
লিফ মাইনর বা পাতা সুড়ঙ্গকারী পোকা অথবা ম্যাপ পোকার লক্ষণ প্রতিকারের সহজ কৌশল-কৃষিসেবা২৪ লিফ মাইনর (Leaf Miner) পোকার আক্রমনে শসা টমেটো, লাউ, কুমড়া, লেবু সহ বিভিন্ন সবজি গাছের পাতায় হাতের লেখার মতো রেখা রেখা সাদা দাগ থাকে। এগুলো গাছের জন্য খুবই ক্ষতিকর সুড়ঙ্গ পোকার আক্রমণ। লক্ষণ:এ পোকার কীট রাতে কচি পাতার উপ ত্বকের নীচে গর্ত খুড়ে আঁকাবাঁকা সুড়ঙ্গ করে সবুজ অংশ কুড়ে কুড়ে খেয়ে ফেলে। পাতা কুকড়ে যায়,...