This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label Model Test. Show all posts
Showing posts with label Model Test. Show all posts

Sunday, March 20, 2022

সাম্প্রতিক তথ্য (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী) -কৃষিসেবা২৪

✅সাম্প্রতিক তথ্য✅



✅বাংলাদেশ বিষয়াবলি ও গুরুত্বপূর্ণ সূচক ✅

 ১।দ্যা ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট এর তথ্য মতে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান

=৭৫তম 


২।জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ অনুযায়ী সবচেয়ে সুখী দেশ

=ফিনল্যান্ড। 

সবচেয়ে  কম সুখী দেশ: আফগানিস্তান


৩।সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৪ তম। গত বছর ছিলো ১০১ তম।


৪।বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান - ২য় ১ম স্থানে 

=- চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম। 


৫।বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি  এবং বাংলাদেশের

=মো. শামীম আহসান, বাংলাদেশ


৬। হীরালাল সেন পদক-২০২২ পেয়েছেন - রেজওয়ান শাহরিয়ার সুমিত।


৭। রেজওয়ান শাহরিয়ার সুমিত " হীরালাল সেন পদক -২০২২" পান যে চলচ্চিত্র জন্য- নোনা জলের কাব্য


৮।  'জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়-- 

=২ মার্চ ২০২২


৯। E-Sim=Embedded Subscriber Identity Module.


১০। বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার-=কাজী হাবিবুল আউয়াল ( অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)


১১। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র

- গিরিকন্যা।


১২। বাংলাদেশের তৈরি প্রথম রকেট

=ধূমকেতু


১৩। বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা - =৮ জন


১৪। দেশের  ২৯ তম গ্যাসক্ষেত্র আবিষ্কার

 : ভোলার ভেদুরিয়ায়,নাম :ভোলা নর্থ -১।


১৫। দেশের সবচেয়ে বড় আন্ডারপাসের নাম- সুরসপ্তক(চালু ১২ জানুয়ারি ২০২২)


১৬. বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল- ৩৯টি।


১৭।বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়

=২৫৯১ মার্কিন ডলার এবং 

মাথাপিছু GDP

=২৪৬২ মার্কিন ডলার। 

.

✅আন্তর্জাতিক বিষয়াবলি ✅


১। রা‌শিয়া  ইউক্রে‌নে সাম‌রিক অভিযান শুরু ক‌রে-২৪ ফেব্রুয়ারি-২০২২।


২।বেলারুশের গোমেল অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার প্রথম দিনের শান্তিপূর্ণ বৈঠক

- ২৮ ফ্রেব্রুয়ারি, ২০২২ । 


৩। রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)---

=২৮ ফেব্রুয়ারি ২০২২। 


৪। ন্যাটোর বর্তমান  সদস্য দেশ

-৩০ টি।


 ৫।ইউক্রেন অলভিয়া বন্দরে আটকা পড়ে বাংলাদেশী জাহাজ

 -‘বাংলার সমৃদ্ধি’ (২৯ জন নাবিক নিয়ে)।


৬। ইউক্রেনের বন্দরে আটকে পড়া জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিকের নাম--ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।


৭। অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে। 


৮।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আধুনিক সময়ের ‘হিটলার’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো।


৯।ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে – যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তাইওয়ান, জাপান।


১০। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের যে দুইটি অঞ্চল কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন - ‘দোনেৎস্ক’ ও ‘লুহানস্ক’


১১। রাশিয়ার রাজধানীর নাম মস্কো এবং ইউক্রেনের রাজধানীর নাম-কিয়েভ। রাশিয়ার মুদ্রার নাম-রুবল এবং ইউক্রেনের মুদ্রার নাম-হিরভনিয়া


১২। রাশিয়া ক্রিমিয়া দখল করে

=২০১৪ সালে।


১৩। ২০০৪ সালে কমলা বিপ্লব  অনুষ্ঠিত হয়--

•ইউক্রেনে 


১৪।বিশ্বের ২য় বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশের নাম-

=রাশিয়া।


১৫।আলোচিত ইউক্রেন পূর্ব ইউরোপের একটি দেশ যা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায়- ২৪ আগস্ট ১৯৯১ এবং সামরিক শক্তিতে ইউক্রেন বিশ্বে ২২তম দেশ।


১৬। ২০২২ সালে COP-27 অনুষ্ঠিত হবে--

=মিশর


১৭। ২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে-- 

সংযুক্ত আরব আমিরাত


১৮। ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে =২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে


১৯। ২০২২ সালে ফিফা ওয়াল্ড কাপ কাতারে অনুষ্ঠিত হবে-

=২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২২।

২০।২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে

= ভারতে 


২১।বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয়

=জার্মানিতে।


২২।২০২২ সালে জাতিসংঘের বার্ষিক চাঁদা না দেওয়ায় ১১টি দেশের ভোটাধিকার বাতিল করা হয়।


২৩।বিশ্বের সর্ববৃহৎ মুক্তবাণিজ্য অর্থনৈতিক জোটের নাম

=RCEP(সদস্য ১৫টি)


২৪।ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী স্থানান্তরিত করা হয়েছে

=বোর্নিও দ্বীপের কালিমানতানে। 


২৫. ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম-- =

নুসানতারা

বাংলা সাহিত্যের ১০০টি নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর-কৃষিসেবা২৪

বাংলা সাহিত্যের ১০০টি নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর-কৃষিসেবা২৪ 

বাংলা সাহিত্যের ১০০টি নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর-কৃষিসেবা২৪


যেকোন ধরনের প্রতিযোগিতামূলক চাকুরীর পরীক্ষার জন্য বাছাইকৃত গুরুত্বপূর্ণ ১০০টি মডেল প্রশ্ন-উত্তর 


০১| বাংলা সাহিত্যে পাশ্চাত্য আদর্শে প্রথম সার্থক উপন্যাস রচয়িতা কে?

ক. সৈয়দ ওয়ালীউল্লাহ

খ. মানিক বন্দ্যোপাধ্যায়

গ. প্যারীচাঁদ মিত্র

ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ ঘ


০২| সূর্যের চোখে জল, অপু বিজয় দেখেনি- কে লিখেছেন?

ক. শিরীন আখতার

খ. তসলিমা নাসরীন

গ. আনিসুল হক

ঘ. রাহাত খান

উত্তরঃ ক


০৩| নিচের কোনটি উপন্যাস নয়?

ক. যাপিত জীবন

খ. খোয়াবনামা

গ. পথ জানা নাই

ঘ. ওল্কার

উত্তরঃ গ


০৪| 'শনিবারের চিঠি' উপন্যাসের রচয়িতা কে?

ক. দীপক চৌধুরী

খ. দীনেশচন্দ্র রায়

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. মুজতবা আলী

উত্তরঃ ক


০৫| কাজী ইমদাদুল হকের আব্দুলাহ উপন্যাসের উপজীব্য কি?

ক. চাষী জীবনের করুণ চিত্র

খ. কৃষক সমাজের সংগ্রামশীল জীবন

গ. তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র

ঘ. মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী

উত্তরঃ গ


০৬| 'মাল্যবান' কোন ধরনের সাহিত্যকর্ম?

ক. কাব্য

খ. প্রবন্ধ

গ. নাটক

ঘ. উপন্যাস

উত্তরঃ ঘ


০৭| ‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. ড. নীলিমা ইব্রাহিম

খ. আনিস চৌধুরী

গ. আনোয়ার পাশা

ঘ. শহীদুল্লা কায়সার

উত্তরঃ ক


০৮| 'যদ্যপি আমার গুরু'-কার রচনা?

ক. হুমায়ুন আহমেদ

খ. আলাউদ্দীন আল আযাদ

গ. আবদুশ শাকুর

ঘ. আহমেদ ছফা

উত্তরঃ ঘ


০৯| কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?

ক. কপালকুণ্ডলা

খ. রামের সুমতি

গ. হাজার বছর ধরে

ঘ. যোগাযোগ

উত্তরঃ ক


১০| সরদার জয়েন উদ্দীনের ‘অনেক সূর্যের আশা’ উপন্যাসের পটভূমি-

ক. একাত্তরের মুক্তিযুদ্ধ

খ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ

গ. ৫২-এর ভাষা আন্দোলন

ঘ. ৪৭-এর দেশবিভাগ

উত্তরঃ খ


১১| মোহাম্মদ নজিবর রহমান রচিত উপন্যাস কোনটি?

ক. রজনী

খ. নববিধান

গ. পদ্মরাগ

ঘ. প্রেমের সমাধি

উত্তরঃ ঘ


১২| ‘অশোক গুচ্ছ’, ‘গোলাপ গুচ্ছ’, -গ্রন্থদ্বয়ের রচয়িতা কে?

ক. কৃষ্ণচন্দ্র মজুমদার

খ. দ্বিজেন্দ্রলাল রায়

গ. দেবেন্দ্রনাথ সেন

ঘ. গোবিন্দচন্দ্র দাস

উত্তরঃ গ


১৩| ‘নদী ও নারী’ কার রচনা?

ক. কাজী আব্দুল ওয়াদুদ

খ. আবুল ফজল

গ. শামসুদ্দিন

ঘ. হুমায়ুন কবির

উত্তরঃ ঘ


১৪| ‘জোহরা ’ উপন্যাসের রচয়িতা হলেন-

ক. প্যারীচাঁদ মিত্র

খ. মীর মশাররফ হোসেন

গ. কাজী ইমদাদুল হক

ঘ. মোজাম্মেল হক

উত্তরঃ ঘ


১৫| কোন ঔপন্যাসিক কর্তৃক ‘বঙ্গবিজেতা’ উপন্যাস রচিত হয়েছ?

ক. মীর মশাররফ হোসেন

খ. রমেশচন্দ্র দত্ত

গ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. তারকনাথ গঙ্গোপাধ্যায়

উত্তরঃ খ


১৬| ‘অনাথিনী’ কোন লেখকের প্রথম উপন্যাস?

ক. খান মুহাম্মদ মঈনুদ্দিন

খ. বেনজীর আহমদ

গ. হুমায়ুন কবীর

ঘ. শামসুল হক

উত্তরঃ ক


১৭| হুতোমী গদ্যের লেখকের নাম কি?

ক. টেক চাঁদ ঠাকুর

খ. দীনবন্ধু মিত্র

গ. ভানুসিংহ ঠাকুর

ঘ. কালীপ্রসন্ন সিংহ

উত্তরঃ ঘ


১৮| কোনটি সঠিক?

ক. রৌদ্র করোটিতে-ভ্রমণ কাহিনী

খ. রাইফেল রোটি আওরাৎ-নাটক

গ. সোজন বাদিয়ার ঘাট-সিনেমা

ঘ. ঘর মন জানালা- উপন্যাস

উত্তরঃ ঘ


১৯| ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন কে?

ক. গৌতম ঘোষ

খ. ঋত্বিক ঘটক

গ. সত্যজিৎ রায়

ঘ. বাসুদেব ট্যাটার্জী

উত্তরঃ খ


২০| ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?

ক. শওকত ওসমান

খ. জহির রায়হান

গ. শহীদুল্লাহ কায়সার

ঘ. রশীদ করিম

উত্তরঃ ঘ


২১|‘রূপজালাল’ নামে আত্মজীবনী কে লিখেছেলেন?

ক. নূরুন্নেসা খাতুন

খ. নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী

গ. বেগম রোকেয়া

ঘ. আবুল ফজল

উত্তরঃ খ


২২|‘আনোয়ারা’ কোন ধরনে গ্রন্থ

ক. নাটক

খ. বড় গল্প

গ. উপন্যাস

ঘ. প্রহসন

উত্তরঃ গ


২৩| ‘আততায়ীদের সাথে কথোপকথন’ কার লেখা?

ক. শামসুর রহমান

খ. হুমায়ুন আহমেদ

গ. হুমায়ুন আজাদ

ঘ. আবুল হাসান

ঙ. জাফর ইকবাল

উত্তরঃ গ


২৪| ‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতা কে?

ক. রামরাম বসু

খ. ভুদের মুখোপাধ্যায়

গ. দীনবন্ধু মিত্র

ঘ. কালীপ্রসন্ন সিংহ

উত্তরঃ ঘ


২৫| ‘হাঁসুলী বাঁকের উপকথা’ উপন্যাসটি কার লেখা

ক. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. সৈয়দ মজতবা আলী

উত্তরঃ খ


২৬| তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস কোনগুলো?

ক. ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম

খ. ধাত্রতীদেবতা, কবি, হাঁসুলি বাঁকের উপকথা

গ. জলসাঘর, কবি, পঞ্চগ্রাম

ঘ. ধাত্রীদেবতা, গণদেবতা, জলসাঘর

উত্তরঃ ক


২৭| নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের 'ঘরে বাইরে' উপন্যাসের?

ক. বিহারী-বিনোদিনী

খ. নিখিলেস-বিমলা

গ. মধুসূসন-কুমুদিনী

ঘ. অমিত-লাবণ্য

উত্তরঃ খ


২৮|‘কেরী সাহেবের মুন্সি’র লেখক হলেন-

ক. প্যারীচাঁদ মুখোপাধ্যায়

খ. অন্নদা শঙ্কর রায়

গ. প্রভাত কুমার মুখোপাধ্যায়

ঘ. প্রমথনাথ বিশি

উত্তরঃ ঘ


২৯| ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. তারাশংকর বন্দ্যোপাধ্যায়

খ. বন্দে আলী মিঞা

গ. জহির রায়হান

ঘ. অদ্বৈতমল্ল বর্মণ

উত্তরঃ ঘ


৩০| ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতা কে?

ক. আব্দুল ওয়াদুদ

খ. ইসমাইল হোসেন সিরাজী

গ. মোজাম্মেলহক

ঘ. নজিবর রহমান সাহিত্যরত্ন

উত্তরঃ ঘ


৩১| হুতোমী বাংলা কার রচনাকে বলে?

ক. বিদ্যাসাগর

খ. প্যারীচাঁদ মিত্র

গ. কালী প্রসন্ন সিংহ

ঘ. ঈশ্বর গুপ্ত

উত্তরঃ গ


৩২| কোনটি ঠিক?

ক. কাঁদো নদী কাঁদো (কাব্য)

খ. সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)

গ. বহিপীর (নাটক)

ঘ. মহাশ্মশান (নাটক)

উত্তরঃ গ


৩৩| ‘রূপজালাল’ উপন্যাসের রচয়িতা কে?

ক. স্বর্ণকুমারী দেবী

খ. মানকী দেবী

গ. সীতা দেবী

ঘ. নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী

উত্তরঃ ঘ


৩৪| ‘স্বর্ণলতা’ ও ‘হরিষে বিষাদ’ উপন্যাসদ্বয়ের রচয়িতা কে?

ক. তারকানাথ গঙ্গোপাধ্যায়

খ. স্বর্ণকুমারী দেবী

গ. মীর মশাররফ হোসেন

ঘ. শিবনাথ শাস্ত্রী

উত্তরঃ ক


৩৫| ‘বিধু মাস্টার’ গল্পগ্রন্থটির লেখক কে?

ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

গ. বনফুল

ঘ. রাজশেখর বসু

উত্তরঃ ক


৩৬| কোন গ্রন্থটির লেখক হাসান আজিজুল হক?

ক. আগুনপাখি

খ. বরফগলা নদী

গ. কাঁদো নদী কাঁদো

ঘ. খোয়াবনামা

উত্তরঃ ক


৩৭| ‘ভাসানী যখন ইউরোপে’ বইটির লেখক-

ক. খন্দকার মোহাম্মদ ইলিয়াস

খ. শওকত ওসমান

গ. বদরুদ্দীন উমর

ঘ. আবু জাফর শামসুদ্দীন

উত্তরঃ ক


৩৮| নবাব ফয়জুন্নেসা চৌধুরী রচিত বইটির নাম-

ক. অবরোধবাসিনী

খ. সুলতানার স্বপ্ন

গ. রূপজালাল

ঘ. মায়াবী পর্দা দুলে ওঠো

উত্তরঃ গ


৩৯| ‘কুলায় কলাস্রোত’ কার লেখা?

ক. সুবোধ ঘোষ

খ. মহাশ্বেত দেবী

গ. ইমদাদুল হক মিলন

ঘ. শওকত আলী

উত্তরঃ ঘ


৪০| মোজাম্মেল হক রচিত উপন্যাস কোনটি?

ক. আবদুল্লাহ

খ. আনোয়ারা

গ. জোহরা

ঘ. বনলতা

উত্তরঃ গ


৪১| 'সংশপ্তক' উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত?

ক. মুক্তিযুদ্ধ

খ. ভাষা আন্দোলন

গ. নগর ও গ্রামীণ জীবন

ঘ. অভাবী সংসার

উত্তরঃ গ


৪২| ‘আনোয়ারা’ উপন্যাসটি খ্রিষ্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয়?

ক. ১৯৫২ সালে

খ. ১৮৯৯ সালে

গ. ১৯৩৫ সালে

ঘ. ১৯১৪ সালে

উত্তরঃ ঘ


৪৩| 'সারেং বৌ' উপন্যাসটির রচয়িতা কে?

ক. আহসান হাবীব

খ. আনিস চৌধুরী

গ. সুনীল গঙ্গোপাধ্যায়

ঘ. শহীদুল্লা কায়সার

উত্তরঃ ঘ


৪৪| ‘লোকে সিন্ধু’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. লালন ফকির

খ. হাছন রাজা

গ. ফকরি আলমগীর

ঘ. পাগলা কানাই

উত্তরঃ খ


৪৪| ‘কত ছবি, কত গান’ এর লেখক-

ক. আবু ইসহাক

খ. খন্দকার মোঃ ইলিয়াস

গ. আলাউদ্দিন আল-আজাদ

ঘ. আবুল ফজল

উত্তরঃ খ


৪৫| ‘তিতাস একটি নদীর নাম’ কোন ধরনে সাহিত্যকর্ম?

ক. গল্পসংগ্রহ

খ. ভ্রমণ কাহিনী

গ. উপন্যাস

ঘ. প্রবাদ সংকলন

উত্তরঃ গ


৪৬| মানুষের সুখ-দুঃখ এবং প্রকৃতির রঙ-রূপ চিত্রণ কার উপন্যাসের বিশেষত্ব?

ক. মানিক বন্দ্যেপাধ্যায়

খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

ঘ. বুদ্ধদেব বসু

উত্তরঃ খ


৪৭| কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?

ক. রিক্তের বেদন

খ. সর্বহারা

গ. আলেয়া

ঘ. কুহেলিকা

উত্তরঃ ঘ


৪৮| ‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতার নাম কি?

ক. কালী প্রসন্ন সিংহ

খ. কালীপ্রসন্ন ঘোষ

গ. কালীপ্রসন্ন রায়

ঘ. কালীপ্রসন্ন মিত্র

উত্তরঃ ক


৪৯| ‘আরণ্যক, অপরাজিত, ইছামতি’ কার রচনা?

ক. জীবননান্দ দাশ

খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

গ. অমিয় চক্রবর্তী

ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ ঘ


৫০| ‘হুতোম প্যাঁচার নকশা’ কোন জাতীয় রচনা?

ক. উপন্যাস

খ. নাটক

গ. প্রবন্ধ

ঘ. রম্যরচনা

উত্তরঃ ঘ


৫১| 'ন্যায়দণ্ড' উপন্যাসটি কার লেখা--

ক. সৈয়দ ওয়ালীউল্লাহ

খ. জরাস্বন্ধ

গ. রশীদ করীম

ঘ. স্বর্ণকুমারী দেবী

উত্তরঃ খ


৫২| ‘নদী ও নারী’ কার রচনা

ক. কাজী আব্দুল ওদুদ

খ. আবুল ফজল

গ. শামসুদ্দিন

ঘ. হুমায়ুন কবির

উত্তরঃ ঘ


৫৩| ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?

ক. হাসান হাফিজুর রহমান

খ. জহির রায়হান

গ. শহীদুল্লাহ

ঘ. আনোয়ার পাশা

উত্তরঃ ঘ


৫৪| ‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থটি কার?

ক. সেলিম আলদীন

খ. সৈয়দ শামসুল হক

গ. শওকত ওসমান

ঘ. শওকত আলী

উত্তরঃ ঘ


৫৫| কোনটি উপন্যাস?

ক. নতুন চাঁদ

খ. কন্যা কুমারী

গ. গড্ডলিকা

ঘ. নেমেসিস

উত্তরঃ খ


৫৬| ‘ওয়ারিশ’ উপন্যাসটির লেখক হচ্চেন-

ক. শওকত ওসমান

খ. শওকত আলী

গ. রফিক আজাদ

ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ খ


৫৭| ‘পাক সার জমিন সাদ বাদ’ বইটির লেখক-

ক. শামসুর রহমান

খ. হুমায়ুন আহমেদ

গ. হুমায়ুন আজাদ

ঘ. মোঃ জাফর ইকবাল

উত্তরঃ গ


৫৮| নিচের কোনটি নাটক?

ক. একপয়সার বাঁশি

খ. বহুবচন

গ. উত্তরণ

ঘ. খাতার শেষপাতা

উত্তরঃ গ


৫৯| ফররুখ আহমেদের 'নৌফেল ও হাতেম' কোন শ্রেণির নাটক?

ক. সামাজিক নাটক

খ. প্রেমমূলক নাটক

গ. কাব্যধর্মী নাটক

ঘ. রূপক নাটক

উত্তরঃ গ


৬০| 'তারাবাঈ' নাটকটির লেখক কে?

ক. ইসমাইল হোসেন সিরাজী

খ. মীর মশাররফ হোসেন

গ. আব্দুল্লাহ আল মামুন

ঘ. দ্বিজেন্দ্রলাল রায়

উত্তরঃ ঘ


৬১| ‘যে অরণ্যে আলো নেই’ নাটকটি কার রচনা?

ক. আনিস চৌধুরী

খ. নীলিমা ইব্রাহীম

গ. শওকত ওসমান

ঘ. মামুনুর রশীদ

উত্তরঃ খ


৬২| নিচের কোনটি মমতাজউদ্দিন আহমদের রচনা নয়?

ক. কি চাহ শঙ্খচিল

খ. সাত ঘাটের কানাকড়ি

গ. নেমেসিস

ঘ. স্পার্টাকাস বিষয়ক জটিলতা

উত্তরঃ গ


৬৩| বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় কত সালে?

ক. ১৮৪২ সালে

খ. ১৮৪৬ সালে

গ. ১৮৫৯ সালে

ঘ. ১৮৫৬ সালে

উত্তরঃ গ(শর্মিষ্ঠা) 


৬৪| বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক-

ক. সধবার একাদশী

খ. নীল দর্পণ

গ. জমিদার দর্পণ

ঘ. কুলীনকুল সর্বস্ব

উত্তরঃ ঘ


৬৫| মধুসূদন কোন নাটক দেখার পর নাটক রচনার সিদ্ধান্ত নেন?

ক. ভদ্রার্জুন

খ. রত্নাবলী

গ. কুলীনকুলসর্বস্ব

ঘ. শর্মিষ্ঠা

উত্তরঃ খ


৬৬| নূরুল মোমেনের বিখ্যাত নাটক কোনটি?

ক. নষ্ট ছেলে

খ. ওরা কদম আলী

গ. গিনিপিগ

ঘ. নেমেসিস

উত্তরঃ ঘ


৬৭| বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার-

ক. মমতাজউদ্দিন আহমদ

খ. আবদুল মান্নান সৈয়দ

গ. সরদার জয়েন উদ্দীন

ঘ. শহীদুল্লা কায়সার

উত্তরঃ ক


৬৮| মমতাজ উদ্দিন আহমদের মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি?

ক. স্বাধীনতা আমার স্বাধীনতা

খ. একদিন প্রতিদিন

গ. নরকে লাল গোলাপ

ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়

উত্তরঃ ক


৬৯| যোগেন্দ্রচন্দ্র গুপ্ত রচিত নাটক কোনটি?

ক. ভদ্রার্জুন

খ. নবনাটক

গ. কীর্তিবিলাস

ঘ. পাণ্ডব গৌরব

উত্তরঃ গ


৭০| ডি এল রায় রচিত প্রহসন কোনটি?

ক. বিরহ

খ. প্রায়শ্চিত্ত

গ. পুনর্জন্ম

ঘ. সবগুলো

উত্তরঃ ঘ


৭১| গিরিশচন্দ্র সেনের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগান্ত নাটক-

ক. চণ্ড

খ. জনা

গ. প্রফুল্ল

ঘ. হারানিধি

উত্তরঃ গ


৭২| 'কীর্তিবিলাস' নাটকের রচয়িতা কে?

ক. তারাচরণ শিকদার

খ. যোগেন্দ্র চন্দ্র গুপ্ত

গ. রামনারায়ণ তর্করত্ন

ঘ. হেরাসিম লেবেদফ

উত্তরঃ খ


৭৩| আবদুল্লাহ আল-মামুনের রচিত নাটক নয় কোনটি?

ক. সুবচন নির্বাসনে

খ. ক্রস রোডে ক্রস ফায়ার

গ. অরক্ষিত মতিঝিল

ঘ. ওরা কদম আলী

উত্তরঃ ঘ


৭৪| আলী জাকের রচিত নাটক কোনটি?

ক. বুনো হাস

খ. সুবচন নির্বাসনে

গ. দেওয়ান গাজীর কিস্সা

ঘ. ইবলিশ

উত্তরঃ গ


৭৫| 'চোরের উপর বাটপারি' প্রহসনটির রচয়িতা কে?

ক. দীনবন্ধু মিত্র

খ. অমৃতলাল বসু

গ. মধুসূদন দত্ত

ঘ. ডি এল রায়

উত্তরঃ ক


৭৬| ইংরেজদের প্রথম রঙ্গালয় কোনটি?

ক. চন্দননগর থিয়েটার

খ. ওল্ড প্লে হাউস

গ. হিন্দু থিয়েটার

ঘ. বেঙ্গল থিয়েটার

উত্তরঃ খ


৭৭| 'নীলদর্পণ' নাটকের প্রকাশক কে ছিলেন?

ক. লঙ সাহেব

খ. ডিরোজিও

গ. মধুসূদন

ঘ. দীনবন্ধু নিজেই

উত্তরঃ ক


৭৮| ‘আলোকলতা’ নাটকটির রচয়িতা কে?

ক. আবুল ফজল

খ. নূরুল মেমেন

গ. আসকার ইবনে শাইখ

ঘ. সাহাদাৎ হোসেন

উত্তরঃ ক


৭৯| ‘কবর’ নাটকটির লেখক-

ক. জসীম উদ্দীন

খ. নজরুল ইসলাম

গ. মুনীর চৌধুরী

ঘ. দ্বিজেন্দ্রলাল রায়

উত্তরঃ গ


৮০| নিচের কোন গ্রন্থটি মামুনুর রশীদের নয়?

ক. গিনিপিগ

খ. সুবচন নির্বাসনে

গ. ইবলিশ

ঘ. ওরা কদম আলী

উত্তরঃ খ


৮১| ‘অরক্ষিত মতিঝিল’ নাটকটির রচয়িতা কে?

ক. সেলিম আল দীন

খ. মমতাজউদ্দিন আহমদ

গ. আবদুল্লাহ আল মামুন

ঘ. মামুনুর রশিদ

উত্তরঃ গ


৮২| 'একাত্তরের যীশু' গ্রন্থটির রচয়িতা কে?

ক. শাহরিয়ার কবির

খ. সেলিম আল দীন

গ. মামুনুর রশীদ

ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ ক


৮৩| ব্রিটিশ ভারতে নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে কে নাটক রচনা করেন?

ক. মীর মশাররফ হোসেন

খ. দীনবন্ধু মিত্র

গ. তারাচরণ শিকদার

ঘ. রামানারায়ণ তর্করত্ন

উত্তরঃ খ


৮৪| ‘নয়া খান্দান’ নাটকের রচয়িতা কে?

ক. আসকার ইবনে শাইখ

খ. মমতাজ উদ্দিন আহমদ

গ. নূরুল মোমেন

ঘ. আবদুল্লাহ আল মামুন

উত্তরঃ গ


৮৫| ‘এখনও ক্রীতদাস’, ‘কোকিলারা’-নাটকদ্বয়ের রচয়িতা কে?

ক. মামুনুর রশীদ

খ. সৈয়দ শামসুল হক

গ. আবদুল্লাহ আল মামুন

ঘ. ওবায়দুল হক

উত্তরঃ গ


৮৬| 'কাল্পনিক সংবদল' কোন নাটকের বাংলা নাম?

ক. Love is the best Doctor

খ. The Disguise

গ. The Indian Drama

ঘ. Comedy of Errors

উত্তরঃখ


৮৭| কোন নাটকটি শেক্সপিয়ারের 'মার্চেন্ট অব ভেনিস' নাটকের ভাবানুবাদ?

ক. ভানুমতি চিত্তবিলাস

খ. চারুমুখ চিত্তহারা

গ. শর্মিষ্ঠা

ঘ. ভদ্রার্জুন

উত্তরঃ ক


৮৮| ‘সাত ঘাটের কানাকড়ি’ নাটকের রচয়িতা হলেন-

ক. আবদুল্লাহ আল মামুন

খ. মমতাজউদ্দিন আহমদ

গ. মামুনুর রশীদ

ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ খ


৮৯| জীবনঢুলী কি?

ক. একটি উপন্যাসের নাম

খ. একটি কাব্যগ্রন্থের নাম

গ. একটি আত্মজীবনীর নাম

ঘ. একটি চলচ্চিত্রের নাম

উত্তরঃ ঘ


৯০| ‘গিনিপিগ’ নাটকের রচয়িতা কে?

ক. সৈয়দ শামসুল হক

খ. আবদুল গাফফার চৌধুরী

গ. মামুনুর রশিদ

ঘ. কবীর চৌধুরী

উত্তরঃ গ


৯১| মুনীর চৌধুরীর 'রক্তাক্ত প্রান্তর' কোন শ্রেণির নাটক?

ক. পৌরাণিক

খ. সামাজিক

গ. ঐতিহাসিক

ঘ. রূপক

উত্তরঃ গ


৯২| নূরুল মোমেনের ‘নেমেসিস’ নাটকে চরিত্রের সংখ্যা কয়টি?

ক. একটি

খ. দুইটি

গ. তিনটি

ঘ. চারটি

উত্তরঃ ক


৯৩| স্বর্ণকুমারী দেবী রচিত নাটক কোনটি?

ক. ছিন্ন মুকুল

খ. বসন্ত উৎসব

গ. মালতি

ঘ. হুগলির ইমাম বাড়ি

উত্তরঃ খ


৯৪| 'নেমেসিস' নাটকটি কার লেখা?

ক. নূরুল মোমেন

খ. শাহাদাৎ হোসেন

গ. মুনীর চৌধুরী

ঘ. সেলিম আল দীন

উত্তরঃ ক


৯৫| 'মানচিত্র' নাটকটির রচয়িতা কে?

ক. মীর মশাররফ হোসেন

খ. শিশির ভাদুড়ী

গ. নূরুল মোমেন

ঘ. আনিস চৌধুরী

উত্তরঃ ঘ


৯৬| বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন কোন নাট্যকারের হাতে?

ক. মধুসূদন দত্ত

খ. দীনবন্ধু মিত্র

গ. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

ঘ. রামনারায়ণ তর্করত্ন

উত্তরঃ ঘ


৯৭| ‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা কে?

ক. মমতাজ উদ্দিন আহমদ

খ. মামুনুর রশীদ

গ. ইব্রাহীম খলিল

ঘ. ওবায়েদ উল হক

উত্তরঃ খ


৯৮| বাংলা সাহিত্যের প্রথম সাংকেতিক নাটক--

ক. ডাকঘর

খ. নেমেসিস

গ. শারদোৎসব

ঘ. কোনটিই নয়

উত্তরঃ গ


৯৯| বাংলা সাহিত্যে সর্বপ্রথম সাংকেতিক নাটক রচনা করেন--

ক. মাইকেল মধুসূদন দত্ত

খ. নূরুল মোমেন

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ ঘ


১০০| ‘দি ডিসগাইজ’ নাটকের বাংলা অনুবাদক কে?

ক. উইলিয়াম কেরি

খ. হেরাসিম লেবেদফ

গ. মার্শ ম্যান

ঘ. জেমস লঙ

উত্তরঃ খ


(ভুল মনে হলে /করলে কমেন্টে বলবেন)

Sunday, February 27, 2022

লিখিতের শর্ট প্রশ্ন থেকে অনেক সময় প্রিলিতে প্রশ্ন হয়ে থাকে। ৯৩টি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন। L

 লিখিতের শর্ট প্রশ্ন থেকে অনেক সময় প্রিলিতে প্রশ্ন হয়ে থাকে। ৯৩টি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন। 



-------অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান-------- 

১। ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? [১০, ২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ৪ এপ্রিল ১৯৪৯ সালে। সদর দফতরঃ-ব্রাসেলস, বেলজিয়াম।

২। INF চুক্তি বলতে কী বোঝায়? [১০ ম বিসিএস লিখিত]

উত্তরঃ মাঝারি পাল্লার আণবিক শান্তি চুক্তি। 

৩। বিশ্ব ব্যাংকের বর্তমান সভাপতির নাম কী [১০, ১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ জিম ইয়ং কিম। (দক্ষিণ কোরিয়া)

৪। এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সভাপতির নাম কী? [১০, ১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ তাকেহিকো নাকায়ও (জাপান)।

৫। পপুলার ফর দ্য লিবারেশন অব প্যালেস্টান (পিএফএলপি) এর প্রতিষ্ঠাতা কে? [১০ ম বিসিএস লিখিত]

উত্তরঃ জর্জ হাবাস।

৬। জাপানের প্রধান চারটি দ্বীপের নাম কী? [১০ ম বিসিএস লিখিত]

উত্তরঃ শিকুকু, কিউসু, হনসু ও হোক্কাইডু।

৭। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মাইক পেন্স। (তার আগে ছিলেন জো বাইডেন)।

৮। আরব বিশ্ব বহির্ভূত চারটি ওপেক সদস্য রাষ্ট্রের নাম কী কী? [১১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ইকুয়েডর, নাইজেরিয়া, ভেনিজুয়েলা ও ইরান। 

৯। ব্রিটন উডস কোথায় অবস্থিত? [১১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পসায়ারে। বিশ্ব ব্যাংক ও আইএমএফ গঠনের সিদ্ধান্ত এখান থেকে নেয়া হয়।

১০। নরডিক পরিষদের দেশগুলো কী কী? [১১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ আসুডেফিন= আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিন্ডল্যান্ড ও নরওয়ে। 

১১। OIC এর বর্তমান মহাসচিবের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ইউসুফ বিন আহমেদ আল ওয়াতাইমিন। 

১২। ‘UNCTAD’ এর পূর্ণরূপ কী? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ United Nations Conference on Trade and Development.

১৩। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বেঞ্জামিন নেতানিয়াহু। প্রেসিডেন্ট : লিউভেন রিভলিন। 

১৪। ’’ফ্লিপ স্ট্রিট ‘’ কিসের সাথে সম্পর্কিত? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সংবাদপত্র প্রকাশনার সাথে সম্পর্কিত। লন্ডনে অবস্থিত। 

১৫। ’’ওয়াল স্ট্রিট’’ কিসের জন্য বিখ্যাত? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শেয়ার বাজারের জন্য বিখ্যাত। এটি নিউইয়র্কে অবস্থিত। 

১৬। ইনোসিস কী? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ গ্রীসের সাথে সাইপ্রাসের সংযুক্তির পক্ষে একটি সংগঠন। 

১৭। শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম এশীয় কে? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ লি ডাক থো। তিনি ভিয়েতনামের নাগরিক। 

১৮। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মুন জায়ে ইন। 

১৯। উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ কিম জং উন। 

২০। গাম্বিয়ার রাজধানীর নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বানজুল।

২১। জাম্বিয়ার রাজধারীর নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ লুসাকা। 

২২। লোকসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম দেশ কোনটি? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ নাউরু। এর রাজধানীর নাম ইয়েরেন। এটি ওশেনিয়া মহাদেশে অবস্থিত। 

২৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কোন তারিখে পার্ল হারবার আক্রমন করেন? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৪১ সালের ৭ ডিসেম্বর। এটি প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপে অবস্থিত মার্কিন নৌঘাঁটি। 

২৪। কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ প্যাটরিসিয়া স্কটল্যান্ড। (দেশ : যুক্তরাজ্য)। 

২৫। আফ্রিকান ইউনিয়নের সদর দফতর কোথায়? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ আদ্দিস আবাবা, ইথিওপিয়া। 

Sh Sakil 

২৭। উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদর দফতর কোথায়? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ রিয়াদ, সৌদি আরব। 

২৮। শ্রীলংকার ভাষার নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সিংহলি।

২৯। ফিলিপাইনের ভাষার নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ফিলিপিনো। 

৩০। ‘’UNIFEM’’ এর পূর্ণরূপ কী?[১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ United Nations Development Fund for Women. 

৩১। ‘’ওয়াটারগেট কেলেঙ্কারি’’’ কী? [১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৭২ সালে মার্কিন ডেমোক্রাট সদর দফতরে রিপাবলিকানদের গোপনে আড়িপাতার ঘটনা। 

৩২। চীনের পার্লামেন্টের নাম কী? [১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ গণকংগ্রেস। 

৩৩। জাপানের পার্লামেন্টের নাম কী? [১৫, ১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ডায়েট। 

৩৪। যুক্তরাষ্ট্র কখন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? [১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ৪ এপ্রিল ১৯৭২ সালে।

৩৫। বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী কে? [১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শিনজো এবে। 

৩৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রেসিডেন্ট কে কে ছিলেন? [১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট ও ট্রম্যান এবং যুক্তরাজ্যের উইনস্টন চার্চিল।

৩৭। ‘D-DAY’ এর পূর্ণরূপ কী? [১৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ DAWN DAY. (ডি-ডে ৫ মে )

৩৮। ১৯১৮ সালে কে ‘চৌদ্দ দফা’ উত্থাপন করেন? [১৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ উড্রো উইলসন। 

৩৯। `ECO’এর পূর্ণরূপ কী? [১৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ Economic Cooperation Organization 

৪০। হেবরন হত্যাকাণ্ড কে করেন? [১৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ গোল্ড স্টেন বারুচ। ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি।

৪১। পূর্ব তিমুর কিসের জন্য বিখ্যাত? [১৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ চন্দনকাঠ।

৪২। ‘মেইন ক্যাম্প’ কী? [১৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ এডলফ হিটলারের আত্মজীবনী। 

৪৩। খেমাররুজ কী? [১৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ কম্বোডিয়ার সবচেয়ে দুর্ধর্ষ বিদ্রোহী গেরিলা সংগঠন।

৪৪। জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর সদর দফতর কোথায়? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ন্যামের কোন সদর দফতর নেই। তবে যে দেশ থেকে এর চেয়ারম্যান হয় সে দেশে কার্য্ক্রম হয়। 

৪৫। সেভেন সিস্টার্স বলতে কী বোঝায়? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সেভেন সিস্টার্স বলতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৭ টি রাজ্যকে বোঝায়।এরা হল আমিত্রিমেঅনাম- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অরুনাচল, নাগাল্যান্ড ও মনিপুর। 

৪৬। ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন নৌ-ঘাঁটির নাম কী? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ দিয়াগো গার্সিয়া। 

৪৭। যুক্তরাজ্যের রক্ষণশীল দলের বর্তমান নেতার নাম কী ? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ থেসারা মে। ২০১৬ থেকে বর্তমান। 

৪৮। ‘‘এক দেশে দুই নীতি ‘’ প্রচালিত আছে কোন দেশে? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ চীন। 

Sh Sakil 

৪৯। বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর সদর দফতর কোথায়? [১৮, ২২, ২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ এই দুই প্রতিষ্ঠানের সদর দফতর ওয়াসিংটন ডিসিতে। 

৫০। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ হতে বাদ পড়েছে কোন দেশ? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ তাইওয়ান। 

৫১। দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সিঙ্গাপুর। এর আয়তন মাত্র ৬৬০ বর্গ কি. মি। 

৫২। একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কোন কোন নদী? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ গঙ্গা, নীলনদ ও আমাজন। 

৫৩। ইরাক কখন কুয়েত আক্রমন করে? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৯০ সালের ২ আগস্ট। 

৫৪। অর্থনীতিতে কখন নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৬৮ সালে প্রবর্তন হয় এবং ১৯৬৯ সালে প্রথম প্রদান করা হয়।

৫৫। SAPTA কী? [২০, ২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ SAARC Preferential Trading Arrangement. একটি বাণিজ্যিক চুক্তি। চুক্তি সই ১৯৯৩ সালে। 

৫৬। SAFTA কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ South Asian Free Trade Area. এটিও একটি বাণিজ্যিক চুক্তি। চুক্তি সই ২০০৪ সালে। 

৫৭। White Hall কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ইংল্যান্ডে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়। এটি ব্রিটিশ রানীর সাবেক বাসভবনও। 

৫৮। Kremlin কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মস্কোতে অবস্থিত বর্তমান রাশিয়ান সরকারের সচিবালয়। 

৫৯। ডুরান্ড লাইন কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ পাকিস্থান ও আফগানিস্থানের মধ্যে সীমানারেখা। 

৬০। ম্যাকমোহন লাইন কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ভারত ও চীনের সীমারেখা। 

৬১। ইউরো কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ইউরোপিয়ান ইউনিয়নভু্ক্ত দেশসমূহের একক মুদ্রা। এর জনক রবার্ট মুন্ডেল। ১৯৯৯ সালে চালু হয়। 

৬২। পার্বত্য শান্তিচুক্তি কখন সাক্ষরিত হয়? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ২ ডিসেম্বর ১৯৯৭ সালে। 

৬৩। Indemnity অর্থ কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ক্ষতি বা শাস্তি এড়ানোর আইনী ব্যবস্থা। 

৬৪। নিরাপত্তা পরিষদের মোট সদস্য কতটি দেশ ?[২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৫ টি দেশ। 

৬৫। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারক কতজন? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৫ জন। 

৬৬। তিয়েন আনমেন স্কয়ার কোথায় অবস্থিত? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত। 

৬৭। জতিসংঘে বর্তমানে কয়টি ভাষায় দাফতরিক কাজকর্ম চলে? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ৬ টি ভাষায়।

৬৮। ফারাক্কার পানি বণ্টন চুক্তি কখন সাক্ষরিত হয়? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৭৫ সালের ১৮ ই এপ্রিল। 

৬৯। ৩৮ তম অক্ষরেখা কী? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ এই রেখা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে। 

Sh Sakil 

৭০। ম্যাজিনো লাইন কী? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ জার্মানি ও ফ্রান্সের মধ্যকার সীমারেখা। 

৭১। Third Reich কী? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ হিটলারের শাসনকালকে অর্থাৎ ১৯৩৩ থেকে ১৯৪৫ এই শাসনকারকে Third Reich বলে।

৭২। Second Track Diplomacy কী? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বিভিন্ন বিবাদ মেটাতে সরকারের পাশাপাশি সুশীল সমাজের উদ্যোগ। 

৭৩। অবাঞ্ছিত ব্যাক্তি কাকে বলে? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ কোনো কূটনৈতিককে যে দেশে প্রেরণ করা হয় সে দেশের সরকার কর্তৃক তাকে অগ্রহনযোগ্য হিসেবে বিবেচনা করা হলে সে অবাঞ্ছিত ব্যাক্তি। 

৭৪। ডেটন চুক্তি কেন হয়েছিলো? [২১, ২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বসনিয়া সংকট নিরসনের জন্য। 

৭৫। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টরাল কলেজে কতজন নির্বাচক থাকেন? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ৫৩৮।

৭৬। বাংলাদেশ ও ভারতের মধ্যে কতসালে গঙ্গার পানি বণ্টন চুক্তি হয়? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে। 

৭৭। SAIC কী? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ SAARC Agricultural Information Centre. এটি ঢাকার ফার্মগেটে অবস্থিত। 

৭৮। বাংলাদেশ কত সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ২৪ অক্টবর ১৯৯৬ সালে। 

৭৯। UNHCR কী? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ United Nations High Commissioner for Refugees. এর সদর জেনেভায়। 

৮০। আল-কুদ্স কী? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ও. আই. সি. গঠনের সময়ের একটি কমিটি। 

৮১। আল আকসা ইন্তিফাদা কী? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ইহুদি রাষ্ট্র ইসরাইলের অধিকার হতে আল আকসা মসজিদ মুক্ত করার গণআন্দোলন।

৮২। ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দফতর কোথায়? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ওয়াসিংটন ডিসিতে। 

৮৩। CFC কী? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ Chloro Fluro Carbon. এটি ওজোন স্থরের ফাটলের জন্য সবচেয়ে বেশি দায়ী। 

৮৪। সুয়েজ খাল কোন কোন জলরাশিকে যুক্ত করেছে? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ভূমধ্যসাগর ও লোহিত সাগর। 

৮৫। কোন শহরের নাম বিগ অ্যাপেল? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ নিউইয়র্ক শহরের নাম বিগ অ্যাপেল। 

৮৬। কোন রেখা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে দ্বি-খণ্ডিত করেছে? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ৩৮ তম অক্ষ রেখা।

৮৭। Fifth Republic কী? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ফ্রান্সের একটি রাজনৈতিক ব্যবস্থা। 

৮৮। ভেনিজুয়েলা প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ দক্ষিণ আমেরিকায়। 

৮৯। গোবি মরুভূমি কোথায় অবস্থিত? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ এশিয়ার মঙ্গোলিয়ায়। 

৯০। কোন সংস্থার পরিবর্তে WTO প্রতিষ্ঠিত হয়েছে? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ GATT

৯১। ‘বিশ্বগ্রাম’ ধারণার প্রবক্তা কে? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মার্শাল ম্যাকলুহান। 

৯২। গণচীন কখন ম্যাকাও এর উপর সার্বভৌমত্ব ফিরে পায়? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর। 

৯৩। জাতিসংঘের সনদ কেথায় স্বাক্ষরিত হয়? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৪৫ সালের ২৬ সে জুন সানফ্রান্সিকোতে ৫০ টি দেশ কর্তৃক স্বাক্ষরিত হয়।

Friday, November 2, 2018

Model 1