This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label General Knowledge. Show all posts
Showing posts with label General Knowledge. Show all posts

Sunday, March 20, 2022

লিফ মাইনর বা পাতা সুড়ঙ্গকারী পোকা অথবা ম্যাপ পোকার লক্ষণ প্রতিকারের সহজ কৌশল-কৃষিসেবা২৪

 

লিফ মাইনর বা পাতা সুড়ঙ্গকারী পোকা অথবা ম্যাপ পোকার লক্ষণ প্রতিকারের সহজ কৌশল-কৃষিসেবা২৪ 

লিফ মাইনর বা পাতা সুড়ঙ্গকারী পোকা অথবা ম্যাপ পোকার লক্ষণ প্রতিকারের সহজ কৌশল-কৃষিসেবা২৪


লিফ মাইনর (Leaf Miner) পোকার আক্রমনে শসা টমেটো, লাউ, কুমড়া, লেবু সহ বিভিন্ন সবজি গাছের পাতায় হাতের লেখার মতো রেখা রেখা সাদা দাগ থাকে। এগুলো গাছের জন্য খুবই ক্ষতিকর সুড়ঙ্গ পোকার আক্রমণ।    
     

লক্ষণ:


এ পোকার কীট রাতে কচি পাতার উপ ত্বকের নীচে গর্ত খুড়ে আঁকাবাঁকা সুড়ঙ্গ করে সবুজ অংশ কুড়ে কুড়ে খেয়ে ফেলে। পাতা কুকড়ে যায়, বিবর্ণ হয়ে শুকিয়ে ঝড়ে যায়, গাছ দুর্বল হয়ে পড়ে। পাতার সুড়ঙ্গের ভিতর পোকার কীড়া দেখা যায়, আক্রান্ত পাতায় ছত্রাক ও ব্যাকটেরিয়াল ক্যাংকার রোগাক্রান্ত হয়।

প্রতিকার:


* প্রাথমিক পর্যায়ে পুরাতন ছাইয়ের সাথে অল্প পরিমাণ কেরোসিন মিশিয়ে গাছ এবং পাতায় ছিটিয়ে দিলে পোকার আক্রমণ কমে যায়। হলুদ ফাঁদ ব্যবহার করেও পোকার আক্রমণ দমন করা যায়। এছাড়া তামাকের গুল+ উকুন নাশক শ্যাম্পু পানিতে গুলে মাঝে মাঝে স্প্রে করে দিয়েও পোকা দমন করা যায়।      

* ডিটারজেন্ট পাউডার ৫ গ্রাম/ লিটার পানি+নিম/ বিষকাঠাঁলী/ ধুতরা/আতা/পেঁপে/ নিশিন্দা/জবা/গাদা ফুল ১ কেজি পাতা থেতিয়ে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেকে ১০ লিটার পানি  মিশিয়ে স্প্রে করা।

* এছাড়া জৈব বালাইনাশক ব্যবহার করা যেতে পারে যেমন, ইকোম্যাক + বায়োনিম প্লাস লেবেলের গায়ে নির্দেশনা মতে পানিতে মিশিয়ে ৫ দিন পরপর ৩ বার স্প্রে করে দিলেও পোকা দমন হবে।

* আক্রমণ বেশি হলে সাইপারমেথ্রিন গ্রুপের ( রেলোথ্রিন/ রিপকট/ কট/সিমবুশ/ডেসিস ) ১ মিলি হারে প্রতি লিটার পানিতে অথবা ফেনিট্রথিয়ন জাতীয় কীটনাশক (যেমন সুমিথিয়ন বা ফলিথিয়ন ২ মিলি) অথবা ক্লোরপাইরিফস জাতীয় কীটনাশক (রিজেন্ট ১.৫ মিলি) ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ৭ দিন পরপর ২/৩ বার। কিটনাশক স্প্রে করার পর কমপক্ষে ১৫ দিনের মধ্যে কোন সবজি অথবা ফল খাওয়া যাবে না।

সাম্প্রতিক তথ্য (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী) -কৃষিসেবা২৪

✅সাম্প্রতিক তথ্য✅



✅বাংলাদেশ বিষয়াবলি ও গুরুত্বপূর্ণ সূচক ✅

 ১।দ্যা ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট এর তথ্য মতে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান

=৭৫তম 


২।জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ অনুযায়ী সবচেয়ে সুখী দেশ

=ফিনল্যান্ড। 

সবচেয়ে  কম সুখী দেশ: আফগানিস্তান


৩।সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৪ তম। গত বছর ছিলো ১০১ তম।


৪।বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান - ২য় ১ম স্থানে 

=- চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম। 


৫।বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি  এবং বাংলাদেশের

=মো. শামীম আহসান, বাংলাদেশ


৬। হীরালাল সেন পদক-২০২২ পেয়েছেন - রেজওয়ান শাহরিয়ার সুমিত।


৭। রেজওয়ান শাহরিয়ার সুমিত " হীরালাল সেন পদক -২০২২" পান যে চলচ্চিত্র জন্য- নোনা জলের কাব্য


৮।  'জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়-- 

=২ মার্চ ২০২২


৯। E-Sim=Embedded Subscriber Identity Module.


১০। বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার-=কাজী হাবিবুল আউয়াল ( অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)


১১। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র

- গিরিকন্যা।


১২। বাংলাদেশের তৈরি প্রথম রকেট

=ধূমকেতু


১৩। বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা - =৮ জন


১৪। দেশের  ২৯ তম গ্যাসক্ষেত্র আবিষ্কার

 : ভোলার ভেদুরিয়ায়,নাম :ভোলা নর্থ -১।


১৫। দেশের সবচেয়ে বড় আন্ডারপাসের নাম- সুরসপ্তক(চালু ১২ জানুয়ারি ২০২২)


১৬. বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল- ৩৯টি।


১৭।বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়

=২৫৯১ মার্কিন ডলার এবং 

মাথাপিছু GDP

=২৪৬২ মার্কিন ডলার। 

.

✅আন্তর্জাতিক বিষয়াবলি ✅


১। রা‌শিয়া  ইউক্রে‌নে সাম‌রিক অভিযান শুরু ক‌রে-২৪ ফেব্রুয়ারি-২০২২।


২।বেলারুশের গোমেল অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার প্রথম দিনের শান্তিপূর্ণ বৈঠক

- ২৮ ফ্রেব্রুয়ারি, ২০২২ । 


৩। রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)---

=২৮ ফেব্রুয়ারি ২০২২। 


৪। ন্যাটোর বর্তমান  সদস্য দেশ

-৩০ টি।


 ৫।ইউক্রেন অলভিয়া বন্দরে আটকা পড়ে বাংলাদেশী জাহাজ

 -‘বাংলার সমৃদ্ধি’ (২৯ জন নাবিক নিয়ে)।


৬। ইউক্রেনের বন্দরে আটকে পড়া জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিকের নাম--ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।


৭। অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে। 


৮।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আধুনিক সময়ের ‘হিটলার’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো।


৯।ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে – যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তাইওয়ান, জাপান।


১০। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের যে দুইটি অঞ্চল কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন - ‘দোনেৎস্ক’ ও ‘লুহানস্ক’


১১। রাশিয়ার রাজধানীর নাম মস্কো এবং ইউক্রেনের রাজধানীর নাম-কিয়েভ। রাশিয়ার মুদ্রার নাম-রুবল এবং ইউক্রেনের মুদ্রার নাম-হিরভনিয়া


১২। রাশিয়া ক্রিমিয়া দখল করে

=২০১৪ সালে।


১৩। ২০০৪ সালে কমলা বিপ্লব  অনুষ্ঠিত হয়--

•ইউক্রেনে 


১৪।বিশ্বের ২য় বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশের নাম-

=রাশিয়া।


১৫।আলোচিত ইউক্রেন পূর্ব ইউরোপের একটি দেশ যা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায়- ২৪ আগস্ট ১৯৯১ এবং সামরিক শক্তিতে ইউক্রেন বিশ্বে ২২তম দেশ।


১৬। ২০২২ সালে COP-27 অনুষ্ঠিত হবে--

=মিশর


১৭। ২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে-- 

সংযুক্ত আরব আমিরাত


১৮। ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে =২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে


১৯। ২০২২ সালে ফিফা ওয়াল্ড কাপ কাতারে অনুষ্ঠিত হবে-

=২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২২।

২০।২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে

= ভারতে 


২১।বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয়

=জার্মানিতে।


২২।২০২২ সালে জাতিসংঘের বার্ষিক চাঁদা না দেওয়ায় ১১টি দেশের ভোটাধিকার বাতিল করা হয়।


২৩।বিশ্বের সর্ববৃহৎ মুক্তবাণিজ্য অর্থনৈতিক জোটের নাম

=RCEP(সদস্য ১৫টি)


২৪।ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী স্থানান্তরিত করা হয়েছে

=বোর্নিও দ্বীপের কালিমানতানে। 


২৫. ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম-- =

নুসানতারা