতে Ctrl+Shift+N প্রেস করুন।
তথ্যটি ভাল লাগলে শেয়ার করুন
0 comments:
Post a Comment