This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label hot news. Show all posts
Showing posts with label hot news. Show all posts

Tuesday, March 22, 2022

গুরুত্বপূর্ণ ১৮টি টেকনোলজি ট্রিকস--estudy24

গুরুত্বপূর্ণ ১৮টি  টেকনোলজি ট্রিকস

গুরুত্বপূর্ণ ১৮টি  টেকনোলজি ট্রিকস




1) প্রজেক্ট বা পড়াশোনা সম্পর্কিত জিনিস খুঁজছেন? Google dot com সার্চ না করে scholar dot google dot com লিখে তারপর আপনার প্রয়োজনীয় জিনিসটি সার্চ করুন। এর মাধ্যমে আপনি সবচেয়ে দরকারি জিনিসটিই পাবেন।

2) ইউটিউবে চলতে থাকা গজল টিকে আপনার গ্যালারিতে MP3 আকারে পেতে চান? প্রথমেই ইউটিউব ভিডিওটির URL কপি করুন। এরপর youtube dot mp3 dot org তে গিয়ে নির্দিষ্ট জায়গায় URL টি পেস্ট করুন। এরপর ‘CONVERT’ এ প্রেস করুন। ব্যাস এবার ডাউনলোড অপশনে ক্লিক করুন।

3) আপনার ল্যাপটপ বা কম্পিউটারটির পাসওয়ার্ড ভুলে গেছেন? START UP করার সময় F8 প্রেস করুন। এরপর LOG IN AS ADMINISTRATOR অপশনটি প্রেস করুন। এবার আপনার পাসওয়ার্ডটি বদলে নিন।

4) ‘ctrl’, ‘Alt’ এবং ‘Del’ প্রেস না করেও ‘Ctrl, ‘Shift’ এবং ‘esc’ প্রেস করেও আপনি টাস্ক ম্যানেজার-এ যেতে পারবেন।

5) যদি আপনার মোবাইল বা ল্যাপটপে কোনো ওয়েবসাইট ব্লক হয়ে যাচ্ছে, তাহলে আপনি INCOGNITO MODE অন করে সেই নির্দিষ্ট ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারবেন।

6) কোনো ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান? সেই ভিডিওটির URL এর মধ্যে ‘SS’ যুক্ত করে দিন। মানে WWW dot এবং YOUTUBE এর মধ্যে।

7) যদি আপনি কোনো ফাইল ডাউনলোড করার পরে দেখেন যে এর এক্সটেনশন নেম .exe আছে এবং উইন্ডোজ ডিফেন্ডার সেটিকে ওয়ার্নিং দেখাচ্ছে সেটি ভাইরাস।

8) যদি আপনি না চাইতেও কোনো ট্যাব ক্লোজ করে ফেলেছেন, তাহলে ctrl+shift+t প্রেস করুন। আবার সেই বন্ধ হওয়া ট্যাবটি খুলে যাবে।

9) ইউটিউবে আপনার ভালো লাগা গজলটি শুনতে বারবার আপনাকে replay করতে হচ্ছে? আপনি এক কাজ করুন- ভিডিও url এর মধ্যে  ‘repeat’ এই শব্দটিকে আপনি www dot YouTube এবং dot com এর মধ্যে বসিয়ে দিন।

10) ইউটিউবে ভিডিও তে বারবার অ্যাড স্কিপ করতে হচ্ছে? ভিডিও এর URL এ ‘youTube’ এর জায়গায় ‘youtubeskip’ বসিয়ে দিন। অ্যাড নিজ থেকেই স্কিপ হয়ে যাবে।

11) 10minutesmail নামে একটি ওয়েবসাইট আছে যেটি থকে আপনি ফেক মেল আইডি পাবেন। তাই কোথাও সন্দেহ জনক কোনো ওয়েবসাইটে বাধ্যতামূলক সাইন ইন করতে গেলে আপনাকে আর নিজের মেল আইডিটি দিতে হবে না।

13) যদি আপনি গুগল-এ কোনো ফ্লাইট এর নম্বর টাইপ করেন, তাহলে সেই ফ্লাইটটি সেই সময় যেখানে আছে সেটি দেখাবে।

14) কোনো ফ্রি- ট্রায়াল আরও বেশি দিন চালাতে চান? আপনার কম্পিউটারের বা ল্যাপটপের তারিখটি পিছিয়ে দিন। ব্যাস কাজ শেষ।

15) আপনি Spanish, French, Italian এবং Portugues সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন Duolingo dot com নামক ওয়েবসাইটটি থেকে।

16) আপনার আইফোনে যা টাইপ করলেন, তা ভুলবশত মুছে ফেলেছেন? আপনি আপনার আইফোনটিকে জাস্ট একটু নাড়ান (shake), দেখবেন আপনার মুছে যাওয়া লেখাটি চলে এসেছে।

17) আপনি চাইলেই গুগলকে টাইমার হিসেবে ব্যবহার করতে পারেন। আপনাকে কেবল মাত্র “SET TIMER (example-5) MINUTES” – এই কথাটি সার্চ বারে লিখতে হবে।

18) ব্রাউজারে Incognito Mode অন করতে Ctrl+Shift+N প্রেস করুন।

তথ্যটি ভাল লাগলে শেয়ার করুন

Monday, March 21, 2022

English বানিয়ে লেখার টেকনিক--কৃষিসেবা২৪

English বানিয়ে লেখার টেকনিকঃ

English বানিয়ে লেখার টেকনিক-কৃষিসেবা২৪




Writing Skill - অনেকেই আছেন যারা নিজ থেকে কোন টপিকের উপর লিখতে পারেন না৷ খুব বেশি পরিচিত টপিক দিলেও ৬/৭/৮ লাইনের বেশি লেখতে পারে না এমন অনেক অনার্স-মাস্টার্স স্টুডেন্ট আমি নিজেই দেখেছি।
(জ্ঞানীরা এই পোস্ট এড়িয়ে চলেন)
• Recent/Unknown Topic এর কথা বাদেই দিলাম। 
আজকে আমি আপনাদেরকে একটা কৌশল শিখিয়ে দিব যা অনুসরণ করলে আপনি অবশ্যই অবশ্যই অনেক অনেক লিখতে পারবেন।
• আমরা একটা টপিক ধরে নেয়। 
• ২২ তম বিসিএস ( ইংরেজি- লিখিত)
★ Environmental Pollution 
এই essay এর মান ছিল ৩০ নম্বর। 
বুজতেই পারছেন৷ আপনার থেকে অনেক বেশি বেশি লিখতে হবে ৷ তাছাড়া বিসিএস এর সম্পূর্ণ লিখিত প্রশ্নটার উত্তর নির্ভর করে আপনার Writing Skill এর উপর। 
Writing Skill কে Strong করার জন্য ৩টি ব্যাপারে অবশ্যই জ্ঞান রাখতে হবে। তাহলে এখানে ভাল করা যাবে, অন্যথায় নয়৷ (আমার মতে)
১. তথ্য ও গ্রামার
২. ভোকাবুলারি 
৩. উপস্থাপনা (Presentation). 
আজকে আমি আপনাদেরকে কিভাবে বেশি বেশি তথ্য সংযুক্ত করবেন ও বেশি বেশি লিখবেন তার একটা ছক করে দিব৷ 
👉 আমাদের টপিক হল 
Environmental Pollution
যখন আপনি লিখা শুরু করবেন তখন নিচের পয়েন্ট গুলোতে Step by Step আগাবেন। 
1. Means ( কাকে বলে/ অর্থ/মানে কি)
2. Importance 
3. Good sides
4. Bad sides
5. Social, Cultural & Moral impact 
6. Political issue
7. Condition (present/past/future)
8. Necessary steps 
9. W.H questions (what/why..)
10. In favor of (পক্ষে)
11. against (বিপক্ষে) 
12. familiar persons
13. Economical effect
14. Contribution 
15. Personal experience
16. Environmental system
17. For example 
18. Business relation
19. Why it happens ?
20. Conclusion
21. Science, Research & Technology
22. Health related
23. Social & Local community
24. Financial - managemental
আপনি যদি উপরে পয়েন্ট গুলো একটু চিন্তা করেন তাইলে অনেক তথ্য নিয়ে আসতে পারবেন৷ পরিক্ষার টপিকের সাথে যেসব পয়েন্ট মিলবে, শুধু সেগুলো চিন্তা করবেন৷ 
Environmental pollution এ কোন good side নাই কিন্তু bad sides আছে৷ তাহলে আপনি bad sides নিয়ে একটু চিন্তা করুন। দেখবেন আপনি অনেক পৃষ্টা লিখতে পারবেন৷ এমন সময় আসবে আপনাকে আপনি নিজেই নিজেকে থামাতে পারবেন না৷ আবার যদি আমরা চিন্তা করি Female Education নিয়ে, তাহলে এখানে আপনি উপরের ২০টা points এর সাথে অনেক গুলো মিল পাবেন৷ female education এ কোন bad sides নাই। তাহলে আপনি bad sides নিয়ে চিন্তা করবেন না। 
যাইহোক আমাদের টপিক ছিল Environmental pollution. উপরে ২৪টা পয়েন্টের সাথে প্রায় ২১/২২ টার  সাথে সম্পর্ক রয়েছে। আমরা ওইগুলো যদি একটু চিন্তা করি তাহলে আমরা অনেক তথ্য পেয়ে যাব৷ যেমনঃ 
Environmental pollution কি/ কাকে বলে?
=> Any unnatural and negative changes in all the dimensions like chemical, physical and biological characteristics of any component of the ecosystem i.e. air, water or soil which can cause harmful effects on various forms of life and property is called environmental pollution.
আবার Environmental pollution এর effect কি মানুষের উপর?
=> Environmental pollutants have various adverse health effects from early life some of the most important harmful effects are perinatal disorders, infant mortality, respiratory disorders, allergy, malignancies, cardiovascular disorders, increase in stress oxidative, endothelial dysfunction, mental disorders, and various ...
হ্যাঁ এইভাবে আপনি উপরে ২৪টি পয়েন্ট যদি মেনে চলেন ও একটু চিন্তা করেন তাহলে আপনিও অনেক অনেক লিখতে পারবেন ও ভাল মার্ক্স পাবেন এইটা আমার প্রত্যাশা৷ ধরে নিলাম ১৫ টি পয়েন্টের সাথে পরিক্ষায় দেওয়া টপিকের সাথে মিল আছে। আপনি যদি ১টা পয়েন্টে যদি ৬ লাইন করে লিখেন তাহলে আপনি প্রায় ১৫*৬= ৯০ লাইন লিখতে পারবেন৷ আর এক পৃষ্টায় যদি ১২ লাইন করে লিখেন তাহলে প্রায় ৭/৮ পৃষ্টা লিখতে পারবেন৷ 
তথ্যটি ভাল লাগলে শেয়ার করুন

Sunday, March 20, 2022

সাম্প্রতিক তথ্য (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী) -কৃষিসেবা২৪

✅সাম্প্রতিক তথ্য✅



✅বাংলাদেশ বিষয়াবলি ও গুরুত্বপূর্ণ সূচক ✅

 ১।দ্যা ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট এর তথ্য মতে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান

=৭৫তম 


২।জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ অনুযায়ী সবচেয়ে সুখী দেশ

=ফিনল্যান্ড। 

সবচেয়ে  কম সুখী দেশ: আফগানিস্তান


৩।সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৪ তম। গত বছর ছিলো ১০১ তম।


৪।বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান - ২য় ১ম স্থানে 

=- চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম। 


৫।বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি  এবং বাংলাদেশের

=মো. শামীম আহসান, বাংলাদেশ


৬। হীরালাল সেন পদক-২০২২ পেয়েছেন - রেজওয়ান শাহরিয়ার সুমিত।


৭। রেজওয়ান শাহরিয়ার সুমিত " হীরালাল সেন পদক -২০২২" পান যে চলচ্চিত্র জন্য- নোনা জলের কাব্য


৮।  'জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়-- 

=২ মার্চ ২০২২


৯। E-Sim=Embedded Subscriber Identity Module.


১০। বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার-=কাজী হাবিবুল আউয়াল ( অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)


১১। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র

- গিরিকন্যা।


১২। বাংলাদেশের তৈরি প্রথম রকেট

=ধূমকেতু


১৩। বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা - =৮ জন


১৪। দেশের  ২৯ তম গ্যাসক্ষেত্র আবিষ্কার

 : ভোলার ভেদুরিয়ায়,নাম :ভোলা নর্থ -১।


১৫। দেশের সবচেয়ে বড় আন্ডারপাসের নাম- সুরসপ্তক(চালু ১২ জানুয়ারি ২০২২)


১৬. বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল- ৩৯টি।


১৭।বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়

=২৫৯১ মার্কিন ডলার এবং 

মাথাপিছু GDP

=২৪৬২ মার্কিন ডলার। 

.

✅আন্তর্জাতিক বিষয়াবলি ✅


১। রা‌শিয়া  ইউক্রে‌নে সাম‌রিক অভিযান শুরু ক‌রে-২৪ ফেব্রুয়ারি-২০২২।


২।বেলারুশের গোমেল অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার প্রথম দিনের শান্তিপূর্ণ বৈঠক

- ২৮ ফ্রেব্রুয়ারি, ২০২২ । 


৩। রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)---

=২৮ ফেব্রুয়ারি ২০২২। 


৪। ন্যাটোর বর্তমান  সদস্য দেশ

-৩০ টি।


 ৫।ইউক্রেন অলভিয়া বন্দরে আটকা পড়ে বাংলাদেশী জাহাজ

 -‘বাংলার সমৃদ্ধি’ (২৯ জন নাবিক নিয়ে)।


৬। ইউক্রেনের বন্দরে আটকে পড়া জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিকের নাম--ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।


৭। অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে। 


৮।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আধুনিক সময়ের ‘হিটলার’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো।


৯।ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে – যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তাইওয়ান, জাপান।


১০। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের যে দুইটি অঞ্চল কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন - ‘দোনেৎস্ক’ ও ‘লুহানস্ক’


১১। রাশিয়ার রাজধানীর নাম মস্কো এবং ইউক্রেনের রাজধানীর নাম-কিয়েভ। রাশিয়ার মুদ্রার নাম-রুবল এবং ইউক্রেনের মুদ্রার নাম-হিরভনিয়া


১২। রাশিয়া ক্রিমিয়া দখল করে

=২০১৪ সালে।


১৩। ২০০৪ সালে কমলা বিপ্লব  অনুষ্ঠিত হয়--

•ইউক্রেনে 


১৪।বিশ্বের ২য় বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশের নাম-

=রাশিয়া।


১৫।আলোচিত ইউক্রেন পূর্ব ইউরোপের একটি দেশ যা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায়- ২৪ আগস্ট ১৯৯১ এবং সামরিক শক্তিতে ইউক্রেন বিশ্বে ২২তম দেশ।


১৬। ২০২২ সালে COP-27 অনুষ্ঠিত হবে--

=মিশর


১৭। ২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে-- 

সংযুক্ত আরব আমিরাত


১৮। ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে =২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে


১৯। ২০২২ সালে ফিফা ওয়াল্ড কাপ কাতারে অনুষ্ঠিত হবে-

=২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২২।

২০।২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে

= ভারতে 


২১।বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয়

=জার্মানিতে।


২২।২০২২ সালে জাতিসংঘের বার্ষিক চাঁদা না দেওয়ায় ১১টি দেশের ভোটাধিকার বাতিল করা হয়।


২৩।বিশ্বের সর্ববৃহৎ মুক্তবাণিজ্য অর্থনৈতিক জোটের নাম

=RCEP(সদস্য ১৫টি)


২৪।ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী স্থানান্তরিত করা হয়েছে

=বোর্নিও দ্বীপের কালিমানতানে। 


২৫. ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম-- =

নুসানতারা

Friday, February 25, 2022

বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে যোগ দিন- ৩০/০৪

বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে যোগ দিন- ৩০/০৪

 Deadline: 30 Apr 2022





আবেদনের লিংকঃ 


https://joinbangladesharmy.army.mil.bd/

১৫০ পদে এসকেএস ফাউন্ডেশন (SKS) NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি- ০৩/০৩

১৫০ পদে এসকেএস ফাউন্ডেশন (SKS) NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি- ০৩/০৩ 

Deadline: 3 Mar 2022 


সূত্রঃ দৈনিক প্রথম আলো- ২৫ ফেব্রুয়ারি/২০২২

বিস্তারিত নিচের ছবিতে দেখুন 

১৫০ পদে এসকেএস ফাউন্ডেশন (SKS) NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি- ০৩/০৩