This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, March 22, 2022

গুরুত্বপূর্ণ ১৮টি টেকনোলজি ট্রিকস--estudy24

গুরুত্বপূর্ণ ১৮টি  টেকনোলজি ট্রিকস

গুরুত্বপূর্ণ ১৮টি  টেকনোলজি ট্রিকস




1) প্রজেক্ট বা পড়াশোনা সম্পর্কিত জিনিস খুঁজছেন? Google dot com সার্চ না করে scholar dot google dot com লিখে তারপর আপনার প্রয়োজনীয় জিনিসটি সার্চ করুন। এর মাধ্যমে আপনি সবচেয়ে দরকারি জিনিসটিই পাবেন।

2) ইউটিউবে চলতে থাকা গজল টিকে আপনার গ্যালারিতে MP3 আকারে পেতে চান? প্রথমেই ইউটিউব ভিডিওটির URL কপি করুন। এরপর youtube dot mp3 dot org তে গিয়ে নির্দিষ্ট জায়গায় URL টি পেস্ট করুন। এরপর ‘CONVERT’ এ প্রেস করুন। ব্যাস এবার ডাউনলোড অপশনে ক্লিক করুন।

3) আপনার ল্যাপটপ বা কম্পিউটারটির পাসওয়ার্ড ভুলে গেছেন? START UP করার সময় F8 প্রেস করুন। এরপর LOG IN AS ADMINISTRATOR অপশনটি প্রেস করুন। এবার আপনার পাসওয়ার্ডটি বদলে নিন।

4) ‘ctrl’, ‘Alt’ এবং ‘Del’ প্রেস না করেও ‘Ctrl, ‘Shift’ এবং ‘esc’ প্রেস করেও আপনি টাস্ক ম্যানেজার-এ যেতে পারবেন।

5) যদি আপনার মোবাইল বা ল্যাপটপে কোনো ওয়েবসাইট ব্লক হয়ে যাচ্ছে, তাহলে আপনি INCOGNITO MODE অন করে সেই নির্দিষ্ট ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারবেন।

6) কোনো ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান? সেই ভিডিওটির URL এর মধ্যে ‘SS’ যুক্ত করে দিন। মানে WWW dot এবং YOUTUBE এর মধ্যে।

7) যদি আপনি কোনো ফাইল ডাউনলোড করার পরে দেখেন যে এর এক্সটেনশন নেম .exe আছে এবং উইন্ডোজ ডিফেন্ডার সেটিকে ওয়ার্নিং দেখাচ্ছে সেটি ভাইরাস।

8) যদি আপনি না চাইতেও কোনো ট্যাব ক্লোজ করে ফেলেছেন, তাহলে ctrl+shift+t প্রেস করুন। আবার সেই বন্ধ হওয়া ট্যাবটি খুলে যাবে।

9) ইউটিউবে আপনার ভালো লাগা গজলটি শুনতে বারবার আপনাকে replay করতে হচ্ছে? আপনি এক কাজ করুন- ভিডিও url এর মধ্যে  ‘repeat’ এই শব্দটিকে আপনি www dot YouTube এবং dot com এর মধ্যে বসিয়ে দিন।

10) ইউটিউবে ভিডিও তে বারবার অ্যাড স্কিপ করতে হচ্ছে? ভিডিও এর URL এ ‘youTube’ এর জায়গায় ‘youtubeskip’ বসিয়ে দিন। অ্যাড নিজ থেকেই স্কিপ হয়ে যাবে।

11) 10minutesmail নামে একটি ওয়েবসাইট আছে যেটি থকে আপনি ফেক মেল আইডি পাবেন। তাই কোথাও সন্দেহ জনক কোনো ওয়েবসাইটে বাধ্যতামূলক সাইন ইন করতে গেলে আপনাকে আর নিজের মেল আইডিটি দিতে হবে না।

13) যদি আপনি গুগল-এ কোনো ফ্লাইট এর নম্বর টাইপ করেন, তাহলে সেই ফ্লাইটটি সেই সময় যেখানে আছে সেটি দেখাবে।

14) কোনো ফ্রি- ট্রায়াল আরও বেশি দিন চালাতে চান? আপনার কম্পিউটারের বা ল্যাপটপের তারিখটি পিছিয়ে দিন। ব্যাস কাজ শেষ।

15) আপনি Spanish, French, Italian এবং Portugues সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন Duolingo dot com নামক ওয়েবসাইটটি থেকে।

16) আপনার আইফোনে যা টাইপ করলেন, তা ভুলবশত মুছে ফেলেছেন? আপনি আপনার আইফোনটিকে জাস্ট একটু নাড়ান (shake), দেখবেন আপনার মুছে যাওয়া লেখাটি চলে এসেছে।

17) আপনি চাইলেই গুগলকে টাইমার হিসেবে ব্যবহার করতে পারেন। আপনাকে কেবল মাত্র “SET TIMER (example-5) MINUTES” – এই কথাটি সার্চ বারে লিখতে হবে।

18) ব্রাউজারে Incognito Mode অন করতে Ctrl+Shift+N প্রেস করুন।

তথ্যটি ভাল লাগলে শেয়ার করুন

Monday, March 21, 2022

English বানিয়ে লেখার টেকনিক--কৃষিসেবা২৪

English বানিয়ে লেখার টেকনিকঃ

English বানিয়ে লেখার টেকনিক-কৃষিসেবা২৪




Writing Skill - অনেকেই আছেন যারা নিজ থেকে কোন টপিকের উপর লিখতে পারেন না৷ খুব বেশি পরিচিত টপিক দিলেও ৬/৭/৮ লাইনের বেশি লেখতে পারে না এমন অনেক অনার্স-মাস্টার্স স্টুডেন্ট আমি নিজেই দেখেছি।
(জ্ঞানীরা এই পোস্ট এড়িয়ে চলেন)
• Recent/Unknown Topic এর কথা বাদেই দিলাম। 
আজকে আমি আপনাদেরকে একটা কৌশল শিখিয়ে দিব যা অনুসরণ করলে আপনি অবশ্যই অবশ্যই অনেক অনেক লিখতে পারবেন।
• আমরা একটা টপিক ধরে নেয়। 
• ২২ তম বিসিএস ( ইংরেজি- লিখিত)
★ Environmental Pollution 
এই essay এর মান ছিল ৩০ নম্বর। 
বুজতেই পারছেন৷ আপনার থেকে অনেক বেশি বেশি লিখতে হবে ৷ তাছাড়া বিসিএস এর সম্পূর্ণ লিখিত প্রশ্নটার উত্তর নির্ভর করে আপনার Writing Skill এর উপর। 
Writing Skill কে Strong করার জন্য ৩টি ব্যাপারে অবশ্যই জ্ঞান রাখতে হবে। তাহলে এখানে ভাল করা যাবে, অন্যথায় নয়৷ (আমার মতে)
১. তথ্য ও গ্রামার
২. ভোকাবুলারি 
৩. উপস্থাপনা (Presentation). 
আজকে আমি আপনাদেরকে কিভাবে বেশি বেশি তথ্য সংযুক্ত করবেন ও বেশি বেশি লিখবেন তার একটা ছক করে দিব৷ 
👉 আমাদের টপিক হল 
Environmental Pollution
যখন আপনি লিখা শুরু করবেন তখন নিচের পয়েন্ট গুলোতে Step by Step আগাবেন। 
1. Means ( কাকে বলে/ অর্থ/মানে কি)
2. Importance 
3. Good sides
4. Bad sides
5. Social, Cultural & Moral impact 
6. Political issue
7. Condition (present/past/future)
8. Necessary steps 
9. W.H questions (what/why..)
10. In favor of (পক্ষে)
11. against (বিপক্ষে) 
12. familiar persons
13. Economical effect
14. Contribution 
15. Personal experience
16. Environmental system
17. For example 
18. Business relation
19. Why it happens ?
20. Conclusion
21. Science, Research & Technology
22. Health related
23. Social & Local community
24. Financial - managemental
আপনি যদি উপরে পয়েন্ট গুলো একটু চিন্তা করেন তাইলে অনেক তথ্য নিয়ে আসতে পারবেন৷ পরিক্ষার টপিকের সাথে যেসব পয়েন্ট মিলবে, শুধু সেগুলো চিন্তা করবেন৷ 
Environmental pollution এ কোন good side নাই কিন্তু bad sides আছে৷ তাহলে আপনি bad sides নিয়ে একটু চিন্তা করুন। দেখবেন আপনি অনেক পৃষ্টা লিখতে পারবেন৷ এমন সময় আসবে আপনাকে আপনি নিজেই নিজেকে থামাতে পারবেন না৷ আবার যদি আমরা চিন্তা করি Female Education নিয়ে, তাহলে এখানে আপনি উপরের ২০টা points এর সাথে অনেক গুলো মিল পাবেন৷ female education এ কোন bad sides নাই। তাহলে আপনি bad sides নিয়ে চিন্তা করবেন না। 
যাইহোক আমাদের টপিক ছিল Environmental pollution. উপরে ২৪টা পয়েন্টের সাথে প্রায় ২১/২২ টার  সাথে সম্পর্ক রয়েছে। আমরা ওইগুলো যদি একটু চিন্তা করি তাহলে আমরা অনেক তথ্য পেয়ে যাব৷ যেমনঃ 
Environmental pollution কি/ কাকে বলে?
=> Any unnatural and negative changes in all the dimensions like chemical, physical and biological characteristics of any component of the ecosystem i.e. air, water or soil which can cause harmful effects on various forms of life and property is called environmental pollution.
আবার Environmental pollution এর effect কি মানুষের উপর?
=> Environmental pollutants have various adverse health effects from early life some of the most important harmful effects are perinatal disorders, infant mortality, respiratory disorders, allergy, malignancies, cardiovascular disorders, increase in stress oxidative, endothelial dysfunction, mental disorders, and various ...
হ্যাঁ এইভাবে আপনি উপরে ২৪টি পয়েন্ট যদি মেনে চলেন ও একটু চিন্তা করেন তাহলে আপনিও অনেক অনেক লিখতে পারবেন ও ভাল মার্ক্স পাবেন এইটা আমার প্রত্যাশা৷ ধরে নিলাম ১৫ টি পয়েন্টের সাথে পরিক্ষায় দেওয়া টপিকের সাথে মিল আছে। আপনি যদি ১টা পয়েন্টে যদি ৬ লাইন করে লিখেন তাহলে আপনি প্রায় ১৫*৬= ৯০ লাইন লিখতে পারবেন৷ আর এক পৃষ্টায় যদি ১২ লাইন করে লিখেন তাহলে প্রায় ৭/৮ পৃষ্টা লিখতে পারবেন৷ 
তথ্যটি ভাল লাগলে শেয়ার করুন

Sunday, March 20, 2022

লিফ মাইনর বা পাতা সুড়ঙ্গকারী পোকা অথবা ম্যাপ পোকার লক্ষণ প্রতিকারের সহজ কৌশল-কৃষিসেবা২৪

 

লিফ মাইনর বা পাতা সুড়ঙ্গকারী পোকা অথবা ম্যাপ পোকার লক্ষণ প্রতিকারের সহজ কৌশল-কৃষিসেবা২৪ 

লিফ মাইনর বা পাতা সুড়ঙ্গকারী পোকা অথবা ম্যাপ পোকার লক্ষণ প্রতিকারের সহজ কৌশল-কৃষিসেবা২৪


লিফ মাইনর (Leaf Miner) পোকার আক্রমনে শসা টমেটো, লাউ, কুমড়া, লেবু সহ বিভিন্ন সবজি গাছের পাতায় হাতের লেখার মতো রেখা রেখা সাদা দাগ থাকে। এগুলো গাছের জন্য খুবই ক্ষতিকর সুড়ঙ্গ পোকার আক্রমণ।    
     

লক্ষণ:


এ পোকার কীট রাতে কচি পাতার উপ ত্বকের নীচে গর্ত খুড়ে আঁকাবাঁকা সুড়ঙ্গ করে সবুজ অংশ কুড়ে কুড়ে খেয়ে ফেলে। পাতা কুকড়ে যায়, বিবর্ণ হয়ে শুকিয়ে ঝড়ে যায়, গাছ দুর্বল হয়ে পড়ে। পাতার সুড়ঙ্গের ভিতর পোকার কীড়া দেখা যায়, আক্রান্ত পাতায় ছত্রাক ও ব্যাকটেরিয়াল ক্যাংকার রোগাক্রান্ত হয়।

প্রতিকার:


* প্রাথমিক পর্যায়ে পুরাতন ছাইয়ের সাথে অল্প পরিমাণ কেরোসিন মিশিয়ে গাছ এবং পাতায় ছিটিয়ে দিলে পোকার আক্রমণ কমে যায়। হলুদ ফাঁদ ব্যবহার করেও পোকার আক্রমণ দমন করা যায়। এছাড়া তামাকের গুল+ উকুন নাশক শ্যাম্পু পানিতে গুলে মাঝে মাঝে স্প্রে করে দিয়েও পোকা দমন করা যায়।      

* ডিটারজেন্ট পাউডার ৫ গ্রাম/ লিটার পানি+নিম/ বিষকাঠাঁলী/ ধুতরা/আতা/পেঁপে/ নিশিন্দা/জবা/গাদা ফুল ১ কেজি পাতা থেতিয়ে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেকে ১০ লিটার পানি  মিশিয়ে স্প্রে করা।

* এছাড়া জৈব বালাইনাশক ব্যবহার করা যেতে পারে যেমন, ইকোম্যাক + বায়োনিম প্লাস লেবেলের গায়ে নির্দেশনা মতে পানিতে মিশিয়ে ৫ দিন পরপর ৩ বার স্প্রে করে দিলেও পোকা দমন হবে।

* আক্রমণ বেশি হলে সাইপারমেথ্রিন গ্রুপের ( রেলোথ্রিন/ রিপকট/ কট/সিমবুশ/ডেসিস ) ১ মিলি হারে প্রতি লিটার পানিতে অথবা ফেনিট্রথিয়ন জাতীয় কীটনাশক (যেমন সুমিথিয়ন বা ফলিথিয়ন ২ মিলি) অথবা ক্লোরপাইরিফস জাতীয় কীটনাশক (রিজেন্ট ১.৫ মিলি) ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ৭ দিন পরপর ২/৩ বার। কিটনাশক স্প্রে করার পর কমপক্ষে ১৫ দিনের মধ্যে কোন সবজি অথবা ফল খাওয়া যাবে না।

সাম্প্রতিক তথ্য (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী) -কৃষিসেবা২৪

✅সাম্প্রতিক তথ্য✅



✅বাংলাদেশ বিষয়াবলি ও গুরুত্বপূর্ণ সূচক ✅

 ১।দ্যা ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট এর তথ্য মতে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান

=৭৫তম 


২।জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ অনুযায়ী সবচেয়ে সুখী দেশ

=ফিনল্যান্ড। 

সবচেয়ে  কম সুখী দেশ: আফগানিস্তান


৩।সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৪ তম। গত বছর ছিলো ১০১ তম।


৪।বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান - ২য় ১ম স্থানে 

=- চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম। 


৫।বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি  এবং বাংলাদেশের

=মো. শামীম আহসান, বাংলাদেশ


৬। হীরালাল সেন পদক-২০২২ পেয়েছেন - রেজওয়ান শাহরিয়ার সুমিত।


৭। রেজওয়ান শাহরিয়ার সুমিত " হীরালাল সেন পদক -২০২২" পান যে চলচ্চিত্র জন্য- নোনা জলের কাব্য


৮।  'জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়-- 

=২ মার্চ ২০২২


৯। E-Sim=Embedded Subscriber Identity Module.


১০। বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার-=কাজী হাবিবুল আউয়াল ( অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)


১১। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র

- গিরিকন্যা।


১২। বাংলাদেশের তৈরি প্রথম রকেট

=ধূমকেতু


১৩। বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা - =৮ জন


১৪। দেশের  ২৯ তম গ্যাসক্ষেত্র আবিষ্কার

 : ভোলার ভেদুরিয়ায়,নাম :ভোলা নর্থ -১।


১৫। দেশের সবচেয়ে বড় আন্ডারপাসের নাম- সুরসপ্তক(চালু ১২ জানুয়ারি ২০২২)


১৬. বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল- ৩৯টি।


১৭।বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়

=২৫৯১ মার্কিন ডলার এবং 

মাথাপিছু GDP

=২৪৬২ মার্কিন ডলার। 

.

✅আন্তর্জাতিক বিষয়াবলি ✅


১। রা‌শিয়া  ইউক্রে‌নে সাম‌রিক অভিযান শুরু ক‌রে-২৪ ফেব্রুয়ারি-২০২২।


২।বেলারুশের গোমেল অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার প্রথম দিনের শান্তিপূর্ণ বৈঠক

- ২৮ ফ্রেব্রুয়ারি, ২০২২ । 


৩। রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)---

=২৮ ফেব্রুয়ারি ২০২২। 


৪। ন্যাটোর বর্তমান  সদস্য দেশ

-৩০ টি।


 ৫।ইউক্রেন অলভিয়া বন্দরে আটকা পড়ে বাংলাদেশী জাহাজ

 -‘বাংলার সমৃদ্ধি’ (২৯ জন নাবিক নিয়ে)।


৬। ইউক্রেনের বন্দরে আটকে পড়া জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিকের নাম--ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।


৭। অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে। 


৮।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আধুনিক সময়ের ‘হিটলার’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো।


৯।ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে – যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তাইওয়ান, জাপান।


১০। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের যে দুইটি অঞ্চল কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন - ‘দোনেৎস্ক’ ও ‘লুহানস্ক’


১১। রাশিয়ার রাজধানীর নাম মস্কো এবং ইউক্রেনের রাজধানীর নাম-কিয়েভ। রাশিয়ার মুদ্রার নাম-রুবল এবং ইউক্রেনের মুদ্রার নাম-হিরভনিয়া


১২। রাশিয়া ক্রিমিয়া দখল করে

=২০১৪ সালে।


১৩। ২০০৪ সালে কমলা বিপ্লব  অনুষ্ঠিত হয়--

•ইউক্রেনে 


১৪।বিশ্বের ২য় বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশের নাম-

=রাশিয়া।


১৫।আলোচিত ইউক্রেন পূর্ব ইউরোপের একটি দেশ যা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায়- ২৪ আগস্ট ১৯৯১ এবং সামরিক শক্তিতে ইউক্রেন বিশ্বে ২২তম দেশ।


১৬। ২০২২ সালে COP-27 অনুষ্ঠিত হবে--

=মিশর


১৭। ২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে-- 

সংযুক্ত আরব আমিরাত


১৮। ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে =২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে


১৯। ২০২২ সালে ফিফা ওয়াল্ড কাপ কাতারে অনুষ্ঠিত হবে-

=২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২২।

২০।২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে

= ভারতে 


২১।বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয়

=জার্মানিতে।


২২।২০২২ সালে জাতিসংঘের বার্ষিক চাঁদা না দেওয়ায় ১১টি দেশের ভোটাধিকার বাতিল করা হয়।


২৩।বিশ্বের সর্ববৃহৎ মুক্তবাণিজ্য অর্থনৈতিক জোটের নাম

=RCEP(সদস্য ১৫টি)


২৪।ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী স্থানান্তরিত করা হয়েছে

=বোর্নিও দ্বীপের কালিমানতানে। 


২৫. ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম-- =

নুসানতারা

বাংলা সাহিত্যের ১০০টি নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর-কৃষিসেবা২৪

বাংলা সাহিত্যের ১০০টি নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর-কৃষিসেবা২৪ 

বাংলা সাহিত্যের ১০০টি নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর-কৃষিসেবা২৪


যেকোন ধরনের প্রতিযোগিতামূলক চাকুরীর পরীক্ষার জন্য বাছাইকৃত গুরুত্বপূর্ণ ১০০টি মডেল প্রশ্ন-উত্তর 


০১| বাংলা সাহিত্যে পাশ্চাত্য আদর্শে প্রথম সার্থক উপন্যাস রচয়িতা কে?

ক. সৈয়দ ওয়ালীউল্লাহ

খ. মানিক বন্দ্যোপাধ্যায়

গ. প্যারীচাঁদ মিত্র

ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ ঘ


০২| সূর্যের চোখে জল, অপু বিজয় দেখেনি- কে লিখেছেন?

ক. শিরীন আখতার

খ. তসলিমা নাসরীন

গ. আনিসুল হক

ঘ. রাহাত খান

উত্তরঃ ক


০৩| নিচের কোনটি উপন্যাস নয়?

ক. যাপিত জীবন

খ. খোয়াবনামা

গ. পথ জানা নাই

ঘ. ওল্কার

উত্তরঃ গ


০৪| 'শনিবারের চিঠি' উপন্যাসের রচয়িতা কে?

ক. দীপক চৌধুরী

খ. দীনেশচন্দ্র রায়

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. মুজতবা আলী

উত্তরঃ ক


০৫| কাজী ইমদাদুল হকের আব্দুলাহ উপন্যাসের উপজীব্য কি?

ক. চাষী জীবনের করুণ চিত্র

খ. কৃষক সমাজের সংগ্রামশীল জীবন

গ. তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র

ঘ. মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী

উত্তরঃ গ


০৬| 'মাল্যবান' কোন ধরনের সাহিত্যকর্ম?

ক. কাব্য

খ. প্রবন্ধ

গ. নাটক

ঘ. উপন্যাস

উত্তরঃ ঘ


০৭| ‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. ড. নীলিমা ইব্রাহিম

খ. আনিস চৌধুরী

গ. আনোয়ার পাশা

ঘ. শহীদুল্লা কায়সার

উত্তরঃ ক


০৮| 'যদ্যপি আমার গুরু'-কার রচনা?

ক. হুমায়ুন আহমেদ

খ. আলাউদ্দীন আল আযাদ

গ. আবদুশ শাকুর

ঘ. আহমেদ ছফা

উত্তরঃ ঘ


০৯| কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?

ক. কপালকুণ্ডলা

খ. রামের সুমতি

গ. হাজার বছর ধরে

ঘ. যোগাযোগ

উত্তরঃ ক


১০| সরদার জয়েন উদ্দীনের ‘অনেক সূর্যের আশা’ উপন্যাসের পটভূমি-

ক. একাত্তরের মুক্তিযুদ্ধ

খ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ

গ. ৫২-এর ভাষা আন্দোলন

ঘ. ৪৭-এর দেশবিভাগ

উত্তরঃ খ


১১| মোহাম্মদ নজিবর রহমান রচিত উপন্যাস কোনটি?

ক. রজনী

খ. নববিধান

গ. পদ্মরাগ

ঘ. প্রেমের সমাধি

উত্তরঃ ঘ


১২| ‘অশোক গুচ্ছ’, ‘গোলাপ গুচ্ছ’, -গ্রন্থদ্বয়ের রচয়িতা কে?

ক. কৃষ্ণচন্দ্র মজুমদার

খ. দ্বিজেন্দ্রলাল রায়

গ. দেবেন্দ্রনাথ সেন

ঘ. গোবিন্দচন্দ্র দাস

উত্তরঃ গ


১৩| ‘নদী ও নারী’ কার রচনা?

ক. কাজী আব্দুল ওয়াদুদ

খ. আবুল ফজল

গ. শামসুদ্দিন

ঘ. হুমায়ুন কবির

উত্তরঃ ঘ


১৪| ‘জোহরা ’ উপন্যাসের রচয়িতা হলেন-

ক. প্যারীচাঁদ মিত্র

খ. মীর মশাররফ হোসেন

গ. কাজী ইমদাদুল হক

ঘ. মোজাম্মেল হক

উত্তরঃ ঘ


১৫| কোন ঔপন্যাসিক কর্তৃক ‘বঙ্গবিজেতা’ উপন্যাস রচিত হয়েছ?

ক. মীর মশাররফ হোসেন

খ. রমেশচন্দ্র দত্ত

গ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. তারকনাথ গঙ্গোপাধ্যায়

উত্তরঃ খ


১৬| ‘অনাথিনী’ কোন লেখকের প্রথম উপন্যাস?

ক. খান মুহাম্মদ মঈনুদ্দিন

খ. বেনজীর আহমদ

গ. হুমায়ুন কবীর

ঘ. শামসুল হক

উত্তরঃ ক


১৭| হুতোমী গদ্যের লেখকের নাম কি?

ক. টেক চাঁদ ঠাকুর

খ. দীনবন্ধু মিত্র

গ. ভানুসিংহ ঠাকুর

ঘ. কালীপ্রসন্ন সিংহ

উত্তরঃ ঘ


১৮| কোনটি সঠিক?

ক. রৌদ্র করোটিতে-ভ্রমণ কাহিনী

খ. রাইফেল রোটি আওরাৎ-নাটক

গ. সোজন বাদিয়ার ঘাট-সিনেমা

ঘ. ঘর মন জানালা- উপন্যাস

উত্তরঃ ঘ


১৯| ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন কে?

ক. গৌতম ঘোষ

খ. ঋত্বিক ঘটক

গ. সত্যজিৎ রায়

ঘ. বাসুদেব ট্যাটার্জী

উত্তরঃ খ


২০| ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?

ক. শওকত ওসমান

খ. জহির রায়হান

গ. শহীদুল্লাহ কায়সার

ঘ. রশীদ করিম

উত্তরঃ ঘ


২১|‘রূপজালাল’ নামে আত্মজীবনী কে লিখেছেলেন?

ক. নূরুন্নেসা খাতুন

খ. নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী

গ. বেগম রোকেয়া

ঘ. আবুল ফজল

উত্তরঃ খ


২২|‘আনোয়ারা’ কোন ধরনে গ্রন্থ

ক. নাটক

খ. বড় গল্প

গ. উপন্যাস

ঘ. প্রহসন

উত্তরঃ গ


২৩| ‘আততায়ীদের সাথে কথোপকথন’ কার লেখা?

ক. শামসুর রহমান

খ. হুমায়ুন আহমেদ

গ. হুমায়ুন আজাদ

ঘ. আবুল হাসান

ঙ. জাফর ইকবাল

উত্তরঃ গ


২৪| ‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতা কে?

ক. রামরাম বসু

খ. ভুদের মুখোপাধ্যায়

গ. দীনবন্ধু মিত্র

ঘ. কালীপ্রসন্ন সিংহ

উত্তরঃ ঘ


২৫| ‘হাঁসুলী বাঁকের উপকথা’ উপন্যাসটি কার লেখা

ক. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. সৈয়দ মজতবা আলী

উত্তরঃ খ


২৬| তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস কোনগুলো?

ক. ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম

খ. ধাত্রতীদেবতা, কবি, হাঁসুলি বাঁকের উপকথা

গ. জলসাঘর, কবি, পঞ্চগ্রাম

ঘ. ধাত্রীদেবতা, গণদেবতা, জলসাঘর

উত্তরঃ ক


২৭| নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের 'ঘরে বাইরে' উপন্যাসের?

ক. বিহারী-বিনোদিনী

খ. নিখিলেস-বিমলা

গ. মধুসূসন-কুমুদিনী

ঘ. অমিত-লাবণ্য

উত্তরঃ খ


২৮|‘কেরী সাহেবের মুন্সি’র লেখক হলেন-

ক. প্যারীচাঁদ মুখোপাধ্যায়

খ. অন্নদা শঙ্কর রায়

গ. প্রভাত কুমার মুখোপাধ্যায়

ঘ. প্রমথনাথ বিশি

উত্তরঃ ঘ


২৯| ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. তারাশংকর বন্দ্যোপাধ্যায়

খ. বন্দে আলী মিঞা

গ. জহির রায়হান

ঘ. অদ্বৈতমল্ল বর্মণ

উত্তরঃ ঘ


৩০| ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতা কে?

ক. আব্দুল ওয়াদুদ

খ. ইসমাইল হোসেন সিরাজী

গ. মোজাম্মেলহক

ঘ. নজিবর রহমান সাহিত্যরত্ন

উত্তরঃ ঘ


৩১| হুতোমী বাংলা কার রচনাকে বলে?

ক. বিদ্যাসাগর

খ. প্যারীচাঁদ মিত্র

গ. কালী প্রসন্ন সিংহ

ঘ. ঈশ্বর গুপ্ত

উত্তরঃ গ


৩২| কোনটি ঠিক?

ক. কাঁদো নদী কাঁদো (কাব্য)

খ. সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)

গ. বহিপীর (নাটক)

ঘ. মহাশ্মশান (নাটক)

উত্তরঃ গ


৩৩| ‘রূপজালাল’ উপন্যাসের রচয়িতা কে?

ক. স্বর্ণকুমারী দেবী

খ. মানকী দেবী

গ. সীতা দেবী

ঘ. নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী

উত্তরঃ ঘ


৩৪| ‘স্বর্ণলতা’ ও ‘হরিষে বিষাদ’ উপন্যাসদ্বয়ের রচয়িতা কে?

ক. তারকানাথ গঙ্গোপাধ্যায়

খ. স্বর্ণকুমারী দেবী

গ. মীর মশাররফ হোসেন

ঘ. শিবনাথ শাস্ত্রী

উত্তরঃ ক


৩৫| ‘বিধু মাস্টার’ গল্পগ্রন্থটির লেখক কে?

ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

গ. বনফুল

ঘ. রাজশেখর বসু

উত্তরঃ ক


৩৬| কোন গ্রন্থটির লেখক হাসান আজিজুল হক?

ক. আগুনপাখি

খ. বরফগলা নদী

গ. কাঁদো নদী কাঁদো

ঘ. খোয়াবনামা

উত্তরঃ ক


৩৭| ‘ভাসানী যখন ইউরোপে’ বইটির লেখক-

ক. খন্দকার মোহাম্মদ ইলিয়াস

খ. শওকত ওসমান

গ. বদরুদ্দীন উমর

ঘ. আবু জাফর শামসুদ্দীন

উত্তরঃ ক


৩৮| নবাব ফয়জুন্নেসা চৌধুরী রচিত বইটির নাম-

ক. অবরোধবাসিনী

খ. সুলতানার স্বপ্ন

গ. রূপজালাল

ঘ. মায়াবী পর্দা দুলে ওঠো

উত্তরঃ গ


৩৯| ‘কুলায় কলাস্রোত’ কার লেখা?

ক. সুবোধ ঘোষ

খ. মহাশ্বেত দেবী

গ. ইমদাদুল হক মিলন

ঘ. শওকত আলী

উত্তরঃ ঘ


৪০| মোজাম্মেল হক রচিত উপন্যাস কোনটি?

ক. আবদুল্লাহ

খ. আনোয়ারা

গ. জোহরা

ঘ. বনলতা

উত্তরঃ গ


৪১| 'সংশপ্তক' উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত?

ক. মুক্তিযুদ্ধ

খ. ভাষা আন্দোলন

গ. নগর ও গ্রামীণ জীবন

ঘ. অভাবী সংসার

উত্তরঃ গ


৪২| ‘আনোয়ারা’ উপন্যাসটি খ্রিষ্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয়?

ক. ১৯৫২ সালে

খ. ১৮৯৯ সালে

গ. ১৯৩৫ সালে

ঘ. ১৯১৪ সালে

উত্তরঃ ঘ


৪৩| 'সারেং বৌ' উপন্যাসটির রচয়িতা কে?

ক. আহসান হাবীব

খ. আনিস চৌধুরী

গ. সুনীল গঙ্গোপাধ্যায়

ঘ. শহীদুল্লা কায়সার

উত্তরঃ ঘ


৪৪| ‘লোকে সিন্ধু’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. লালন ফকির

খ. হাছন রাজা

গ. ফকরি আলমগীর

ঘ. পাগলা কানাই

উত্তরঃ খ


৪৪| ‘কত ছবি, কত গান’ এর লেখক-

ক. আবু ইসহাক

খ. খন্দকার মোঃ ইলিয়াস

গ. আলাউদ্দিন আল-আজাদ

ঘ. আবুল ফজল

উত্তরঃ খ


৪৫| ‘তিতাস একটি নদীর নাম’ কোন ধরনে সাহিত্যকর্ম?

ক. গল্পসংগ্রহ

খ. ভ্রমণ কাহিনী

গ. উপন্যাস

ঘ. প্রবাদ সংকলন

উত্তরঃ গ


৪৬| মানুষের সুখ-দুঃখ এবং প্রকৃতির রঙ-রূপ চিত্রণ কার উপন্যাসের বিশেষত্ব?

ক. মানিক বন্দ্যেপাধ্যায়

খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

ঘ. বুদ্ধদেব বসু

উত্তরঃ খ


৪৭| কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?

ক. রিক্তের বেদন

খ. সর্বহারা

গ. আলেয়া

ঘ. কুহেলিকা

উত্তরঃ ঘ


৪৮| ‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতার নাম কি?

ক. কালী প্রসন্ন সিংহ

খ. কালীপ্রসন্ন ঘোষ

গ. কালীপ্রসন্ন রায়

ঘ. কালীপ্রসন্ন মিত্র

উত্তরঃ ক


৪৯| ‘আরণ্যক, অপরাজিত, ইছামতি’ কার রচনা?

ক. জীবননান্দ দাশ

খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

গ. অমিয় চক্রবর্তী

ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ ঘ


৫০| ‘হুতোম প্যাঁচার নকশা’ কোন জাতীয় রচনা?

ক. উপন্যাস

খ. নাটক

গ. প্রবন্ধ

ঘ. রম্যরচনা

উত্তরঃ ঘ


৫১| 'ন্যায়দণ্ড' উপন্যাসটি কার লেখা--

ক. সৈয়দ ওয়ালীউল্লাহ

খ. জরাস্বন্ধ

গ. রশীদ করীম

ঘ. স্বর্ণকুমারী দেবী

উত্তরঃ খ


৫২| ‘নদী ও নারী’ কার রচনা

ক. কাজী আব্দুল ওদুদ

খ. আবুল ফজল

গ. শামসুদ্দিন

ঘ. হুমায়ুন কবির

উত্তরঃ ঘ


৫৩| ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?

ক. হাসান হাফিজুর রহমান

খ. জহির রায়হান

গ. শহীদুল্লাহ

ঘ. আনোয়ার পাশা

উত্তরঃ ঘ


৫৪| ‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থটি কার?

ক. সেলিম আলদীন

খ. সৈয়দ শামসুল হক

গ. শওকত ওসমান

ঘ. শওকত আলী

উত্তরঃ ঘ


৫৫| কোনটি উপন্যাস?

ক. নতুন চাঁদ

খ. কন্যা কুমারী

গ. গড্ডলিকা

ঘ. নেমেসিস

উত্তরঃ খ


৫৬| ‘ওয়ারিশ’ উপন্যাসটির লেখক হচ্চেন-

ক. শওকত ওসমান

খ. শওকত আলী

গ. রফিক আজাদ

ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ খ


৫৭| ‘পাক সার জমিন সাদ বাদ’ বইটির লেখক-

ক. শামসুর রহমান

খ. হুমায়ুন আহমেদ

গ. হুমায়ুন আজাদ

ঘ. মোঃ জাফর ইকবাল

উত্তরঃ গ


৫৮| নিচের কোনটি নাটক?

ক. একপয়সার বাঁশি

খ. বহুবচন

গ. উত্তরণ

ঘ. খাতার শেষপাতা

উত্তরঃ গ


৫৯| ফররুখ আহমেদের 'নৌফেল ও হাতেম' কোন শ্রেণির নাটক?

ক. সামাজিক নাটক

খ. প্রেমমূলক নাটক

গ. কাব্যধর্মী নাটক

ঘ. রূপক নাটক

উত্তরঃ গ


৬০| 'তারাবাঈ' নাটকটির লেখক কে?

ক. ইসমাইল হোসেন সিরাজী

খ. মীর মশাররফ হোসেন

গ. আব্দুল্লাহ আল মামুন

ঘ. দ্বিজেন্দ্রলাল রায়

উত্তরঃ ঘ


৬১| ‘যে অরণ্যে আলো নেই’ নাটকটি কার রচনা?

ক. আনিস চৌধুরী

খ. নীলিমা ইব্রাহীম

গ. শওকত ওসমান

ঘ. মামুনুর রশীদ

উত্তরঃ খ


৬২| নিচের কোনটি মমতাজউদ্দিন আহমদের রচনা নয়?

ক. কি চাহ শঙ্খচিল

খ. সাত ঘাটের কানাকড়ি

গ. নেমেসিস

ঘ. স্পার্টাকাস বিষয়ক জটিলতা

উত্তরঃ গ


৬৩| বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় কত সালে?

ক. ১৮৪২ সালে

খ. ১৮৪৬ সালে

গ. ১৮৫৯ সালে

ঘ. ১৮৫৬ সালে

উত্তরঃ গ(শর্মিষ্ঠা) 


৬৪| বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক-

ক. সধবার একাদশী

খ. নীল দর্পণ

গ. জমিদার দর্পণ

ঘ. কুলীনকুল সর্বস্ব

উত্তরঃ ঘ


৬৫| মধুসূদন কোন নাটক দেখার পর নাটক রচনার সিদ্ধান্ত নেন?

ক. ভদ্রার্জুন

খ. রত্নাবলী

গ. কুলীনকুলসর্বস্ব

ঘ. শর্মিষ্ঠা

উত্তরঃ খ


৬৬| নূরুল মোমেনের বিখ্যাত নাটক কোনটি?

ক. নষ্ট ছেলে

খ. ওরা কদম আলী

গ. গিনিপিগ

ঘ. নেমেসিস

উত্তরঃ ঘ


৬৭| বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার-

ক. মমতাজউদ্দিন আহমদ

খ. আবদুল মান্নান সৈয়দ

গ. সরদার জয়েন উদ্দীন

ঘ. শহীদুল্লা কায়সার

উত্তরঃ ক


৬৮| মমতাজ উদ্দিন আহমদের মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি?

ক. স্বাধীনতা আমার স্বাধীনতা

খ. একদিন প্রতিদিন

গ. নরকে লাল গোলাপ

ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়

উত্তরঃ ক


৬৯| যোগেন্দ্রচন্দ্র গুপ্ত রচিত নাটক কোনটি?

ক. ভদ্রার্জুন

খ. নবনাটক

গ. কীর্তিবিলাস

ঘ. পাণ্ডব গৌরব

উত্তরঃ গ


৭০| ডি এল রায় রচিত প্রহসন কোনটি?

ক. বিরহ

খ. প্রায়শ্চিত্ত

গ. পুনর্জন্ম

ঘ. সবগুলো

উত্তরঃ ঘ


৭১| গিরিশচন্দ্র সেনের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগান্ত নাটক-

ক. চণ্ড

খ. জনা

গ. প্রফুল্ল

ঘ. হারানিধি

উত্তরঃ গ


৭২| 'কীর্তিবিলাস' নাটকের রচয়িতা কে?

ক. তারাচরণ শিকদার

খ. যোগেন্দ্র চন্দ্র গুপ্ত

গ. রামনারায়ণ তর্করত্ন

ঘ. হেরাসিম লেবেদফ

উত্তরঃ খ


৭৩| আবদুল্লাহ আল-মামুনের রচিত নাটক নয় কোনটি?

ক. সুবচন নির্বাসনে

খ. ক্রস রোডে ক্রস ফায়ার

গ. অরক্ষিত মতিঝিল

ঘ. ওরা কদম আলী

উত্তরঃ ঘ


৭৪| আলী জাকের রচিত নাটক কোনটি?

ক. বুনো হাস

খ. সুবচন নির্বাসনে

গ. দেওয়ান গাজীর কিস্সা

ঘ. ইবলিশ

উত্তরঃ গ


৭৫| 'চোরের উপর বাটপারি' প্রহসনটির রচয়িতা কে?

ক. দীনবন্ধু মিত্র

খ. অমৃতলাল বসু

গ. মধুসূদন দত্ত

ঘ. ডি এল রায়

উত্তরঃ ক


৭৬| ইংরেজদের প্রথম রঙ্গালয় কোনটি?

ক. চন্দননগর থিয়েটার

খ. ওল্ড প্লে হাউস

গ. হিন্দু থিয়েটার

ঘ. বেঙ্গল থিয়েটার

উত্তরঃ খ


৭৭| 'নীলদর্পণ' নাটকের প্রকাশক কে ছিলেন?

ক. লঙ সাহেব

খ. ডিরোজিও

গ. মধুসূদন

ঘ. দীনবন্ধু নিজেই

উত্তরঃ ক


৭৮| ‘আলোকলতা’ নাটকটির রচয়িতা কে?

ক. আবুল ফজল

খ. নূরুল মেমেন

গ. আসকার ইবনে শাইখ

ঘ. সাহাদাৎ হোসেন

উত্তরঃ ক


৭৯| ‘কবর’ নাটকটির লেখক-

ক. জসীম উদ্দীন

খ. নজরুল ইসলাম

গ. মুনীর চৌধুরী

ঘ. দ্বিজেন্দ্রলাল রায়

উত্তরঃ গ


৮০| নিচের কোন গ্রন্থটি মামুনুর রশীদের নয়?

ক. গিনিপিগ

খ. সুবচন নির্বাসনে

গ. ইবলিশ

ঘ. ওরা কদম আলী

উত্তরঃ খ


৮১| ‘অরক্ষিত মতিঝিল’ নাটকটির রচয়িতা কে?

ক. সেলিম আল দীন

খ. মমতাজউদ্দিন আহমদ

গ. আবদুল্লাহ আল মামুন

ঘ. মামুনুর রশিদ

উত্তরঃ গ


৮২| 'একাত্তরের যীশু' গ্রন্থটির রচয়িতা কে?

ক. শাহরিয়ার কবির

খ. সেলিম আল দীন

গ. মামুনুর রশীদ

ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ ক


৮৩| ব্রিটিশ ভারতে নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে কে নাটক রচনা করেন?

ক. মীর মশাররফ হোসেন

খ. দীনবন্ধু মিত্র

গ. তারাচরণ শিকদার

ঘ. রামানারায়ণ তর্করত্ন

উত্তরঃ খ


৮৪| ‘নয়া খান্দান’ নাটকের রচয়িতা কে?

ক. আসকার ইবনে শাইখ

খ. মমতাজ উদ্দিন আহমদ

গ. নূরুল মোমেন

ঘ. আবদুল্লাহ আল মামুন

উত্তরঃ গ


৮৫| ‘এখনও ক্রীতদাস’, ‘কোকিলারা’-নাটকদ্বয়ের রচয়িতা কে?

ক. মামুনুর রশীদ

খ. সৈয়দ শামসুল হক

গ. আবদুল্লাহ আল মামুন

ঘ. ওবায়দুল হক

উত্তরঃ গ


৮৬| 'কাল্পনিক সংবদল' কোন নাটকের বাংলা নাম?

ক. Love is the best Doctor

খ. The Disguise

গ. The Indian Drama

ঘ. Comedy of Errors

উত্তরঃখ


৮৭| কোন নাটকটি শেক্সপিয়ারের 'মার্চেন্ট অব ভেনিস' নাটকের ভাবানুবাদ?

ক. ভানুমতি চিত্তবিলাস

খ. চারুমুখ চিত্তহারা

গ. শর্মিষ্ঠা

ঘ. ভদ্রার্জুন

উত্তরঃ ক


৮৮| ‘সাত ঘাটের কানাকড়ি’ নাটকের রচয়িতা হলেন-

ক. আবদুল্লাহ আল মামুন

খ. মমতাজউদ্দিন আহমদ

গ. মামুনুর রশীদ

ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ খ


৮৯| জীবনঢুলী কি?

ক. একটি উপন্যাসের নাম

খ. একটি কাব্যগ্রন্থের নাম

গ. একটি আত্মজীবনীর নাম

ঘ. একটি চলচ্চিত্রের নাম

উত্তরঃ ঘ


৯০| ‘গিনিপিগ’ নাটকের রচয়িতা কে?

ক. সৈয়দ শামসুল হক

খ. আবদুল গাফফার চৌধুরী

গ. মামুনুর রশিদ

ঘ. কবীর চৌধুরী

উত্তরঃ গ


৯১| মুনীর চৌধুরীর 'রক্তাক্ত প্রান্তর' কোন শ্রেণির নাটক?

ক. পৌরাণিক

খ. সামাজিক

গ. ঐতিহাসিক

ঘ. রূপক

উত্তরঃ গ


৯২| নূরুল মোমেনের ‘নেমেসিস’ নাটকে চরিত্রের সংখ্যা কয়টি?

ক. একটি

খ. দুইটি

গ. তিনটি

ঘ. চারটি

উত্তরঃ ক


৯৩| স্বর্ণকুমারী দেবী রচিত নাটক কোনটি?

ক. ছিন্ন মুকুল

খ. বসন্ত উৎসব

গ. মালতি

ঘ. হুগলির ইমাম বাড়ি

উত্তরঃ খ


৯৪| 'নেমেসিস' নাটকটি কার লেখা?

ক. নূরুল মোমেন

খ. শাহাদাৎ হোসেন

গ. মুনীর চৌধুরী

ঘ. সেলিম আল দীন

উত্তরঃ ক


৯৫| 'মানচিত্র' নাটকটির রচয়িতা কে?

ক. মীর মশাররফ হোসেন

খ. শিশির ভাদুড়ী

গ. নূরুল মোমেন

ঘ. আনিস চৌধুরী

উত্তরঃ ঘ


৯৬| বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন কোন নাট্যকারের হাতে?

ক. মধুসূদন দত্ত

খ. দীনবন্ধু মিত্র

গ. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

ঘ. রামনারায়ণ তর্করত্ন

উত্তরঃ ঘ


৯৭| ‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা কে?

ক. মমতাজ উদ্দিন আহমদ

খ. মামুনুর রশীদ

গ. ইব্রাহীম খলিল

ঘ. ওবায়েদ উল হক

উত্তরঃ খ


৯৮| বাংলা সাহিত্যের প্রথম সাংকেতিক নাটক--

ক. ডাকঘর

খ. নেমেসিস

গ. শারদোৎসব

ঘ. কোনটিই নয়

উত্তরঃ গ


৯৯| বাংলা সাহিত্যে সর্বপ্রথম সাংকেতিক নাটক রচনা করেন--

ক. মাইকেল মধুসূদন দত্ত

খ. নূরুল মোমেন

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ ঘ


১০০| ‘দি ডিসগাইজ’ নাটকের বাংলা অনুবাদক কে?

ক. উইলিয়াম কেরি

খ. হেরাসিম লেবেদফ

গ. মার্শ ম্যান

ঘ. জেমস লঙ

উত্তরঃ খ


(ভুল মনে হলে /করলে কমেন্টে বলবেন)

Wednesday, March 2, 2022

বিসিএস থেকে শুরু করে যেকোনো সরকারি জবের জন্য ৯ম-১০ম শ্রেনীর সাধারণ বিজ্ঞান বই হতে গুরুত্বপূর্ণ প্রশ্ন একনজরে

 বিসিএস থেকে শুরু করে যেকোনো সরকারি জবের জন্য ৯ম-১০ম শ্রেনীর সাধারণ বিজ্ঞান বই হতে গুরুত্বপূর্ণ প্রশ্ন একনজরে




♦♦১ম অধ্যায়ঃ

১।প্রাণীদেহে শুষ্ক ওজনের কতভাগ প্রোটিন - ৫০%।

২।খাদ্যের উপাদান - ৬টি।

৩।আমিষের গঠনের একক - অ্যামাইনো এসিড।

৪।মানবদেহে কয়ধরনের অ্যামাইনো এসিড রয়েছে - ২০ ধরনের♦

৫।মানুষের প্রধান খাদ্য - শর্করা।

৬।পানিতে দ্রবনীয় ভিটামিন - B,C♦

৭।ঢেকি ছাটা চাল ও আটার ভিটামিন থাকে - থায়ামিন।

৮।দৈনিক পানি পান করা উচিত - ২-৩ লিটার♦

৯।ব্রাইন বলা হয় - লবনের দ্রবনকে।

১০।পুষ্টির ইংরেজী শব্দ - Nutrition।

১১।কোষ গঠনে সাহায্য ও নিয়ন্ত্রন করে - ভিটামিন ই ও লাইসিন।

১২।কার্বোহাইড্রেট C:H:O এর অনুপাত - ১:২:১♥

১৩।খাদ্যের কোন উপাদানটি মিষ্টি স্বাদযুক্ত - শর্করা।

১৪।FRUIT SUGAR বলা হয় - ফ্রুকটোজকে।

১৫।অামিষের শতকরা নাইট্রোজেন পরিমান - ১৬%

১৬।অামিষের মৌলিক উপাদান কয়টি - ৪টি♦

১৭।ইলিশের প্রোটিন অাছে - ২০

১৮।মাছ থেকে কতভাগ প্রোটিন অাসে - ৮০ ভাগ।

১৯।অামিষের অভাবে হয় - ম্যারাসমাস রোগ।

২০।মহিষের দুধে শক্তির পরিমান - ১১৭ ক্যালরী।

২১।শক্তি উৎপাদক খাদ্য - শর্করা।

২২।ভিটামিন এভাবে রোগ - রাতকানা, জেরপথ্যালমিয়া ♦

২৩।খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - ২০ ধরনের♦

২৪।ভিটামিন বি - ২০ প্রকার।

২৫।প্রাপ্ত বয়স্ক লোকের লৌহের প্রয়োজন - ৯গ্রাম♥

২৬।খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক - কিলোক্যালরী।

২৭।Quetelet Index বলা হয় - BMI

২৮।BMI- Body Mass index

২৯।দেহের চর্বি পরিমান নিদের্শক - BMI

৩০।BMI- ওজন/(উচ্চতা)^২

৩১।BMIএর অপর নাম - QLI ♦

৩২।বোরহানিতে পাওয়া যায় - ল্যাকটিক এসিড♦

৩৩।ভিনেগার কী - অ্যাসেটিক এসিডের ৫% দ্রবন।

৩৪।তামাকে কোন পদার্থ থাকে - নিকোটিন, ক্যাফেইন।

৩৫।ধূমপান করার উপাদানটি নাম - Nicotina♦

৩৬।সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় - আফ্রিকায়।

৩৭।পরিপোষক ইংরেজী শব্দ - Nurtrients।

৩৮।উৎপত্তিগত আমিষ - ২ প্রকার

৩৯।মানবদেহে ওজনের মোট ক্যালসিয়াম - ২ভাগ

৪০।মানবদেহে ওজনের মোট পানি - ৬০ থেকে ৭৫ভাগ।

৪১।মানবদেহে ফসফরাসের প্রয়োজন - ৫গ্রাম

৪২।এসিডোমিস হয় - পানির অভাবে

৪৩।মানুষের মৃত্যু হয় - ১০% পানির অভাবে

৪৪।মানবদেহের বৃদ্ধির সময়সীমা - ২০ থেকে ২৪ বছর।

৪৫।পুষ্টি - ৪ প্রকার।

৪৬।এইডসের ভাইরাসের নাম - HIV♦

৪৭।এ পযর্ন্ত অ্যামোইনো এসিডের সন্ধান পাওয়া গেছে - ২০ ধরনের♥

৪৮।খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - ২০

৪৯।স্নেহ - ২ প্রকার।

৫০।বিজ্ঞান শব্দের অর্থ - বিশেষ জ্

৫১।স্নেহে দ্রবনীয় - ভিটামিন A,D,E,K♦♥♦

৫২।ফল পাকানোর জন্য দায়ী - ক্যালসিয়াম কার্বোইড।

৫৩।HIV অাক্রমন করে - রক্তে শ্বেতকনিকায় লিম্ফোসাইটকে।

৫৪।আমাশয় - ২ প্রকার।এমিবিক ও ব্যাসিলারি।

৫৫।ভাইরাস - প্রকৃত পরজীবী।

৫৬।ভাইরাসকে বলা হয় - অকোষীয় জীব।

৫৭।ছত্রাকে বলা হয় - মৃতজীবী জীব।

৫৮।অনুজীবকে বলা হয় -আদিজীব।

৫৯।প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান - বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক♦

৬০।ধূমপানের উপাদানটির বিজ্ঞানিক নাম - Nicotiana Tabacum।

♦♦২য় অধ্যায়ঃ

১।পানির ঘনত্ব নির্ভরশীল - তাপমাত্রা উপর।

২।ভূ-পৃষ্টের মোট পানির শতকরা মিঠাপানি - ১ ভাগ।

৩।পানির ঘনত্ব সবচেয়ে বেশি - ৪ ডিগ্রী সে:♦♥

৪।বিশুদ্ধ পানির ধর্ম - স্বাদহীন,বর্ণহীন,গন্ধহীন।

৫।কোন জলীয় দ্রবণ এসিডীয় হলে এর pH - ৬.৫।

৬।বিশুদ্ধ পানির pH - ৭♦

৭।শুধু পানিতে জন্মায় - সিংগারা।

৮।ওষুধ তৈরিতে পানি বিশুদ্ধ করা হয় - পাতন প্রক্রিয়ায়।

৯।এসিডের পরিমান বাড়লে pH এর মান - কমে।

১০।ব্লিচিং পাউডারের সংকেত - Ca(OC1)C1♦

১১।আমেরিকায় উত্তর ওহাইও অঙ্গরাজ্যের মরা হ্রদটি নাম - এরি।

১২।রামসার চুক্তি হয় - ১৯৭১ সালে♦

১৩।রামসায় কনভেনশন সংশোধন হয় - ১৯৮২ সালে।

১৪।গঙ্গা পানি বন্টন চুক্তি হয় - ১৯৭৭ সালে।

১৫।বুড়িগঙ্গা নদীর সাথে তুলনা করা হয় - এরি হ্রদের সাথে।

১৬।পানির স্ফুটনাঙ্ক - ৯৯.৯৮ ডিগ্রী সে:।

১৭।সমুদ্রের পানিকে বলে - Marine Water♦

১৮।পানির অনুতে আছে - ২টি হাইড্রোজেন।

১৯।পৃথিবীর পানির মধ্যে শতকরা সমুদ্রের পানি - ৯০ ভাগ।

২০।পানির দ্রবীভূত অক্সিজেন মাত্রা ঠিক থাকে - সালোকসংশ্লেষনের মাধ্যমে।

২১।নদনদীর পানি - ক্ষারীয়।

২২।একলিটার বিশুদ্ধ পানির pH - ৭

২৩।ত্বক ও ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে - পারদ/U।

২৪।রক্ত শূন্যতা হয় - সীসার অভাবে♦

২৫।রামসায় চুক্তিতে বাংলাদেশ সম্মতি জ্ঞাপন ও স্বাক্ষর করে - ১৯৭৩ সালে♦

২৬।লোনা পানির ইংরেজী শব্দ - Saline Water।

২৭।নাব্যতা হ্রাসকালে ভূমিকা আছে - তেল।

২৮।pH কমলে প্রাণীদেহে হতে নিগৃত হয় - Ca।

২৯।ইলিশ মিঠা পানিতে আসে - প্রজনেন জন্য♦

৩০।ইলিশ ডিম নষ্ট করে - লবণাক্ত পানিতে।

৩১।ভূ-গর্ভস্থ শতকরা লবণাক্ত পানির পরিমান - ৯৭ ভাগ।

৩২।বন্যার সময় পানি বিশুদ্ধকরন করার জন্য ব্যবহার করা হয় - সোডিয়াম হাইপোক্লোরাইড।

৩৩।পানির মধ্যে ধূলিকনা পৃথক করার প্রক্রিয়া - পরিস্রাবন।

৩৪।খাওয়ার পানির জন্য সহজলভ্য প্রক্রিয়া - স্ফুটন।

৩৫।কঠিন বর্জ্য পঁচতে সময় লাগে - ১ থেকে ২ দিন।

৩৬।সম্প্রতি তেজস্ক্রিয়া ঘটেছে - জাপানের ফুকুশিমা।

৩৭।মানুষ বিকলাঙ্গ হয় - পারদের অভাবে।

৩৮।এরি হ্রদকে মরা হ্রদ ঘোষণা করা হয় - ১৯৬০ সালে।

৩৯।প্রাণীশূন্য নদীকে বলে - Dead Lake♦

৪০।ETP - Effluent Treatment Plant♦

৪১।ঢাকা শহরে প্রতিনিয়ত কঠিন পদার্থ উৎপন্ন হয় - ৫০০ মে: টন।

৪২।বাংলাদেশ ভারত হতে গঙ্গা পানির ন্যায্য হিসাবে পাওয়ার চুক্তি হয় - ১৯৯৬ সালে♦

৪৩।ভারত সরকার গঙ্গা পানির গতিপথ পরিবর্তন করে - ১৯৭৫ সালে।

৪৪।মানুষের মৌলিক অধিকার - ৫টি।(আমরা জানি, মৌলিক অধিকার ৬টি।কিন্তু ৯ম শ্রেনীর বইয়ে ৫ টি।আবার ৩য় শ্রেনীর বইয়ে ৬টি)♦

৪৫।রামসার কনভেনশন সংশোধন হয় - ২ বার♦

৪৬।অম্লীয় পানির pH - ৪♦

৪৭।বরফের গলনাঙ্ক - ০ ডিগ্রী সে:।

৪৮।১ কিউসেক পানির ভর - ১০০০ কেজি♦

৪৯।পানির অনুর আকৃতি - কৌণিক।

৫০।পানি একটি - উভধর্মী পদার্থ।

#৩য় অধ্যায়ঃ

১।রক্তে লোহিত কণিকা সঞ্চিত থাকে - প্লীহাতে♦

২।অনুচক্রিকার গড় আয়ু - ৫ থেকে ১০ দিন।

লোহিত রক্ত কণিকায় গড় আয়ু - ১২০ দিন♦

শ্বেতকণিকার গড় আয়ু - ১-১৫ দিন♦

৩।লোহিত কণিকার আকৃতি - চ্যাপ্টা।

৪।সর্বজন দাতা গ্রুপ - O+ গ্রুপ।

৫।রক্তে অ্যান্টিজেন নেই - O+ গ্রুপে।

৬।হৃৎপিন্ডের আকৃতি - ত্রিকোণাকার।

৭।রক্তে কিসের পরিমান বেশি থাকা শরীরে জন্য উপকারি - HDL♦

৮।রক্তে কোলেস্টেরল স্বাভাবিক পরিমান - ১০০-২০০mg/dl।

৯।মানুষের স্বাভাবিক রক্তচাপ -১২০/৮০ mmHg♦

১০।মানুষের মোট ওজন শতকরা - ৮% রক্ত।

১১।ধমনির রক্তের pH - ৭.৪।

১২।পূর্ণবয়স্ক মানুষের রক্তের পরিমান - ৫-৬ লিটার♦

১৩।রক্ত গঠিত - যোজক টিস্যু।

১৪।রক্তের প্রধান উপাদান - লৌহ।

১৫।রক্তের প্রধান উপাদান - ২টি।

১৬।রক্তে রেচন পদার্থ - ইউরিয়া♦

১৭।রক্ত লাল দেখায় - হিমোগ্লোবিন থাকায়।

১৮।দেহের প্রহরী - শ্বেতকণা।

১৯।রক্তে লিম্ফোসাইটের পরিমান - ২০-৪৫%

২০।হিমোগ্লোবিন থাকে না - শ্বেতকণিকায়♦

২১।রক্তে অ্যান্টিজেন থাকে - ২টি।

২২।AB গ্রুপে রক্তের মানুষ - ৩%।

২৩।হৃৎপিন্ড বেষ্টনকারী পদার্থের নাম - পেরিকার্ডিয়াম (২ স্তর)।

২৪।নিলয়ের অপর নাম - ভেন্টিকল♦

২৫।একটি হৃৎস্পন্দনের সময় লাগে ০.৮ সেকেন্ড।

২৬।হৃৎপিন্ড প্রসারণকে বলা হয় - ডায়াস্টোল♦

২৭।প্রতিমিনিটে হার্টবিটকে বলে - ডাব।

২৮।কার্ডিয়াক চক্রের ধাপ - ৪টি♦

২৯।LDL এর পূর্ণরুপ -Low Density Lipoprotein।

৩০।সমগ্র রক্তে -৫৫% রক্তরস, ৪৫% রক্তকণিকা।

৩১।রক্তের তরল অংশকে বলে - প্লাজমা।

৩২।রক্ত কণিকা - ৩ প্রকার♦

৩৩।রক্ত রসের -১০% জৈব ও অজৈব।

৩৪।রক্তরস আলাদা করলে রক্তের রং হবে - হালকা হলুদ।

৩৫।প্লেটলেট অর্থ - অণুচক্রিকা♦

৩৬।ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে কোন অবস্থার সৃষ্টি হয় - পারপুরা।

৩৭।মানুষের রক্তের A গ্রুপ শতকরা - ৪২%।

৩৮।মানুষের রক্তের B গ্রুপ শতকরা - ৯%।

৩৯।মানুষের রক্তের AB গ্রুপ শতকরা - ৩%।

৪০।মানুষের রক্তের O+ গ্রুপ শতকরা - ৪৬%।

৪১।RBC - Red Blood cell।

৪২।রেসাস ফ্যাক্টরের সংকেত - Rh♦

৪৩।রক্তের গ্রুপ নির্ণয় করে - ডা. কার্ল ল্যান্ডস্টেইনার (১৯০০ সালে)♦

৪৪।Rh ফ্যাক্টরের নামকরন করা হয় - বানর দ্বারা।

৪৫।হৃৎপিন্ডের অবস্থান - দুই ফুসফুসের মাঝে।

৪৬।হৃৎপিন্ডের ওজন - ৩০০ গ্রাম♦

৪৭।হৃৎপিন্ডের সংকোচনকে বলা হয় - সিস্টোল।

৪৮।মানুষের হৃৎপিন্ড প্রকোষ্ঠ - ৪ ভাগে♦

৪৯।রক্তে গ্লুকোজের মাত্রা - ৮০ থেকে ১২০ গ্রাম/ডেসি.লিটার।

৫০।HDL এর পূর্ণরুপ -High Density Lipoprotein♦

♦♦৪র্থ অধ্যায়ঃ

১।বয়:সন্ধিকালের সময়কাল - ১১ হতে ১৯ বছর।

২।টেস্টটিউবের প্রথম সফলতা পায় -ড.প্যাট্রিক♦ স্টেপটো ও ড. রবার্ট এডওয়ার্ডের, ইংল্যান্ড।

১৯৭৮ সালে ২৫ জুলাই ১১.৫৭ মিনিটে লুইস জয় ব্রাউন নামের এক বেবি।

৩।শৈশবকাল বলা হয় - ৫ বছর পর্যন্ত♦

৪।মানুষের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী - ২টি।

৫।ছেলেদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী - টেস্টোস্টেরন♦

#মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী - ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন♦

৬।প্রথম টেস্টিটিউব বেবি উদ্ভাবন করন - পেট্রুসি(১৯৫৯ সালে,ইটালিতে)।

৭।লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা - ১ জোড়া♦

৮।স্ত্রী লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা - XX♦

পুরুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা -XY♦

৯।মানব কোষে ক্রোমোজোম সংখ্যা - ২৩ জোড়া♦

১০।পৃথিবীর উৎপত্তি ও জীনের উৎপত্তি ঘটনা প্রবাহকে বলে - রাসায়নিক বিবর্তন♦

১১।সর্বপ্রথম জীনের উৎপত্তি - সমুদ্রের পানিতে♦

১২।সংযোগকারী জীব বলা হয় - প্লাটিপাস (সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণির মধ্যে)।

১৩।বয়:সন্ধিকালে কোন হরমোন প্রভাব নেই

ইনসুলিন♦

১৪।বয়:সন্ধিকালে পরিবর্তনের জন্য দায়ী - হরমোন।

১৫।বয়:সন্ধিকালে পরিবর্তন প্রধানত - ৩ প্রকার।

১৬।সর্বপ্রথম জন্ম নেয়া টেস্টিটিউব বেবি বাঁচে - ২৯ দিন।(জন্ম প্রক্রিয়া সম্পন্ন করে ইটালির বিজ্ঞানী ড.পেট্রুসি,১৯৫৯ সালে।)

১৭।বাংলাদেশের জন্ম নেয়া প্রথম ৩টি টেস্টিটিউব বেবির নাম - হিরা,মনি ও মুক্তা (২০০১ সালে)।

১৮।মানুষের অটোসোম - ৪৪ টি♦

১৯।জীবাশ্ম আবিষ্কার করে - জেনোফেন♦

২০।নিউক্লিক এসিড সৃষ্টিতে ভূমিকা রয়েছে - অতি বেগুনি রশ্মি♦

২১।পৃথিবী একটি জ্বলন্ত গ্যাসপিন্ড ছিল - ৪৫০ কোটি বছর।

২২।সর্বপ্রথম কে "ইভোলিউশন" শব্দটি ব্যবহার করেন - হার্বাট স্পেনসার♦

২৩।প্রাণ সৃষ্টিতে শুরুতে সর্বপ্রথম যৌগটি তৈরি হয় - অ্যামাইনো এসিড।

২৪।সময়ের সাথে নতুন প্রজাতির সৃষ্টিকে বলে - জৈব বিবর্তন।

২৫।অসম্পূর্ণ বিভক্ত নিলয় থাকে - সরীসৃপের।

২৬।উভচরের (ব্যাঙ) হৃৎপিন্ড প্রকোষ্ঠের সংখ্যা - ৩।

পাখির হৃৎপিন্ড প্রকোষ্ঠের সংখ্যা - ৪♦

২৭।মানবদেহে লুপ্তপ্রায় অঙ্গটি - ককসিস।

২৮।"বায়োলজি" শব্দের প্রতিষ্ঠাতা" - ল্যামার্ক♦

২৯।বংশগতির মতবাদ দেন - মেন্ডেল♦

বংশগতির বিদ্যার জনক - গ্রেগর জোহান মেন্ডেল।

৩০।মানবদেহে নিষ্কিয় অঙ্গটি - অ্যাপেন্ডিক্স।

৩১।"Origin of species by meanse of natural selection" বইটির লেখক - চালর্স ডারউইন (১৮৫৯ সালে)♦

(জন্ম -১৮০৯ সালে, ইংল্যান্ড সাসবেরি এবং

মৃত্যু-১৮৮২ সালে)।

৩২।স্যামন মাছ প্রজননের ঋতুতে ডিম পাড়ে - ৩ কোটি।

৩৩।"ফিলোসোফিক জুওলজিক" বইটির লেখক - ল্যামার্ক (১৮০৯ সালে)♦

৩৪।"প্রাকৃতিক নির্বাচনে দায় প্রজাতির উদ্ভব" - গ্রন্থেরটি লেখক - চালর্স ডারউইন♦

৩৫।ভাইরাস সৃষ্টি হয় - প্রোটোজোয়া থেকে♦

৩৬।জৈব বিবর্তনের জনক - চার্লস ডারউইন।

৩৭।পৃথিবীর উদ্ভিদ প্রজাতির সংখ্যা - প্রায় ৪ লাখ।

৩৮।তিমি সাতাঁরে জন্য ব্যবহার করে - ফ্লিপার।

৩৯।"অনটোজেনি রিপিটস ফাইলোজেনি" কার ভাষ্য - হেকেল।

৪০।একটি সরিষা গাছ হতে বছরে বীজ জন্মায় - ৭,৩০,০০০।

এক জোড়া হাতির থেকে উদ্ভূত সবগুলো হাতি বেঁচে থাকলে ৭৫০ বছরে হাতির সংখ্যা হবে ১ কোটি ৯০ লাখ।

♦♦৫ম অধ্যায়ঃ

১।গাড়ির দুইপাশে ও পিছনে হতে কয়টি দর্পণ ব্যবহার হয় - ৩টি।

২।চাঁদ দিগন্তে দিকে লাল দেখায় কেন - বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য।

৩।+2D লেন্সটির ফোকাস দূরত্ব - ০.৫ মি।

-2D লেন্সটির ফোকাস দূরত্ব - ৫০ সে.মি।

৪।লেন্সের ক্ষমতা এস. আই একক -

রেডিয়ান/মিটার♦

৫।শিশুর স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব - ৫ সেমি♦

৬।চোখের কোন অংশে উল্টো প্রতিবিম্ব গঠিত হয় - রেটিনা।

৭।বয়স্ক মানুষের স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব - ২৫ সেমি।

৮।অাবছা আলোয় সংবেদনশীল হয় - রড♦

৯।রড অনুভূতি ও রঙের পার্থক্য নির্ধারণে সাহায্য করে - কোণ।

১০।আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলে - আপতন কোণ♦

১১।সংকট কোনের ক্ষেত্রে প্রতিসরণ কোণ - ৯০ ডিগ্রী।

১২।ঘন মাধ্যমে আলোর বেগ - কমে যায়।

১৩।উভয় লেন্সের বক্রতার ব্যাসার্ধ ও কেন্দ্র - ২টি।

১৪।উভয় লেন্সের আলোক কেন্দ্র - ১টি।

১৫।অবতল লেন্সের অপর নাম - অপসারী লেন্স♦

১৬।আলো এক প্রকার - শক্তি।

১৭।লেন্স প্রধানত - ২ প্রকার।

১৮।চোখ কাজ করে - অভিসারী লেন্সের মতো।

১৯।চোখের ত্রুটি - ৪ ধরনের।

২০।চোখ ভালো রাখার জন্য বেশি প্রয়োজন - প্রোটিন যুক্ত খাবার♦

২১।যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে - দর্পণ বলে।

২২।নিরাপদ ড্রাইভিং এর শর্ত - নিজ গাড়ির আশে পাশে সর্বদা খেয়াল রাখা♦

২৩।পাহাড়ি রাস্তার বিপদজনক বাঁকে সমতল দর্পণ ব্যবহার হয় - ৯০ ডিগ্রী।

২৪।আলোর প্রতিসরণের সূত্র - ২ টি♦

২৫।মানুষের দর্শনানুভুতির স্থায়িত্বকাল - ০.১ সেকেন্ড।

২৬।চোখের আলোক সংবেদন আবরণ - রেটিনা।

২৭।দর্পণ বিশেষভাবে ব্যবহার হয় - নিরাপদ ড্রাইভিং এ।

২৮।আলোর প্রতিসরণ ব্যবহার হয় - এক্স-রে তে♦

২৯।চোখের রেটিনার রং - গোলাপি।

৩০।চোখের উপাদান নয় - আইভ্রু।

৩১।পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন - আলোর প্রতিসরণের কারনে।

৩২।স্বাভাবিক চোখের দূরবিন্দুর দূরত্ব - অসীম।

৩৩।+1D ক্ষমতা লেন্সের ফোকাস দূরত্ব -100cm উত্তল।

৩৪।বায়ু সাপেক্ষ কাচের প্রতিসরণাঙ্ক - ১.৫♦

৩৫।রাস্তার বাতিতে ব্যবহার হয় - উত্তল দর্পণ♦

♦♦♥৬ষ্ঠ অধ্যায়ঃ

১।প্রাকৃতিক পলিমার - রাবার♦

২।ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে তৈরি হয় -পি ভি সি পাইপ♦

৩।কৃত্রিম পলিমার - পলিথিন♦

৪।প্যারাসুটের কাপড় তৈরিতে ব্যবহার - নাইলন♦

৫।আলফা কী - পশম।

৬।প্লাষ্টিক শব্দের অর্থ - সহজে ছাঁচযোগ্য।

৭।পলিথিনের সংকেত -

৮।পলিমারের ক্ষুদ্র অনুকে বলে - মনোমার♦

৯।পলিমার শব্দটি - গ্রীক।

১০।গ্রীক শব্দ "মেরোস" এর অর্থ - অংশ।

১১।মানুষের চুলে আর নখে থাকে - কেরাটিন প্রোটিন।

১২।তন্তুর রানী - রেশম।

১৩।চেল্লার অপর নাম - পিল♦

১৪।জন্মদিনে ব্যবহারিত বেলুনে দ্রবীভূত হয় - বেনজিন।

১৫।রাবার সাধারণত কোন ধরনের হয় - হালকা বাদামি।

১৬।"পলি" অর্থ - অনেক♦

১৭।উৎস অনুযায়ী পলিমার - ২ ভাগে ভাগ করা যায়।

১৮।আমরা যে পলিথিন ব্যবহার করি তা - "ইথিলিন" নামক মনোমার হতে তৈরি পলিমার।

১৯।তন্তু - ২ প্রকার♦

২০।প্রায় ৪০ জাতের মেষ হতে পশম তৈরি হয় - ২০০ প্রকার।

♥♦♥৭ অধ্যায়ঃ

১।ভিনেগারের সংকেত - (CH3COOH)♦

২।শক্তিশালী এসিড - সালফিউরিক এসিড,নাইট্রিক এসিড,হাইড্রোক্লোরিক এসিড♦

৩।এসিড নীল লিটমাসকে কোন রং এ পরিবর্তন করে - লাল♦

৪।লাল লিটমাস কাগজকে ক্ষারের মধ্যে ডুবালে কোন রং হবে - নীল।

৫।হিস্টামিনকে অকার্যকর করে - ভিনেগার♦

৬।ভিনেগারের অপর নাম - এসিটিক এসিড,সিরকা♦

৭।টেস্টিংসল্ট যে নামে পরিচিতি - মনোসোডিয়াম গ্লুটামেট♦♦♦♦

৮।জৈব এসিড - (CH3COOH)♦

৯।অম্লীয় দ্রবণের জন্য সঠিক - pH<7♦♦

১০।আমাদের ধমনির রক্তের pH -7.4।

১১।ক্ষারক - (NaOH)।

NaOH (সোডিয়াম হাইড্রোক্সাইড) ক্ষারক। তেমনি ১২ নাম্বার Ca(OH)2(ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড) ও ক্ষারক। যে সকল যৌগে OH( হাইড্রোক্সাইড) থাকে তার সব ই ক্ষারক।

যেমন: Al(OH)3 (এলুমিনিয়াম হাইড্রোঅক্সাইড)।Mg(OH)2 (ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড)।

১২।স্লাক লাইম - [Ca(OH)2]

১৩।পিঁপড়া কামরে নি:সৃত হয় - ফরমিক♦♦

১৪।মৌমাছি হুল ফুটালে ব্যবহার করা হয় - জিংক কার্বোনেট (ZnCO3)।

১৫।চামড়া ট্যানিং করতে ব্যবহার হয় - খাবারের লবন।

১৬।জীবানুনাশক হিসেবে ব্যবহার হয় - (CuSO4)।

১৭।অ্যামোনিয়া নাইট্রেট তৈরি হয় - HNO3 থেকে।

১৮।NaCl+HCl= NaOH(লবন)+H2O( পানি)

১৯।কাপড় কাচার সোডার সাথে থাকে - ১০ অনু পানি।

২০।আইপিএস এর অত্যাবশ্যকীয় উপাদান - সালফিউরিক এসিড (H2SO4)।

২১।ভিনেগার সংকেতে থাকে - ৪টি হাইড্রোজেন♦

২২।বেকিং সোডার সংকেতে হাইড্রোজেন পরমানুর সংখ্যা - ১টি।

২৩।মানব দেহের জন্য ক্ষতিকারক এসিড - হাইড্রোক্লোরিক♦

২৪।নির্দেশক হলো - রাসায়নিক পদার্থ।

২৫।নির্দেশক - ৪ ধরনের♦

২৬।রক্তে pH এর মান কতটুকু পরিবর্তিত হলে মৃত্যু হতে পারে - 0.4।

২৭।এসিডের পরিমান বাড়লে, pH এর মান - কমে।

২৮।পাকস্থলী pH কত কম বা বেশি হলে বদহজম সৃষ্টি হয় - 0.5।

২৯।শিশুদের ত্বকের pH এর মান - 7♦

৩০।আমাদের পাকস্থলীর খাদ্য হজমের জন্য দরকারি pH - 2।

৩১।ক্যালমিনের মূল উপাদান - (ZnCO3)।

৩২।টুথপেস্টের pH সাধারণত - ৯ হতে ১১ মধ্যে হয়।

৩৩।অ্যান্টাসিড হলো - ক্ষার♦♦

৩৪।প্রশমন কিক্রিয়ার মান হয় - ৭।

৩৫।কপার সালফেটকে বলা হয় - তুঁত।

৩৬।অ্যামোনিয়াম নাইট্রেট - সার।

৩৭।দইয়ে ও বোরহানিতে থাকে - ল্যাকটিক এসিড।

৩৮।বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন অনুযায়ী এসিড ছোড়ার শাস্তি - মৃতুদন্ড (১৯৯৫ সালের আইন)।

৩৯।জবা ফুলের রং এসিডের মধ্যে উৎপন্ন করে - লাল রং।

৪০।জবা ফুলের রং ক্ষারকের মধ্যে উৎপন্ন করে - নীল রং।

৪১।আমাদের জিহ্বার লালায় কার্যকরী pH - 6.6।

৪২।নিরপেক্ষ জলীয় দ্রবণ pH এর মান - 7♦♦♦

৪৩।আমাদের ত্বকের pH এর মান - 4-6।

৪৪।টেস্টিং সল্ট ব্যবহার করা হয় - খাবার স্বাদ বৃদ্ধির জন্য।

৪৫।কাপড় কাঁচার মূল উপাদান - সোডিয়াম স্টিয়ারেট।

৪৬।দূর্বল এসিড - এসিটিক এসিড, সাইট্রিক এসিড, অক্সালিক এসিড♦♦

৪৭।শক্তিশালী এসিড - সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড।

৪৮।চিনির রাসায়নিক নাম -সুক্রোজ♦♦

৪৯।ব্লিচিং পাউডার-Ca(OCl)Cl♦♦

ফিটকিরি-K2SO4.Al2(SO4)3.24H2O♦♦

এই দুইটি রাসায়নিক পদার্থ পানি বিশুদ্ধ করনে ব্যবহার করা হয়।

৫০।নির্দেশক হলো অই সকল রাসায়নিক পদার্থ যারা নিজেদের রঙ পরিবর্তনের মাধ্যমে কোনো পদার্থ এসিড, ক্ষারক না নিরপেক্ষ তা নির্দেশ করে। যেমন: লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফ্যানফথেলিন।

সংকেতসমূহঃ♦♦♦♦[most important ]

১।এসিটিক এসিড - (CH3COOH)।

২।সাইট্রিক এসিড - (C6H8O7)।

৩।অক্সালিক এসিড - (HOOC-COOH)।

৪।সালফিউরিক এসিড - (H2SO4)।

৫।নাইট্রিক এসিড - (HNO3)।

৬।হাইড্রোক্লোরিক এসিড - (HCl)।

৭।কার্বোনিক এসিড - (H2CO3)।

৮।তুতের - (CoSO4.5H2O)।

৯।অ্যামোনিয়াম নাইট্রেট এসিড - (NH4NO3)।

১০।অ্যামোনিয়াম সালফেট এসিড - ((NH4)2SO4)।

১১।অ্যামোনিয়াম ফসফেট - ((NH4)3PO4)।

১২।পটাসিয়াম স্টেয়ারেট এসিড - (Cl7H35COOKa)।

১৩।ফসফরিক এসিড - (H3PO4)।

১৪।জিংক কার্বোনেট এসিড - (ZnCO3)।

১৫।চুনাপাথর - (CaCO3)।

১৬।ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এসিড - (Mg(OH)2)।

১৭।অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এসিড - (Al(OH)3)।

১৮।খাবার সোডা - (NaHCO3)।

১৯।ক্যালসিয়াম কার্বোনেট এসিড - (CaCO3)।

২০।সিলভার সালফেট - (Ag2SO4)।

২১।মারকিউরিক সালফেট এসিড - (HgSO4)।

২২।মারকিউরিক ক্লোরাইড এসিড - (AgCl)।

২৩।সোডিয়াম ক্লোরাইড - (NaCl)।

২৪।সোডিয়াম স্টেয়ারেট এসিড - (Cl7H35COONa)।

২৫।সোডিয়াম কার্বোনেট এসিড - (Na2CO3)।

২৬।কপার সালফেট এসিড - (CuSO4)।

২৭।পটাসিয়াম নাইট্রেট এসিড - (KNO3)।

২৮।ম্যাগনেটাইট - (Fe3O4)

২৯।কোয়ার্টজ - (SiO2)

৩০।জিপসাম - (CaSO4.2H2O)।

♦♦♦৮ম অধ্যায়ঃ

১।হিউমাস তৈরি হয় - মৃত গাছপালা আর প্রাণীর দেহাবশেষ থেকে।মাটিতে বিদ্যমান কালচের রংয়ের জৈব পদার্থ।

২।মাটিতে বিদ্যমান পানির পরিমান - ২৫%♦

৩।মাটিতে pH কত হলে গম উৎপাদনের পরিমান সবচেয়ে বেশি হয় - ৫-৬♦

৪।কোন মাটির কণা সবচেয়ে বড় হয় - বালু মাটির♦

৫।মাটির গঠন অনুযায়ী জৈব পদার্থের শতকরা পরিমান - ৫%।অজৈব - ৪৫%,বায়বীয় ২৫%,পানি ২৫%।

৬।কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি - পলি মাটির।

৭।মাটির বৈশিষ্ট্য উপর ভিত্তি করে মাটি - ৪ প্রকার♦

৮।চেরনোবিল দুর্ঘটনার কারন ছিল - তৈজস্ক্রিয় পদার্থ।

৯।সিমেন্ট ও প্লাস্টার অব প্যারিস তৈরির কাঁচামাল - জিপসাম।

১০।সবচেয়ে নরম খনিজ - ট্যালক♦

১১।ফসল চাষাবাদের জন্য খুবই উপযোগী - দো-আঁশ মাটি।

১২।প্রকৃৃতিতে খনিজ পদার্থ পাওয়া গেছে - ২৫০০ ধরনের।

১৩।সিএনজি এর মূল উপাদান - মিথেন গ্যাস♦

১৪।পেট্রোলিয়াম ব্যবহার হয় - আলকাতরা তৈরিতে।

১৫।কয়লায় কার্বনের পরিমান - অ্যানথ্রাসাইট-৯৫%, বিটুমিনাস-৫০ থেকে ৮০%, লিগনাইট - ৫০%।

১৬।সবচেয়ে পুরোনো কয়লা - অ্যানথ্রাসাইট♦

১৭।ইউরিয়ার সারের কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার - ২১ ভাগ♦

১৮।বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার - ৫১ ভাগ।

১৯।শিল্প কারখানায় প্রাকৃতিক গ্যাসের ব্যবহার - ২২ ভাগ।

২০।বাণিজ্যিক প্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার - ১ ভাগ।

২১।বাসা বাড়িতে রান্নার প্রাকৃতিক গ্যাসের ব্যবহার - ১১ ভাগ।

২২।মাটির কোন স্তরে উদ্ভিদ ও প্রানীর পচন শুরু হয় - হরাইজোন A♦

২৩।সবচেয়ে কঠিন খনিজ - হীরা♦

২৪।কোয়ার্টজের অপর নাম - সিলিকন ড্রাই অক্সাইড (SiO2)।

২৫।কার্বনের রুপভেদ - ২টি♦

২৬।পেট্রোলিয়ামকে পরিশোধনের জন্য আংশিক পাতন প্রক্রিয়ার তাপমাত্রা ব্যবহার হয় - ৪০০ ডিগ্রি সেলসিয়াস।

২৭।মাটিতে বিদ্যমান বায়বীয় পদার্থের পরিমান - ২৫%।

২৮।মাটির নিরপেক্ষ হলে এর pH মান - ৭♦♦

২৯।মাটির pH এর মান কত হলে জব উৎপাদন সর্বোচ্চ হয় - ৮।

৩০।মাটিতে চুন যোগ করা হয় - pH বাড়াতে♦♦

৩১।ধাতব মুদ্রা তৈরিতে ব্যবহার হয় - Ag।

৩২।ট্যালকম পাউডারে ব্যবহার হয় - Talc।

৩৩।আমাদের দেশে জ্বালানী হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার হচ্ছে - ২০০৩ সাল হতে।

৩৪।কয়লা ৩ প্রকার - অ্যানথ্রাসাইট,লিগনাইট, বিটুমিনাস♦♦

৩৫।কয়লা উত্তোলনের পদ্ধতি - ২ টি♦♦

৩৬।প্রাকৃতিক গ্যাসের শতকরা সিস্টেম লস হয় - ৫ ভাগ।

৩৭।ওয়াটার প্রুফ দ্রব্য প্রস্তুতে ব্যবহার হয় - বিটুমিন।

৩৮।CNG অর্থ - Compressed Natural Gas।

৩৯।মাটির ২য় স্তর - হরাইজোন বি / সাবসয়েল।

৪০।মাটির ৩য় স্তর - হরাইজোন সি।

মাটির ৪র্থ স্তর - হরাইজোন ডি।

♦♦৯ অধ্যায়ঃ

১।অ্যানথাক্স রোগ হয় - গবাদিপশুর♦

২।জলবায়ু পরিবর্তনের কারনে বাংলাদেশের জীববৈচিত্র্য ধ্বংস হয় যাবে - ৩০%♦

৩।সামুদ্রিক প্রবালে জীবনযাপনের উপযোগী তাপমাত্রা - ২২-২৮ ডিগ্রি সেলসিয়াস।

৪।সমুদ্রের পানি ২ মিটার বাড়লে বাংলাদেশের যে পরিমান এলাকা পানির নিচে যাবে - ১/১০ অংশ।

৫।জলবায়ু পরিবর্তনের প্রধান কারন - উষ্ণতা বৃদ্ধি।

৬।২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে পারে - ১.১-৬.৪০ ডিগ্রি সেলসিয়াস।

৭।বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সাইক্লোণ আঘাত হানে - ১৯৯১ সালে (২২৫ কি.মি/ঘণ্টায়)♦

৮।টর্নেডো শব্দটি এসেছে - স্প্যানিশ ভাষা হতে (দৈর্ঘ্য - ৫-৩০ কি.মি)।

৯।ভূমিকম্পের মাত্রা পরিমাপক যন্ত্রের নাম - রিখটার স্কেল♦

১০।খাদ্য ঘাটতির কারনে প্রতিবছর খাদ্য আমদানি করতে হয় - ২ মিলিয়ন মেট্রিক টন।

১১।যে রাসায়নিক দ্রব্য বাতাশে ছড়িয়ে ঘূর্ণিঝড়ের গতিবেগ কমানো যায় - সিলভার আয়োডাই (AgI)।

১২।সুনামি - জাপানি শব্দ♦

১৩।সাইক্লোন তৈরি হতে সাগরের তাপমাত্রা প্রয়োজন - ২৮ ডিগ্রি সেলসিয়াস।

১৪।আমেরিকাতে ঘূর্ণিঝড়কে বলে - হারিকেন♦♦

দূরপ্রাচ্যের দেশগুলো ঘূর্ণিঝড়কে বলে - টাইফুন।

১৫।বাতাশে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে - ৪০-৫০ সেকেন্ড।

১৬।গত ১০০ বছরে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে - ০.৭ ডিগ্রি সেলসিয়াস।

১৭।ভূমিকম্পের ফলে বাংলাদেশের যে নদীর গতিপথ পরিবর্তন হয় - ব্রহ্মপুত্র♦

১৮।জীবানু জন্মানোর সহাযক তাপমাত্রা - ৩৫ ডিগ্রি সেলসিয়াস

১৯।সমুদ্রের পানির উচ্চতা ৪৫ সে.মি বাড়লে সুন্দরবন তলিয়ে যাবে - ৭৫%।

২০।২০১০ সেন্টমার্টিন দ্বীপের প্রবাল বিলীন হয়ে যায় - ৭০ ভাগ।

২১।বাংলাদেশের নদীর মধ্যে ভারত,নেপাল,ভুটানে উৎপত্তি লাভ করছে - ৫৮ টি♦

২২।বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন - সুন্দরবন।

২৩।বেশি প্রবাল পাওয়া যায় - সেন্টমার্টিনে♦

২৪।২০৫০ সালে লবণাক্ততার পরিমান হবে - ১৬%।

২৫।IPCC- Intergovernmental Panel on Climate Change.♦{♦

২৬।জলবায়ু প্রভাব সম্পর্কিত IPCC সংস্থার মূল্যায়ন রিপোর্টির নাম - AR4♥

২৭।বিশ্বের জনসংখ্যা - ৬.৬ বিলিয়ন।

২৮।কত সালের বন্যায় মানুষের দুভির্ক্ষ দেখা দেয় - ১৯৭৪ সালের।

২৯।El-nino শব্দটি সম্পর্কিত - খরার সাথে♦

৩০।বাংলাদেশে ভয়াবহ খরা হয় - ১৯৭৮-৭৯ সালে।

৩১।খরার অন্যতম কারন - গভীর নলকূপ স্থাপন করা।

৩২।"সিডর" শব্দের অর্থ - চোখ♦

বাংলাদেশে আঘাত হানে -২০০৭ সালে।

৩৩।"Tornado" শব্দের অর্থ - বজ্রঝড়♦

"Kyklos" শব্দের অর্থ - সাপের কুন্ডলী।

৩৪।সুনামীকে পৃথিবীর কত নম্বর প্রাকৃতিক দূর্যোগ বলা হয় - ৩য়।

৩৫।বাংলাদেশ সুনামীতে ক্ষতিগ্রস্ত হন - ১৯৬২ সালে ২ এপ্রিল।

৩৬।pH এর মান কত হলে মাছের বেশিরভাগ ডিম নষ্ট হয়ে যায় - ৫ এর কম।

৩৭।পানিতে এসিড থাকলে pH এর মান হয় - ৭ এর কম।

৩৮।"Disaster" শব্দের অর্থ - দুর্যোগ♦♦

৩৯।বাংলাদেশের নদীগুলোর মধ্যে ভারতে জন্ম প্রায় - ৫৫ টি নদীর।

৪০।রিখটার স্কেলে ১ মাত্রা বাড়া মানে ভূমিকম্পের শক্তি - ৩০ গুণ বেড়ে যাওয়া।

♦♦♦১০ অধ্যায়ঃ

১।কোনটি ভেক্টর রাশি - বল, ত্বরণ♦

২।চলন্ত বাস থেমে গেলে বাসের যাত্রীরা সামনে ঝুঁকে যায় কেন - গতির জড়তার কারনে♦

৩।নিউটনের প্রথম সূত্র হতে কোন বিষয়ে ধারণা পাওয়া যায় - জড়তা ও বল♦

৪।নিউটনের ২য় সূত্র ক্ষেত্রে প্রযোজ্য - বল=ভর*ত্বরণ।

৫।শক্তিশালী নিউক্লিয় বল দূর্বল নিউক্লিয় বলের তুলনায় কতগুন বেশি -১০^১২।

৬।বলের একক - নিউটন।

#গতিবিষয়ে সূত্র প্রদান করে - নিউটন♦

৭।স্যুটকেসের নিচে চাকা লাগনো হয় কেন - ঘর্ষণ কমাতে।

ঘর্ষণ কমাতে ব্যবহান হয় - লুব্রিকেন্ট♦

৮।গাছ হতে নিচে ফল পড়ে - মাধ্যাকর্ষণ বলের কারনে।

৯।বেগের পরিবর্তন হারকে বলে - ত্বরণ♦

১০।নিউটনের কোন সূত্র ব্যবহার করে রকেট চলে - ৩য়♦

১১।চৌম্বক বল কয়টি ধর্ম প্রদর্শন করে - ২টি♦

১২।শক্তিশালী নিউক্লিয় বলের পাল্লা কেমন - অতিক্ষুদ্র।

১৩।পৃথিবীর ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলে - অভিকর্ষ।

১৪।লেপটন ও হাউন হচ্ছে -মৌল কনিকা।

১৫।নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে - ইলেকট্রন।

১৬।নিউটনের গতিসূত্র প্রকাশ হয় - ১৬৮৭♦

১৭।নিউটন কয়টি বিষয়ে উপর সম্পর্ক স্থাপন করে - ৪টি।

মৌলিক বল - ৪টি♦

১৮।জড়তা - ২ প্রকার।

১৯।হাঁটতে গেলে উচু নিচু জায়গায় হোঁচট খাই কেন - স্থিতি জড়তার জন্য।

২০।সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তনকে বলে - গতি♦♦

২১।ঝুরঝুর বালিতে হাঁটা যায় না কেন - বল প্রয়োগ হয় না তাই।

২২।যে বলের কারনে রকেট জ্বালানী নির্গত হওয়ার বিপরীত দিকে চলে - ক্রিয়া প্রতিক্রিয়া বলের কারনে।

২৩।ক্রিকেট বল ব্যাটের ওপর কোন বল ক্রিয়া করে - প্রতিক্রিয়া বল।

২৪।পদার্থের নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার ধর্মকে বলে - জড়তা।

#পদার্থের জড়তা পরিমাপ হচ্ছে - ভর♦

২৫।প্যারাসুট নিয়ে প্লেন থেকে ঝাঁপিয়ে পড়লে কোন ঘর্ষণের কারনে নিচে নামতে পারে - প্রবাহী ঘর্ষণ।

২৬।ঘর্ষণ বল কয়টি বিষয়ে নির্ভর করে - ২টি♦♦

২৭।তেল বা গ্রিজ তলগুলোকে কী করে - মসৃণ।

২৮।গাড়ির টায়ারে সুতোর ব্যবহার হয় - সড়ক আঁকরে ধরার জন্য।

২৯।কিসের কারনে আমরা বই খাতা ধরে রাখতে পারি - ঘর্ষণের কারনে♦♦

৩০।চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে কেন- মাধ্যাকর্ষণ বলের জন্য♦♦

৩১।যে পদার্থ চুম্বকে আকর্ষণ করে তাকে -চুম্বক পদার্থ বলে।

৩২।সকল পদার্থ - পরমানু দিয়ে গঠিত♦

৩৩।।যা বস্তুর অবস্থান পরিবর্তন করতে চায় - বল♦

৩৪।মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় তড়িৎ চৌম্বক বল কতগুণ বেশি শক্তিশালী - ১০^২০ গুন♦

৩৫।নিউটনের প্রথম সূত্র - বাইরে থেকে কোন বল প্রয়োগ না করে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে♦

৩৬।নিউটনের ২য় সূত্র - বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক♦

৩৭।নিউটনের ৩য় সূত্র - প্রত্যেক ক্রিয়া বলেরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে♦♦♦

৩৮।ভরের একক - কেজি♦

৩৯।রাসায়নিক বিক্রিয়া সংঘটনের জন্য দায়ী - তাড়িৎ চৌম্বক বল।

৪০।বল নির্ভর করে - ত্বরণের উপর।

#Information: Collected.

মেগা পোস্টঃ ভুল ত্রুটি,ক্ষমাপ্রার্থী।


⛔ আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের পেজে লাইক দিয়ে রাখুন ⛔